২০১৫ সালে আফগানিস্তানের প্রথম বিশ্বকাপ ক্রিকেটে কোচ ছিলেন অ্যান্ডি মোলস৷ সম্প্রতি একের পর এক ঘটনায় তাঁর বাম পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়েছে৷
বিজ্ঞাপন
তারপরও বর্তমানে আফগানিস্তানের ‘ডাইরেক্টর অফ ক্রিকেট’ পদে থাকা মোলস দায়িত্ব পালন করে যেতে চান৷
সেপ্টেম্বরে আফগানিস্তানের বাংলাদেশ সফরে যাওয়ার কথা৷ তার প্রস্তুতি চলছিল আবুধাবিতে৷ এর অংশ হিসেবে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ কিলোমিটার হেঁটেছিলেন তিনি৷ পরে দেখেন তাঁর বাম পায়ের পাতার একটি অংশের চামড়া উঠে গেছে৷
এরপর আরো দুটো ঘটনা ঘটে মোলসের সঙ্গে৷ প্রথমটির কারণে বাম পায়ের একেবারে ছোট আঙুলটি কেটে ফেলতে হয়েছিল৷ আর পরের ঘটনায় একই পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়েছে৷ কারণ ‘এমআরএসএ বাগ’ নামে এক ব্যাকটেরিয়া ঐ পায়ে আক্রমণ করেছিল৷
৪ এপ্রিল সাউথ আফ্রিকার কেপটাউনের চিকিৎসক মোলসকে পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছিলেন৷ সেদিনের কথা বলতে গিয়ে মোলস বিবিসিকে বলেন, ‘‘একজন বিশেষজ্ঞ ৪ এপ্রিল শনিবার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন- আমার সবসময় তারিখটা মনে থাকবে- তিনি এসে বললেন, আমরা শুধু ব্যাকটেরিয়া আক্রান্ত অংশটুকু কেটে ফেলতে পারি, কিন্তু এর চেয়ে ভালো কিছু হবে না৷’’
‘প্রফেশনালস ক্রিকেটার্স ট্রাস্টের’ সহায়তায় তিনি প্রস্থেটিক পা লাগিয়েছেন৷ তাদের সহায়তায় এখন তিনি ১০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা করেছেন৷ ইতিমধ্যে ৪০০ মিটার হাঁটাও শেষ করেছেন৷ ‘‘আমি যদি দেড় পা নিয়ে ১০ কিলোমিটার হাঁটতে পারি তাহলে বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও তা পারবেন,’’ বলেন মোলস৷
কোচিংয়ে ফেরার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘আমি ক্রিকেট নিয়ে আমার জ্ঞান হারাইনি৷ আমার তো পুরো মাঠ দৌড়ানোর প্রয়োজন নেই৷ আমি মেসেজ পাঠাতে পারি৷ কৌশল নিয়ে কথা বলতে পারি৷ ফলে এটা আমার কাছে কোনো বিষয় মনে হচ্ছে না৷’’
ব্রিটিশ ক্রিকেটার মোলস বর্তমানে সাউথ আফ্রিকায় বাস করছেন৷ সাউথ আফ্রিকার ল্যান্স ক্লুজনার বর্তমানে আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন৷
জেডএইচ/এসিবি (এএফপি)
সবচেয়ে বেশি সময় ধরে ফুটবল কোচ
ফুটবলের জাতীয় দলগুলোর বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে আছেন জার্মানির ইওয়াখিম ল্যোভ৷ এর পরে কাঁরা আছেন জেনে নিন ছবিঘর থেকে। ছবিঘরে ২০২০ সালের ৩ এপ্রিল পর্যন্ত তথ্য ব্যবহার করা হয়েছে৷
ছবি: Imago/Eibner/M. Bermel
করোনায় ল্যোভের লাভ
২০০৬ সালের ১২ জুলাই থেকে দায়িত্বে আছেন জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ। তাঁর অধীনে ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানি। করোনার কারণে অর্থাভাবে পড়ায় উরুগুয়ের জাতীয় ফুটবল দলের কোচ অস্কার তাবারেজকে গতমাসে সরিয়ে দেয়া হয়েছে। ল্যোভের পাঁচ মাস আগে দায়িত্ব পেয়েছিলেন তিনি। ফলে এখন জাতীয় দলগুলোর বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে (১৩ বছর ২৬৪ দিন) দায়িত্বে থাকা কোচ হচ্ছেন ল্যোভ।
ছবি: Imago/Eibner/M. Bermel
কলদো আলভারেজ
ফ্রান্স আর স্পেনের মধ্য়ে অবস্থিত ছোট্ট এই দেশের কোচ হচ্ছেন কলদো আলভারেজ। ২০১০ সালের ২ ফেব্রুয়ারি (১০ বছর ৫৯ দিন) থেকে তিনি দায়িত্ব পালন করছেন। ফিফা র্যাঙ্কিংয়ে অ্য়ান্ডোরার অবস্থান এখন ১৮০।
ছবি: Imago-Images/Y. Jansens
লুক হলৎস
ফিফা র্যাঙ্কিংয়ে ৯৮-এ থাকা লুক্সেমবার্গের কোচ লুক হলৎস ২০১০ সালের ৪ আগস্ট (৯ বছর ২৪১ দিন) নিয়োগ পেয়েছিলেন।
ছবি: Imago-Images/Majerus
মাইকেন ও'নিল
নর্দার্ন আয়ারল্যান্ডের এই কোচ দায়িত্ৱে আছেন ২০১২ সালের ১ ফেব্রুয়ারি (৮ বছর ৬০ দিন) থেকে। ফিফা র্যাঙ্কিংয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের অবস্থান এখন ৩৬।
ছবি: Getty Images/AFP/M. Bertorello
দিদিয়ে দেশঁ
খেলোয়াড় (১৯৯৮) ও কোচ (২০১৮) হিসেবে বিশ্ৱকাপ জিতেছেন ফ্রান্সের দিদিয়ে দেশঁ। ২০১২ সালের ৮ জুলাই (৭ বছর ২৬৮ দিন) তিনি ফ্রান্সের কোচের দায়িত্ব পান।
ছবি: Reuters/C. Platiau
রিকার্ডো মানেত্তি
২০১৩ সালের ১০ জুন থেকে (৬ বছর ২৯৬ দিন) আফ্রিকার দেশ নামিবিয়ার কোচ তিনি। ফিফা র্যাঙ্কিংয়ে নামিবিয়ার অবস্থান ১১৭।
ছবি: picture-alliance/empics/G. Barker
আমির আব্দু
ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দ্বীপ দেশ কমোরোস। ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে (৬ বছর ৭৯ দিন) দায়িত্বে আছেন তিনি। দেশটির ফিফা র্যাঙ্কিং ১৬৩।
ছবি: imago/imagebroker
ভ্লাদিমির পেটকোভিচ
২০১৪ সালের ১ জুলাই থেকে (৫ বছর ২৭৫ দিন) সুইজারল্যান্ডের (ফিফা র্যাঙ্কিং ১২) কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর অধীনে ২০১৬ সালের ইউরো ও ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল সুইজারল্যান্ড।
ছবি: Reuters/D. Balibouse
জেমি ডে
ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৭ নম্বরে আছে বাংলাদেশ। ২০১৮ সালের ১৭ মে থেকে কোচের দায়িত্ব আছেন ইংল্যান্ডের জেমি ডে।