1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেরি করে অবসরের সুফল

১৬ জুলাই ২০১৩

বিশ্বে কাজ ফাঁকি দেয়ার লোক যেমন আছে, তেমনি আছে কাজ পাগল লোক৷ কিন্তু শক্তিসামর্থ্য থাকলেও নিয়মের কারণে তাঁদেরকে একটা নির্দিষ্ট সময়ের পর অবসর নিতে হয়, যা তাঁদের মাঝে বিরূপ প্রভাব ফেলে৷

Bildnummer: 59889680 Datum: 09.05.2011 Copyright: imago/Caro Berlin, Deutschland - Eine Gruppe alter Maenner unterhaelt sich. (QF, europäisch, Männer, Türken, türkisch, Ausländer, Gespräch, Fussgängerzone, Pensionäre) 00S110509D751CARO.JPG MODELxRELEASE:xNO, PROPERTY RELEASE: NO PUBLICATIONxNOTxINxPOL xdp x0x 06 2011 quer 60-70 Jahre A
ছবি: imago/Caro

এভাবে অবসর নেয়ার কারণে কাজ পাগল, ব্যস্ত মানুষটি হঠাৎ করেই কাজহীন হয়ে পড়েন৷ তাঁকে সারাদিন ঘরে বসে থাকতে হয়৷ মানুষজনের সঙ্গে যোগাযোগ কমে যায়৷ ফলে অনেকটা হতাশা ঘিরে ধরে তাঁকে৷ আর এভাবেই ‘ডিমেনশিয়া' রোগের জন্ম ঘটে৷

সারা বিশ্বে প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এই রোগে ভুগছেন৷ এর মধ্যে বেশিরভাগই আলৎসহাইমারের রোগী৷

ফ্রান্সের একদল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণা চালিয়ে বলেছেন, দেরি করে অবসর নিলে ডিমেনশিয়া রোগীর সংখ্যা কমতে পারেছবি: AP

ফ্রান্সের একদল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণা চালিয়ে বলেছেন, দেরি করে অবসর নিলে ডিমেনশিয়া রোগীর সংখ্যা কমতে পারে৷ তাঁরা বলছেন, কোনো ব্যক্তি যদি এক বছর বেশি কাজ করেন তাহলে তাঁর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩.২ শতাংশ কমে যায়৷

প্রায় পাঁচ লক্ষ মানুষের উপর জরিপ চালিয়ে এসব তথ্য জানতে পেরেছেন ফরাসি বিজ্ঞানীরা৷ যে কোনো বিচারেই এটা অনেক বড় একটা গবেষণা৷ ফলে একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না এর ফলাফল৷

যুক্তরাষ্ট্রের বোস্টনে আলৎসহাইমার বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে এই গবেষণাটি উপস্থাপন করা হয়৷

ফ্রান্সে বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা ৬৫ বছর৷ গবেষক দল বলছেন, চাকরিজীবীরা যতদিন চাইবেন ততদিন তাঁদের কাজ করতে দেয়া উচিত৷ কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো৷

জুন স্প্রিঙ্গার নামের ৯০ বছর বয়সের এক বৃদ্ধ বলছেন, ‘‘সত্যিই কাজের মধ্যে থাকাটা ভালো৷'' আট বছর আগে তাঁকে একটি কোম্পানি ‘রিসেপশনিস্ট'-এর কাজে নিয়োগ দেয়৷ সেই থেকে এখনো তিনি কাজটি করে যাচ্ছেন, এবং মৃত্যু পর্যন্ত তিনি তা করতে চান৷ ‘‘আমি আমার কোম্পানিকে ধন্যবাদ দিতে চাই৷ কেননা তারা আমাকে এই বয়সেও কাজ করতে দিয়েছে৷ আমার মানুষের সঙ্গে মিশতে, প্রতিদিন নতুন নতুন ঘটনার মুখোমুখি হতে ভালো লাগে'', বলেন স্প্রিঙ্গার৷

প্রিয় পাঠক, আপনিও কি চান অবসরে না গিয়ে ইচ্ছামত কাজ চালিয়ে যেতে?

জেডএইচ/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ