1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেখুনতো, ইউটিউব খুলছে কিনা...

জাহিদুল হক১ এপ্রিল ২০১৩

রবিবার যারা ইউটিউবে গিয়েছেন তারা হয়ত হোমপেজে ৩ মিনিট ৩২ সেকেন্ডের একটা ভিডিও দেখেছেন৷ তাতে বলা আছে, মধ্যরাত থেকে ইউটিউব বন্ধ হয়ে যাবে!

ছবি: picture-alliance/dpa

ঐ ভিডিওতে টিম লিস্টোন নামের একজন বলছেন, গত আট বছর ধরে ইউটিউব আসলে একটা প্রতিযোগিতার আয়োজন করে এসেছে৷ এর মাধ্যমে তারা বিশ্বের সবচেয়ে সেরা ভিডিওটি খুঁজে পেতে চান৷ আর এর ফল নাকি জানা যাবে দশ বছর পর, ২০২৩ সালে! ভিডিওতে টিম লিস্টোনের পরিচয় দেয়া হয়েছে ‘কম্পিটিশন ডিরেক্টর' হিসেবে৷

এরপর ইউটিউবের প্রধান নির্বাহী সালার কামাঙ্গার বলছেন, গত আট বছরে ইউটিউবে গড়ে প্রতি মিনিটে প্রায় ৭০ ঘণ্টার মতো ভিডিও পোস্ট করা হয়েছে৷

ভিডিওতে সব ব্যবহারকারীকে শেষবারের মতো ইউটিউবের ভিডিওগুলো দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে৷ কেননা এরপর ইউটিউব বন্ধ করে দেয়া হবে!

অবশেষে জানা গেছে যে, ব্যবহারকারীদের ‘এপ্রিল ফুল' করতেই ঐ ভিডিও৷

‘এপ্রিল ফুল'-এর ইতিহাস সম্পর্কে একদল বলেন যে, এর সঙ্গে মুসলমান নিধনের বিষয় জড়িত৷ তারা বলতে চান, স্পেনের একসময়কার রানি ইসাবেলা আর রাজা ফার্ডিনান্ড মুসলিম অধ্যুষিত গ্রানাদা শহর দখল নিতে আক্রমণ চালিয়েছিলেন৷ এক পর্যায়ে মুসলিম বাহিনীর অবস্থা খারাপ হলে তাদেরকে আত্মসমর্পণ করার সুযোগ দিতে মসজিদে গিয়ে আশ্রয় নেয়ার কথাও বলা হয়েছিল৷ এরপর মসজিদে আগুন ধরিয়ে সবাইকে পুড়িয়ে মারা হয়৷ দিনটা নাকি ছিল এপ্রিলের ১ তারিখ৷

যারা উপরের ঘটনা বিশ্বাস করেন তারা ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে বিষয়টি শেয়ার করেন৷ গত কয়েক বছর ধরেই তারা এটা করে আসছেন৷

এ ভুল ভাঙাতে সচলায়তন ব্লগে নিয়াজ মোর্শেদ চৌধুরী গত বছর একটি লেখা লেখেন৷ তাতে তিনি মুসলমানদের পুড়িয়ে মারার ঘটনাটি একটি ‘ভ্রান্ত গল্প' বলে মন্তব্য করেন৷ তাঁর বক্তব্যের স্বপক্ষে তিনি ব্যাখ্যাও দিয়েছেন৷ এরপর অবশ্য বিভিন্ন সূত্রের উল্লেখ করে ‘এপ্রিল ফুল'-এর আসল ইতিহাসও বর্ণনা করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ