1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে হিন্দু-মুসলমান সম্পর্ক...

১৯ আগস্ট ২০১৬

ভারতে হিন্দু-মুসলিম সম্প্রীতি নিয়ে অনেকের মনেই দেখা দিয়েছে সংশয়৷ এ পরিস্থিতিতেই মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুদের বিরুদ্ধে আর হিন্দু এলাকায় মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন একজন৷ ফলাফলটা দেখুন ভিডিওতে...

Bildergalerie Eid al-Adha in Indien
ছবি: Reuters/Ahmad Masood

দিল্লির খাজা মইনুদ্দীন চিশতির মাজারের কাছের মুসলিম অধ্যুষিত এলাকার এক বাজারে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে যা মনে আসছিল তা-ই বলে যাচ্ছিলেন একজন৷ দোকানদার মুসলমান৷ তারপরও হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কথা বলে একটুও সুবিধা হলো না৷ দোকানদার সাফ বলে দিলেন, ‘‘আপনি এখান থেকে যান৷ আপনার মতো মানুষের কাছে আমি কোনো জিনিস বিক্রি করব না৷'' দোকানের অদূরে বসে দুই মুসলিম প্রবীণ গল্প করছেন৷ তাঁদের কাছে গিয়ে হিন্দুবিদ্বেষী কথা বলেও কোনো লাভ হলো না৷ তাঁরাও বলে দিলেন, ‘‘আপনার মতো লোকেরাই ভারতে হিন্দু-মুসলিমের মধ্যে অশান্তি বাড়াচ্ছে৷ আপনার সঙ্গে কথাই বলব না, আপনি যান৷''

এভাবে এক এক করে বেশ কয়েকজন মুসলমানের কাছে গিয়ে হিন্দুবিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেও কোনো লাভ না হওয়ায় লোকটি এবার গেলেন এক হিন্দুপ্রধান এলাকায়৷

সেখানেও দোকানে গিয়ে, পথের ধারের আড্ডায় নাক গলিয়ে খুব হিন্দুপ্রেমী সেজে লোকটি বলতে লাগল বিদ্বেষ ছড়ানোর মতো কথা৷ এবার সব কথা মুসলমানদের বিরুদ্ধে৷ এমন সব কথা যা ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি এবং তাদের সমমনা দলগুলোর নেতা-কর্মীরা অনায়াসেই বলে থাকেন৷ কিন্তু সাধারণ হিন্দুদের মাঝে গিয়ে সেসব কথা বলে একেবারেই সুবিধা করা গেল না৷ হিন্দুরাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, মুসলমানদের বিরুদ্ধে একটা কথাও তাঁরা বরদাস্ত করবেন না৷ তাঁরা জানিয়ে দিলেন, অপরাজনীতি করে অপশক্তি কিছু কিছু জায়গায় জলঘোলা করতে পারলেও ভারত এখনো হিন্দু-মুসলমানের সমান অধিকারের দেশ৷ সাধারণ হিন্দুরা মুসলিম অধ্যুষিত নিজামউদ্দীন এলাকার মুসলমানদের মতোই দ্বিধাহীন চিত্তে জানিয়ে দিলেন, হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট করার কোনো অপপ্রয়াসকে তাঁরা সফল হতে দেবেন না৷

মুসলমান এবং হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা লোকটি আসলে রেডিও মির্চির ‘আরজে' নাভেদ৷ সোশ্যাল একপেরিমেন্ট, অর্থাৎ সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য পরীক্ষামূলক একটি কাজের অংশ হিসেবে মুসলিম এলাকায় হিন্দু সেজে গিয়েছিলেন তিনি৷ ভারতে তুমুল সাড়া জাগানো ভিডিওটি ফেসবুক পেজেও শেয়ার করেছেন নাভেদ

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ