1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেখুন আমুদে এক পুলিশের কাণ্ড

২৬ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের এক স্কুলের ছাত্র-ছাত্রীদের সব আনন্দ মাটি হতে চলেছিল এক পুলিশের কারণে৷ মহানন্দে খেলা দেখছিল ওরা৷ হঠাৎ পুলিশ দেখে সবাই ভাবছিল বোধহয় এক বন্ধু গ্রেপ্তার হতে চলেছে৷ পরে সেই পুলিশকে নিয়েই আনন্দে মেতে ওঠে তারা৷

Australia Perth - Chinesische Studenten
ছবি: picture-alliance/dpa/H. He

উইসকনসিন হাইস্কুলের নাম এখন বিশ্বের অনেক দেশের অনেক মানুষই জানেন৷ অথচ এক সপ্তাহ আগেও স্কুলটির সুখ্যাতি শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল৷ সবাই জানতেন, এই স্কুলে লেখাপড়ার মান, পরীক্ষার ফলাফল ভালো৷ তবে এখন সবাই জানেন, এই স্কুলে হাজির হয়েছিলেন এমন এক পুলিশ, দুষ্টের দমনই শুধু নয়, শিষ্টের মনে আনন্দ ছড়াতেও যার জুড়ি মেলা ভার৷

শিক্ষার্থীরা সেদিন গ্যালারিতে বসে ফুটবল উপভোগে মশগুল৷ হঠাৎ সেই পুলিশের আবির্ভাব৷ বলা নেই, কওয়া নেই এসেই তিনি এক শিক্ষার্থীকে গ্রেপ্তারে উদ্যত৷ প্রথমে ভয় এবং অস্বস্তি, তারপর মৃদু ক্ষোভও ছড়িয়ে পড়ে গ্যালারিতে৷ কিন্তু তা শুধু কয়েক মুহূর্তের জন্য৷ বিশালদেহী সিকিউরিটি অফিসার জ্যাক ট্যাশনার পরক্ষণেই চিয়ারলিডারের মতো নানা ভঙ্গিতে নাচ শুরু করতেই বদলে যায় বাতাবরণ৷ সামনে জ্যাক আর পেছনে গ্যালারি ভর্তি শিক্ষার্থী – সবাই এক তালে, একই ভঙ্গিতে দুলছে, নাচছে,  সবার প্রাণখোলা হাসিতে গ্যালারি যেন কাঁপছে তখন৷

পুরো ঘটনাটি দেখা যাবে গত ১৬ সেপ্টেম্বর অ্যাপলটন পুলিশ ডিপার্টমেন্টের ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে৷ মাত্র ১০ দিনে ভিডিওটি দেখা হয়েছে ৩০ লক্ষেরও বেশিবার!

পরে জ্যাক ট্যাশনার জানিয়েছেন, হঠাৎ এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে যাওয়ার ব্যাপারটি ছিল পুরো সাজানো নাটক৷ যাকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন, তাকে তো বটেই, এমনকি স্কুল কর্তৃপক্ষকেও আগেই জানিয়েছিলেন বিষয়টি৷ সাজানো নাটকের মঞ্চায়ন এতটাই সফল হয়েছিল যে, পরে ফক্স নিউজকে জ্যাক ট্যাশনার বলেছেন, ‘‘যখন দেখলাম, আমি যা করছি, ওরা (শিক্ষার্থী) অবিকল ঠিক তা-ই করছে, মনে হচ্ছিল, অনন্তকাল ওই কাজই করে যাই৷ কিন্তু এক সময় আমার পা আর সায় দিচ্ছিল না৷''

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ