‘বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের একাংশই জঙ্গি তৎপরতার দিকে ঝুঁকছে’ – এই শিরোনামের রিপোর্টি পড়ে আমাদের তরুণ বন্ধুরা ফেসবুক পাতায় এর পিছনে তরুণদের চাকরি না থাকা বা দেশের রাজনৈতিক অস্থিরতার মতো নানা কারণ জানিয়েছেন৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের ফেসবুক বন্ধু শরীফ আহমেদ জানিয়েছেন, ‘‘তরুণরা জঙ্গিবাদের দিকে ঝোঁকার কারণ হল উচ্চ শিক্ষিত হয়েও কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া, চাকরি নিতে গেলে অনেক টাকা ঘুস লাগে মেধার কোনো মূল্য নাই, চাকরি নিতে হলে নেতাদের চামচাগিরি করতে হয়, চাকরির ক্ষেত্রে কোঠা বৈষম্য, এ সব নানা কারণে তরুণরা জঙ্গিবাদের দিকে ঝুকছে৷'' শরীফের ধারণা উপরোক্ত বিষয়গুলোর সঠিক সমাধান করতে পারলে দেশে জঙ্গিবাদ থাকবে না৷
তানভির হোসেন হুশিয়ার করে বলছেন কর্মসংস্থান না বাড়ালে নাকি ঘরে ঘরে জঙ্গি সৃষ্টি হবে৷
বাংলাদেশে জঙ্গি হামলার শিকার যারা
চলতি বছর ইসলামপন্থিরা একের পর এক হামলা চালিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে৷ এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ চলুন জানা যাক ২০১৫ সালের কবে, কারা হামলার শিকার হয়েছেন...৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্লগার খুন
একুশে বইমেলা থেকে ফেরার পথে ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন ব্লগার এবং লেখক অভিজিৎ রায়৷ কমপক্ষে দুই দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে হত্যা করে৷ এসময় তাঁর স্ত্রী বন্যা আহমেদও গুরুতর আহত হন৷ বাংলাদেশি মার্কিন এই দুই নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিম’৷ পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বাড়ির সামনে খুন
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয় ঢাকায়, গত ৩০ মার্চ৷ তিন দুর্বৃত্ত মাংস কাটার চাপাতি দিতে তাঁকে কোপায়৷ সেসেময় কয়েকজন হিজরে সন্দেহভাজন দুই খুনিকে ধরে ফেলে, তৃতীয়জন পালিয়ে যায়৷ আটকরা জানায়, তারা মাদ্রাসার ছাত্র ছিল এবং বাবুকে হত্যার নির্দেশ পেয়েছিল৷ কে বা কারা এই হত্যার নির্দেশ দিয়েছে জানা যায়নি৷ বাবু ফেসবুকে ধর্মীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে লিখতেন৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
সিলেটে আক্রান্ত মুক্তমনা ব্লগার
শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গত ১২ মে সিলেটে নিজের বাসার কাছে খুন হন নাস্তিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার অনন্ত বিজয় দাস৷ ভারত উপমহাদেশের আল-কায়েদা, যাদের সঙ্গে ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর সম্পর্ক আছে ধারণা করা হয়, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷ দাস ডয়চে ভেলের দ্য বব্স জয়ী মুক্তমনা ব্লগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন৷
ছবি: picture-alliance/EPA/Str
বাড়ির মধ্যে জবাই
ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে, যিনি নিলয় নীল নামেই বেশি পরিচিত ছিলেন, হত্যা করা হয় ঢাকায় তাঁর বাড়ির মধ্যে৷ একদল যুবক বাড়ি ভাড়ার আগ্রহ প্রকাশ করে ৮ আগস্ট তাঁর বাড়িতে প্রবেশ করে এবং তাঁকে কুপিয়ে হত্যা করে৷ নিজের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কায় পুলিশের সহায়তা চেয়েছিলেন নিলয়৷ কিন্তু পুলিশ তাঁকে সহায়তা করেনি৷ ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তবে তার সত্যতা যাচাই করা যায়নি৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
জগিংয়ের সময় গুলিতে খুন বিদেশি
গত ২৮ সেপ্টেম্বর রাতে জগিং করার সময় ঢাকার কূটনৈতিক এলাকায় খুন হন ইটালীয় এনজিও কর্মী সিজার তাবেলা৷ তাঁকে পেছন থেকে পরপর তিনবার গুলি করে দুর্বৃত্তরা৷ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জিহাদিদের অনলাইন কর্মকাণ্ডের দিকে নজর রাখা একটি সংস্থা৷ তবে বাংলাদেশে সরকার এই দাবি অস্বীকার করে বলেছে ‘এক বড় ভাইয়ের’ তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad)
রংপুরে নিহত এক জাপানি
গত ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও৷ মুখোশধারী খুনিরা তাঁকে গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায়৷ ইসলামিক স্টেট এই হত্যাকাণ্ডেরও দায় স্বীকার করেছে, তবে সরকার তা অস্বীকার করেছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন না যে তাঁর দেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির উপস্থিতি রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo
হোসনি দালানে বিস্ফোরণ, নিহত ১
গত ২৪ অক্টোবর ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালানে শিয়া মুসলমানদের আশুরার প্রস্তুতির সময় বিস্ফোরণে এক কিশোর নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন৷ বাংলাদেশে এর আগে কখনো শিয়াদের উপর এরকম হামলায় হয়নি৷ এই হামলারও দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট, তবে সরকার সে দাবি নাকোচ করে দিয়ে হামলাকারীরা সম্ভবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জেএমবি-র সদস্য৷ সন্দেহভাজনদের একজন ইতোমধ্যে ক্রসফায়ারে মারা গেছে৷
ছবি: Getty Images/AFP/M. Zaman
ঢাকায় প্রকাশক খুন
গত ৩১ অক্টোবর ঢাকায় দু’টি স্থানে কাছাকাছি সময়ে দুর্বৃত্তরা হামলা চালায়৷ এতে খুন হন এক ‘সেক্যুলার’ প্রকাশক এবং গুরুতর আহত হন আরেক প্রকাশক ও দুই ব্লগার৷ নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের সঙ্গে ঢাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ জঙ্গি গোষ্ঠী ‘আনসার-আল-ইসলাম’ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
প্রার্থনারত শিয়াদের গুলি, নিহত ১
গত ২৭ নভেম্বর বাংলাদেশের বগুড়ায় অবস্থিত একটি শিয়া মসজিদের ভেতরে ঢুকে প্রার্থনারতদের উপর গুলি চালায় কমপক্ষে পাঁচ দুর্বৃত্ত৷ এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হন এবং অপর তিন ব্যক্তি আহত হন৷ তথকথিত ইসলামিক স্টেট-এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা দাবি করা স্থানীয় একটি গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
9 ছবি1 | 9
বাংলাদেশে জঙ্গি আছে কি নেই – তা নিয়ে নানা বিতর্ক থাকলেও জঙ্গিদের নতুন নতুন রূপ আর কৌশল নিয়ে বিতর্ক নেই৷ আর সেকথা বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারীরাও স্বীকার করছে৷ তবে পাঠক ইয়াকুব আলী ইমরান মনে করেন, সারা বিশ্বের জঙ্গি তৎপরতা সাথে নাকি বাংলাদেশের সাথে জঙ্গি তৎপরতার পার্থক্য রয়েছে৷ সারা বিশ্বে মুসলমান হলেই জঙ্গি আর বাংলাদেশে পায়জামা পাঞ্জিবা পরা সব দাড়িওয়ালারাই নাকি জঙ্গি৷
ইমতিয়াজ হোসাইনও অনেকটা এরকমই মনে করেন৷ ‘‘দাড়ি রাখলে, টুপি পড়লে, নামাজ পড়লে, মসজিদে গেলে, আল্লাহ ও রসুলের পথে চললেই কি জঙ্গি, জামায়াত আর শিবির হিসেবে চিহ্নিত হয়ে যেতে হবে?
তরুণরা জঙ্গিবাদের দিকে ঝোঁকার কারণ হিসেবে সাইদুল ইসলাম বাংলাদেশের সরকারকেই এর জন্য দায়ী করছেন৷ তাঁর মতে, ‘‘সরকার সাধারণ নাগরিক অধিকার নিয়ে বাঁচতে দিচ্ছে না৷ তাই মানুষ পথ খুঁজছে৷''
অমি নয়ন খান কোনো মতামত না জানিয়ে শুধু আল্লাহর কাছে দোয়া চাইছেন, যাতে তিনি মুসলমানদের সাহায্য করেন৷
সব ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাস আছে৷ সন্ত্রাস বলতে শুধু মুসলিমদের বোঝানো হয় কেন এই প্রশ্ন জাহাঙ্গীর আলমের৷
ডয়চে ভেলের ফেসবুক বন্ধু ইলিয়াস ইকরামের মন্তব্য এরকম: ‘‘মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন বাঁচার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করে না৷ এর জন্য দায়ী বর্তমান সরকার ও প্রশাসন৷ এ রকম চলতে থাকলে বাংলাদেশে ও একদিন রাশিয়া ও ইরাকের মতোই হবে৷''
বর্তমান পরিস্থতিতে কোনো জামাত-শিবিরের লোককে চাকরি দেওয়া ঠিক নয় – এমনটা মনে করেন পাঠক সবুজ৷ তাছাড়া বাংলাদেশকে জঙ্গিমুক্ত করার জন্য সরকারকে তাড়াতাড়ি কিছু করতে হবে বলে পরামর্শ দিয়েছেনপাঠক আল-আমিন সবুজ৷
সারা দেশে হত্যা ও হামলার প্রতিবাদ
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টার প্রতিবাদ চলছে সারা দেশে৷ ছবিঘরে প্রতিবাদ কর্মসূচির কিছু মুহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বর্বরোচিত হামলায় প্রকাশক হত্যা
শনিবার ঢাকার আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার তাঁর দাফন সম্পন্ন হয়৷ ছবিতে দীপনের মরদেহ দেখে তাঁর স্ত্রীর কান্নায় ভেঙে পড়ার মূহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
আরেক প্রকাশকসহ তিনজন গুরুতর আহত
একই দিনে আরেক হামলায় শুদ্ধস্বর প্রকাশনের স্বত্তাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিমক এবং কবি ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ জাগৃতির লালমাটিয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে৷ ছবিতে চিকিৎসাধীন আহমেদুর রশীদ টুটুল৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
তাৎক্ষণিক প্রতিবাদ
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে শনিবারই রাজপথে নামে মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল৷ প্রতিবাদমুখর জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বই প্রকাশ অপরাধ?
এই প্রথম বাংলাদেশে বই প্রকাশের জন্য প্রকাশককে প্রাণ দিতে হলো৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
‘আসুন লেখালেখি বন্ধ রাখি’
প্রতিবাদ সমাবেশের একটি ব্যানারে লেখা, ‘আসুন লেখালেখি বন্ধ রাখি’৷ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এমন তৎপরতা রোধে প্রশাসন ব্যর্থ – এমন ক্ষোভই প্রকাশ পেয়েছে লেখালেখি বন্ধ রাখার কথায়৷ তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক টুটুল জানিয়েছেন যে, তাঁর ওপর যত হামলাই হোক, ভবিষ্যতেও তিনি বই প্রকাশ করবেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হরতালে পিছালো জেএসসি
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ৷ এই কর্মসূচির কারণে মঙ্গলবারের জেএসসির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচির এই পরিবর্তনের কথা জানানো হয়৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/landov
মামলা
ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেছেন৷ শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে৷ ওপরের ছবিতে কবি, ব্লগার রণদীপম বসু৷
বাংলাদেশের পুলিশের ওপর কোনো আস্থা নেই পাঠক ওবায়দুর রহমানের৷ তাঁর ধারণা, পুলিশরা নাকি ভালো মানুষদের ধরেও তাঁদের জঙ্গি বলেন৷
মো. শামীম হোসেন বলছেন – অধিকার বঞ্চিত মানুষের শেষ রাস্তাই নাকি বিপ্লব৷ তাই শামীমের মতে, অপরাধী নিধনের চেয়ে উত্তম হলো অপরাধের কারণ নির্ণয় করা ৷
অন্যদিকে সাব্বির হোসেন বলছেন, মানুষে মত প্রকাশের স্বাধীনতা না থাকলে নাকি মানুষ উগ্র মনোভাবের হয়ে যায় – এটাই স্বাভাবিক৷ তাঁর প্রশ্ন, বর্তমানে কেউ কি এখন রাজপথে নেমে সরকারবিরোধী কোনো কথা বলতে পারে?
জহিরুল ইসলাম তো সরাসরিই বলছেন, ‘‘ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো জঙ্গি তৈরির কারখানা৷''
শামীম ভুঁইঞা একেবারে নিশ্চিত যে বাংলাদেশে কোনো জঙ্গি বা তালেবান নেই৷ তাঁর মতে, এ সব খবর মিডিয়ার তৈরি, তারা বাংলাদেশকে বিশ্বের কাছে পাকিস্তান এবং আফগানিস্তানের মতো তুলে ধরতে চায়৷
‘‘পশ্চিমা বিশ্ব যেভাবে মুসলিমদের ওপর ক্ষেপে উঠেছে আর মুসলিমরা জঙ্গিদের সমর্থন করছে, তাতে মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা ভালো কিছু হবে না৷'' – এ মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক-বুন্ধু পাঠক নিল বিশ্বাসের৷
ওদিকে কামরুল হাসান বলছেন, বাংলাদেশে নাকি প্রচুর জঙ্গি মনোভাবের যুবক আছে, যারা ধর্মের অপব্যবহার করছে এবং এদের সংখ্যা ক্রমেই বাড়ছে৷