দেখা দিলেন কাস্ত্রো, সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের
১৩ জুলাই ২০১০২০০৬ সালে অসুস্থ হয়ে পড়ার পর থেকে কাস্ত্রোর খবর মিললেও তাঁকে দেখা যায় কালেভদ্রে৷ তাও টিভি পর্দায় কিংবা ভিডিওফুটেজে৷ কিউবার কমিউনিস্ট নেতাকে টিভিতে সরাসরি কথা বলতে সর্বশেষ দেখা গিয়েছিলো ২০০৬ এর ২৬ জুলাই৷ সে হিসাবে চার বছর পর তাঁর দেখা মিললো৷ তবে গত বছরও তাঁর শারীরিক অবস্থার ভিডিওফুটেজ প্রচারিত হয়েছিলো৷
ভাই রাউল কাস্ত্রোকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে অনেকটা অবসরেই আছেন ফিদেল৷ তবে দায়িত্বে থাকার সময়ে যেমনি ছিলেন, সোমবারের সাক্ষাৎকারেও তেমনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেন তিনি৷ দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়া নিয়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা চলছে৷ আর এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করলেন ফিদেল কাস্ত্রো৷ তিনি বললেন, যুক্তরাষ্ট্র এশিয়ার দেশ দুটিকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে৷ কাস্ত্রোর দাবি, দক্ষিণ কোরিয়ার জাহাজটি উত্তর কোরিয়া নয়, ডুবিয়েছে যুক্তরাষ্ট্রই৷ ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর মুখোমুখি অবস্থান বিশ্বকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ ফিদেল বলেছেন, ইরানের ওপর যে কোনো সামরিক অভিযানের পরিণতি শুভ হবে না৷
কিউবার সরকার নিয়ন্ত্রিত টিভির যে অনুষ্ঠানে ফিদেল হাজির হয়েছিলেন, তার নাম ‘মেসা রেদোন্দা', ইংরেজি করলে দাঁড়ায় ‘রাউন্ড টেবিল'৷ এটি সরাসরি সম্প্রচার, না আগে ধারণ করা তা অবশ্য বলা হয়নি৷ এক ঘন্টার ওই অনুষ্ঠানে ৮৩ বছর বয়সি ফিদেলকে বেশ সতেজ দেখাচ্ছিলো৷ কথা বলার সময় রসিকতাও করছিলেন তিনি৷ সাক্ষাৎকার দেওয়ার সময় ফিদেলের পরনে ছিলো নীল রঙের জ্যাকেট, তাঁর সামনের টেবিলে ছিলো অনেকগুলো সংবাদপত্র৷ দায়িত্ব ছাড়ার পর মূলত লেখালেখি করেই দিন কাটাচ্ছেন ফিদেল৷ তবে মনে করা হয়, রাউল প্রেসিডেন্ট হলেও কিউবার নিয়ন্ত্রণ এখনো ফিদেলের হাতেই৷
মধ্যপ্রাচ্য এবং কোরিয়া নিয়ে আলোচনা করলেও কিউবার রাজনৈতিক বন্দি মুক্তি নিয়ে কিছুই বলেননি ফিদেল৷ স্পেন ও ক্যাথলিক চার্চের সঙ্গে এক চুক্তির আওতায় ৫২ জনকে ছেড়ে দিচ্ছে কিউবা সরকার৷ এর মধ্যে সাতজনের একটি দল মঙ্গলবারই মাদ্রিদ পৌঁছেছে৷ ফিদেল ক্ষমতায় থাকার সময় ২০০৩ সালে ভিন্ন মতের এই ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছিলেন৷ মুক্তিপ্রাপ্ত নেতা এবং তাঁদের পরিবার স্পেন পৌঁছে সন্তোষ প্রকাশ করেছেন৷ এই ঘটনাটিকে কট্টর অবস্থান থেকে কিউবার সরে আসার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে৷ তবে সমালোচকরা বলছেন, এটা তেমন ইঙ্গিত দেয় না৷ তাঁদের আসলে জোর করেই স্পেনে পাঠিয়ে দেওয়া হলো৷
প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন