দেশজুড়ে বিএনপির সমাবেশ, সতর্ক আওয়ামী লীগ
৩১ জুলাই ২০২৩
বিজ্ঞাপন
সোমবার (৩১ জুলাই) দুটি দলই তাদের নিজ নিজ কর্মসূচি পালন করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সোমবার বিকেল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।
একইদিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শান্তি সমাবেশের পরিবর্তে দলটি থানায় থানায় বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করবে।
ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সোমবার তাদের শান্তি সমাবেশ পালন করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। তবে তাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।
এসএইচ/কেএম