1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার্নেস্কুর ‘এক্সট্রিম' চেষ্টা

ফিলিপ ক্রেচমার/জেডএইচ১২ আগস্ট ২০১৬

আমরা অনেকে এমন কাজ করতে চাই, যেন সেটা দিয়ে আমরা বিশ্বে নিজ দেশকে আরও পরিচিত করে তুলতে পারি৷ রুমানিয়ার ফ্লাভিউ চার্নেস্কু-ও তাই চান৷

চার্নেস্কু
ছবি: DW

তবে সেজন্য তিনি এমন কাজ বেছে নিয়েছেন যা অধিকাংশ মানুষের পক্ষেই হয়ত করা সম্ভব নয়৷ চার্নেস্কু একজন অ্যাক্রোব্যাট ও এক্সট্রিম অ্যাথলিট৷ তিনি তাঁর স্টান্ট দিয়ে তাঁর দেশ রুমানিয়াকে বিশ্বে পরিচিত করতে চান৷

সেই লক্ষ্যে রুমানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ডোমোগ্লেড-ভালেয়া চের্নেই ন্যাশনাল পার্কে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তিনি, যার নাম ‘লাইট লাইন'৷ এটি একটি আলোকিত স্ল্যাকলাইন, যা তিনি রাতের বেলায় হেঁটে পার হয়েছেন৷ তবে সেজন্য চার্নেস্কু ও তাঁর দলকে প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে হেঁটে উপরে যেতে হয়েছে – এক-একজনের জন্য ৩০ কেজির বেশি৷ কারণ যেখানে স্ল্যাকলাইনটি স্থাপন করা হবে সেটি একেবারে প্রকৃতির মাঝে অবস্থিত৷

নিজ দেশকে বিশ্বদরবারে নিয়ে যেতে চান চার্নেস্কু

02:20

This browser does not support the video element.

রাতের বেলায় স্ল্যাকলাইন পার হওয়া বেশ কঠিন বলে জানান ফ্লাভিউ চার্নেস্কু৷ ‘‘রাতের বেলায় এই কাজ করা খুব কঠিন৷ কারণ ভারসাম্য রাখার জন্য চারপাশ দেখার প্রয়োজন হয়৷ ফলে যখন আপনি কিছু দেখতে পারেন না, বিশেষ করে অ্যাংকর দেখতে পাননা, তখন ভারসাম্য রাখা ও খাড়া থাকা কঠিন হয়'', বলেন তিনি৷

প্রথমে দিনের আলোতে স্ল্যাকলাইনের উপর দিয়ে হাঁটা পরীক্ষা করেন তিনি৷ তারপর রাতের বেলায় চেষ্টা শুরু করেছিলেন চার্নেস্কু৷ অবশেষে সফল হন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ