1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি

৭ জুলাই ২০১৫

মেয়াদ পেরিয়ে গেলেও ইরান ও পিভাইভ প্লাস ওয়ান দেশগুলির মধ্যে আলোচনা চলছে৷ সব পক্ষেরই আশা, দেরিতে হলেও চূড়ান্ত বোঝাপড়া সম্ভব হবে৷ তাই বিশ্বের নানা সংকটের মাঝে একটি সুখবরের জন্য অপেক্ষা করে রয়েছে সবাই৷

Österreich Palais Coburg Gespräche E3+3
ছবি: picture-alliance/dpa/G. Hochmuth

প্রশ্নটা পরমাণু কর্মসূচিকে নিয়ে৷ ইরানের সঙ্গে বিশ্বের ৬ প্রধান শক্তি যদি আপোশ মীমাংসায় আসতে পারে, সেটা হবে এক চাঞ্চল্যকর ঘটনা৷ আশার কথা, সব পক্ষই ধৈর্য ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে৷ তাদের স্থির করা মেয়াদ বার বার পেরিয়ে গেলেও সংলাপ থেমে থাকছে না৷ সোমবার গভীর রাত পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা চালিয়ে গেছেন৷ রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মহম্মদ জাভাদ জরিফকে পরোক্ষভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আলোচনার গতি যে কোনো দিকে যেতে পারে৷ অর্থাৎ যে কোনো মূল্যে চুক্তি হাসিল করার কোনো বাধ্যবাধকতা নেই – এমনটাই ইঙ্গিত করেছেন কেরি৷

গত এপ্রিল মাসে এক চুক্তির কাঠামো স্থির হবার পর প্রথমে স্থির হয়েছিল, ৩০শে জুনের মধ্যে ফয়সালা করতে হবে৷ তারপর মেয়াদ বাড়িয়ে স্থির হলো ৭ই জুলাই চূড়ান্ত বোঝাপড়া হবে৷ তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবার মোটেই কোনো ‘ডেডলাইন' নয়৷ তাঁর মতে, এক্ষেত্রে সময়টা মূল বিষয় নয়, সঠিক বোঝাপড়াই আসল লক্ষ্য৷ অর্থাৎ ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না – এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য ও জার্মানি৷এর বদলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে৷ মৌলিক বিষয়গুলিতে ইরান ও ৬টি দেশের মধ্যে মোটামুটি ঐকমত্যের খবর পাওয়া গেলেও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে বিরোধ এখনো মিটছে না৷ যেমন ইরান ভবিষ্যতে অস্ত্র কেনার ক্ষেত্রেও জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে নিতে নারাজ৷ মার্কিন প্রশাসন চায়, পারস্পরিক আস্থা বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক৷ অন্যদিকে ইরান সব প্রশ্নে এখনই স্পষ্ট বোঝাপড়া চায়৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিছবি: Reuters/L. Foeger

ভিয়েনায় আলোচনার পাশাপাশি কিছু পদক্ষেপও লক্ষ্য করা যাচ্ছে৷ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো গত সপ্তাহে তেহরান সফরে গিয়েছিলেন৷ সোমবার আইএইএ-র এক বিশেষজ্ঞ দল ইরানে পৌঁছেছে৷

এদিকে বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত বোঝাপড়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির উপর চাপ বাড়ছে৷ কারণ নতুন একটি আইন অনুযায়ী, ৯ই জুলাইয়ের পর চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন কংগ্রেস সেটি যাচাই করতে ৬০ দিন সময় পাবে৷ তার আগে চুক্তি স্বাক্ষরিত হলে সেই মেয়াদ হবে ৩০ দিন৷ উল্লেখ্য, কংগ্রেসে বিরোধী রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷

ইরানের সঙ্গে শেষ পর্যন্ত বোঝাপড়া হলে মার্কিন-ইরান সম্পর্কও স্বাভাবিক হয়ে উঠতে পারে৷ ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক দেশই এই বাস্তব মেনে নিতে এখনো প্রস্তুত নয়৷ ফলে ইরানের সঙ্গে বোঝাপড়ার পথে একাধিক বাধা কাজ করছে৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ