ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ১০ টি রাজ্যে একসঙ্গে তল্লাশি অভিযানে নেমেছে। সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার অন্তত ১০০।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে দেশজুড়ে সবচেয়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উত্তরপ্রদেশ, কেরালা, আসাম, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু-সহ দশটিরও বেশি রাজ্যে তল্লাশি অভিযান চলছে। মূলত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) নামের একটি গোষ্ঠীর অফিস এবং তার কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সকাল থেকে একশ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনআইএ সূত্র জানিয়েছে।
এনআইএ-এর অভিযোগ, পিএফআই সমাজসেবার নামে আসলে জঙ্গিসংগঠনগুলিকে অর্থের যোগান দেয় এবং তাদের প্রশিক্ষণশিবিরের আয়োজন করে। দীর্ঘদিন ধরেই সংগঠনটি গোয়েন্দাদের নজরে ছিল। বৃহস্পতিবার সকালে পরিকল্পনা করে প্রতিটি জায়গায় তাদের অফিস এবং কর্মীদের বাড়িতে একসঙ্গে তল্লাশি চালানো হয়েছে, যাতে কেউ পালাতে না পারে।
ভারতের নকশাল-অধ্যুষিত ১১ রাজ্য
ভারতীয় কমিউনিস্ট পার্টি ভেঙে ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়িতে গঠিত হয় এই সশস্ত্র বামপন্থি দল৷ শুরুটা জমিদার-জোতদারদের বিরুদ্ধে হলেও এখন তাদের পরিচিতি কেবল সন্ত্রাসী কর্মকাণ্ডে৷ ১১ রাজ্যের ৯০ জেলা এখনো নকশাল-অধ্যুষিত৷
ছবি: picture-alliance/AP Photo/M. Quraishi
অন্ধ্র প্রদেশ
সরকারি হিসাবে, অন্ধ্র প্রদেশের ছয় জেলায় নকশালবাদীদের অস্তিত্ব আছে৷ সেগুলো হলো পূর্ব গোদাবাড়ি, গুন্টুর, শ্রীকাকুলাম, বিজিয়ানগরম, পশ্চিম গোদাবাড়ি ও বিশাখাপটনম৷
ছবি: picture-alliance/AP Photo/M Quraishi
বিহার
বিহার রাজ্যের ১৬টি জেলায় কার্যক্রম আছে নকশাল বিদ্রোহীদের৷ আরওয়াল, আওরঙ্গবাদ, বানকা, কাইমুর, জাহানাবাদ, মুঙ্গার, নালন্দা, রোহতাস, বাইশালি এবং পূর্ব ও পশ্চিম চাম্পারান রয়েছে৷
ছবি: AP
ছত্রিশগড়
ছত্রিশগড় এখনো নকশালপন্থিদের শক্ত ঘাঁটি৷ ১৪টি জেলায় তাদের কার্যক্রম রয়েছে৷ বালদ, বলরামপুর, বাসতার, বিজপুর, ধামতরি, কঙ্কার, কোন্দাগাঁও, মহাসামুন্দ, নারায়ণপুর, রাজনন্দগাঁও, সুকমা আছে এসব জেলার মধ্যে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Quraishi
ঝাড়খন্ড
খনিজ সম্পদে সমৃদ্ধ ঝাড়খন্ডের ১৯টি জেলায় নকশালবাদী কার্যক্রম রয়েছে৷ এর মধ্যে বাকারাও, ধানবাদ, ডুমকা, হাজারিবাগ, কোদের্মা, লাতেহার রয়েছে৷
ছবি: IANS
কেরালা
কেরালার মালাপুরম, পালাক্কাদ ও ওয়ানদ জেলায় কার্যক্রম চলে নকশালবাদীদের৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
মহারাষ্ট্র
মহারাষ্ট্রের তিন জেলাকে নকশাল-অধ্যুষিত হিসাবে ঘোষণা দিয়েছে সরকার৷ সেগুলো হলো- চন্দ্রপুর, গাদসিরোলি ও গোন্ডিয়া৷ রেড করিডরের অন্তর্ভূক্ত এসব জেলা৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
ওড়িশা
উপকূলীয় ওড়িশা প্রদেশের ১৫টি জেলায় কার্যক্রম আছে মাওবাদীদের৷ কালাহান্ডি, কান্দামাল, কোরাপুত, মালকানগিরি, সম্বলপুর, সুন্দরগড় জেলা রয়েছে এর মধ্যে৷
ছবি: DW/A. Chatterjee
উত্তর প্রদেশ
চান্দাউলি, মির্জাপুর ও সনভদ্রা উত্তর প্রদেশের নকশাল অধ্যুষিত জেলা৷
ছবি: picture-alliance/dpa
পশ্চিমবঙ্গ
বর্তমানে পশ্চিমবঙ্গের একমাত্র নকশাল-অধ্যুষিত জেলা ঝাড়গ্রাম৷
ছবি: Getty Images/AFP/Str
তেলেঙ্গানা
তেলেঙ্গানার আট জেলায় কার্যক্রম আছে নকশালপন্থিদের৷ এর মধ্যে আদিলাবাদ, ভদ্রাদ্রি-কথাগুদেম, জয়াশঙ্কর-ভুপালপল্লী, খাম্মাম, কোমারাম-ভিম ও মানেচরিয়াল রয়েছে৷
ছবি: picture-alliance/dpa
মধ্য প্রদেশ
মধ্য প্রদেশের মান্ডলা ও বালাঘাটে এখনো সক্রিয় নকশালপন্থিরা৷
ছবি: Getty Images/AFP/N. Seelam
11 ছবি1 | 11
এদিনের তল্লাশি অভিযানে এনআইএ ইডি এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়েছে। এখনো পর্যন্ত কেরালায় ২২ জন, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ২০ জন করে, অন্ধ্রপ্রদেশে পাঁচ, আসামে নয়, দিল্লিতে তিন, মধ্যপ্রদেশে চার, পুদুচেরীতে তিন এবং তামিলনাড়ু থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। সকলের বিরুদ্ধেই ইউএপিএ আইনে মামলা করা হয়েছে। অর্থাৎ, রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ।
এদিন তল্লাশি অভিযান চলাকালীনই পিএফআই-য়ের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সরকার আরো একবার প্রমাণ করল, তারা 'ফ্যাসিস্ট'।
কলকাতাতেও তল্লাশি
কলকাতার তিলজলাতে তল্লাশি চালায় এনআইএ। রাত তিনটে ৪০ মিনিট নাগাদ পার্ক সার্কাস ও তিলজলা রোডের কাছে একটি তিনতলা বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আছেন বিভিন্ন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা।