1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেখুন দুই কিশোরীর অবাক করা নাচ

২৫ নভেম্বর ২০১৬

একজনের নাম খাইলা, অন্যজনের নাম নাই-বি৷ দু'জনে প্রাণের বন্ধু আর দু'জনেই নাচতে ভালোবাসে৷ তাই দু'জনে মিলে একটি নাচ-নাচ-খেলা ‘আবিষ্কার' করেছে, যা দেখলে চমকে যেতে হয়৷

Screenshot Youtube Bizzy Boom #BESTFRIENDGOALS
ছবি: Youtube/Bizzy Boom

গত এক বছরে প্রায় এক কোটি মানুষ দেখেছেন তিন মিনিট আঠেরো সেকেন্ডের এই ভিডিও৷ যাদের বয়স সাত আর আট, তারা যে হিপ-হপের মতো একটা শক্ত নাচ আদৌ নাচতে পারে, তাতেই আশ্চর্য হওয়ার কথা৷ কিন্তু খাইলা আর নাই-বি প্রায় পেশাদারদের মতোই হিপ-হপ নাচে, তাদের বিভিন্ন ‘মুভ' একেবারে নিখুঁত৷ কিন্তু হিপ-হপ দেখেই ক্ষান্ত হবেন না, আরো অনেকে আছে...

এরা ডান্সহল, সালসা, অ্যাফ্রো, প্রায় সব ধরনের ‘আধুনিক’ ডান্সের সঙ্গে পরিচিত আর দারুণ নকল করতে পারে - তাও আবার ডুয়েটে! এদের হয়ত নাচ, বিশেষ করে ব্যালেটের ট্রেনিং আছে৷ একদিকে কাচ দিয়ে ঢাকা যে ঘরটায় ওরা ওদের নাচ দেখাচ্ছে, সেটাও ছোট কিংবা বড়দের ডান্স স্টুডিও হতে পারে অথবা পারত৷

সব মিলিয়ে, এই দুটি মেয়ের ‘ট্যালেন্ট' বা প্রতিভা অস্বীকার করার কোনো উপায় নেই৷ তবে এক কোটি দর্শককে যা মুগ্ধ করেছে, তা হলো শৈশব, বন্ধুত্ব, খেলা, নাচ ও প্রশিক্ষণের এই আশ্চর্য সংমিশ্রণ৷ আরো বড় কথা, খাইলা আর নাই-বির এই নাচ ‘শো' হলেও, ‘শো বিজ' নয়৷ অন্তত এখনও পর্যন্ত নয়৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ