দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে টাঙানো অন্যান্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছে যশোর জেলা প্রশাসন৷ খবরটি যেমন সামাজিক যোগাযোগের মাধ্যম, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে৷
বিজ্ঞাপন
জার্মান সংবাদ সংস্থা ডিপিএ লিখেছে, ‘‘বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি এলাকায় স্থানীয় প্রশাসন ফুটবল সমর্থকদের তাঁদের প্রিয় দলের পতাকা নামিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন৷''
অন্যদিকে, সংবাদ সংস্থা এএফপি লিখেছে, ‘‘বিশ্বকাপ ফুটবলের পতাকাকে লাল কার্ড দেখিয়েছে বাংলাদেশ৷'' বাংলাদেশের অনেক বাড়ির ছাদে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে রিপোর্টটিতে৷ সেখানে আরো বলা হয়েছে, ‘‘ক্রিকেট পাগল এই জাতি ফুটবল বিশ্বকাপের ম্যাচ চলার সময় বিদ্যুৎ চলে গেলে মারামারির পর্যায়ে চলে যায়৷''
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa
নগ্ন রোনাল্ডো
বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpa
নেইমারের নতুন প্রেম
সুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpa
উদার বালোতেল্লি
গত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Media
শোয়াইনস্টাইগারের বান্ধবী
জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Images
সাংবাদিক বান্ধবী
স্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotos
সংগীতশিল্পীর ছেলেবন্ধু
সংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Image
মেসির সাফল্যের নেপথ্যে
ফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA pictures
মডেল নার্গি
ইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Media
শাকিরার বন্ধু
কলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfect
গ্যার্কের সঙ্গে খেদিরা
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
তিনি লিখেছেন, ‘‘আজ সকালে ‘প্রথম আলো'-য় নিউজটি দেখে মেজাজটাই বিগড়ে গেল৷ সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে মাইকে যশোর শহরে এবং গতকাল দিনব্যাপী জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকে বিদেশি পতাকা নামানোর নির্দেশনা প্রচার করা হয়৷''
মাননীয় জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘‘দেশপ্রেম ও পতাকা সম্পর্কিত আইনের দোহায় দিয়ে আপনি যে কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করেছেন, সেই ‘পাওয়ার' ও ‘অ্যাবিলিটি' আপনার আছে৷ কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন যে আপনি মানুষের আবেগ নিয়ে খেলা করছেন? ...যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তখন কোনোদিন বিশ্বকাপের সময় হলের টিভি রুমে ঢু মেরেছেন কিনা সন্দেহ৷ জনাব জেলা প্রশাসক, বিশ্বকাপের গ্রুপ পর্বে এ সব দলের কেউ বাদ পড়লে আপনা-আপনিই পতাকা নেমে যাবে৷ তখন আপনাকে মাইকিং করা লাগবে না৷ এক সপ্তাহ, বড় জোর দশ-পনের দিন এই উন্মাদনা নিয়ে থাকতে চায় বাঙালি৷''
একই ব্লগে আব্দুল্লাহ শুভ লিখেছেন, ‘‘মতিউর রহমান – উনাকে চিনছেন তো? তেমন কিছু করেন নাই! শুধু জীবনটা দিয়ে দেশের পতাকাটা নিয়ে এসেছিলেন! মুক্তিযুদ্ধে যাওয়ার সময় তাঁর স্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন৷ তার কিছু অংশ এখানে দিলাম –
‘প্রিয়তমা মিলি, ...এই চিঠি যখন তুমি পড়ছো, আমি তখন তোমাদের কাছ থেকে অনেক দূরে৷ ঠিক কতটা দূরে আমি জানি না৷....আমার কন্যারা যদি কখনো জিজ্ঞেস করে, বাবা কেন আমাদের ফেলে চলে গেছে? তুমি তাদের বলবে, তোমাদের বাবা তোমাদের অন্য এক মা-র টানে চলে গেছে....যে মা-কে তোমরা কখনো দেখো নি৷ সেই মা-র নাম বাংলাদেশ৷ মিলি....আমি দেশের ডাককে উপেক্ষা করতে পারিনি৷ আমি দেশের জন্যে ছুটে না গেলে আমার মানব জন্মের নামে সত্যিই কলঙ্ক হবে৷ আমি তোমাদের যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি আমাকে জন্ম দেওয়া দেশটাকে...৷ আমি আবার ফিরবো মিলি....আমাদের স্বাধীন দেশের পতাকা বুক পকেটে নিয়ে ফিরবো৷ আমি, তুমি, মাহিন ও তুহিন....বিজয়ের দিনে স্বাধীন দেশের পতাকা উড়াবো সবাই৷'''
বিশ্বকাপের দলগুলো যেখানে থাকবে
বিশ্বকাপের সময় একেক দল একেক জাগয়ায় অবস্থান করবে৷ মোট ১২টি শহরে খেলা হবে৷ দেশগুলো গ্রুপ পর্বে তাদের খেলা যেখানে পড়েছে, তার আশেপাশেই থাকার ব্যবস্থা করেছে৷
ছবি: Getty Images
ব্রাজিল
বিশ্বকাপের সময় স্বাগতিক দলের ঠিকানা রিও ডি জানেরো থেকে ৯০ কিলোমিটার দূরের ‘গ্র্যানিয়া কোমারি ট্রেনিং কমপ্লেক্স’৷ এটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্র৷
ছবি: Getty Images
জার্মানি
বিশ্বকাপ চলাকালীন জার্মান দলের মূল আবাসস্থল হবে এই ‘কাম্পো বাইয়া’ রিসর্টটি৷ ব্রাজিলের বাইয়া রাজ্যে অবস্থিত এই রিসর্টটি একেবারে সমুদ্রের ধারে অবস্থিত৷
ছবি: picture-alliance/dpa
স্পেন
ব্রাজিলের একটি ফুটবল ক্লাব ‘অ্যাটলেটিকো পারেনেন্সে’৷ ছবিতে তাদের ট্রেনিং সেন্টারটি দেখা যাচ্ছে৷ আর পাশেই রয়েছে একটি হোটেল৷ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান হবে সেখানেই৷
ছবি: Christophe Simon/AFP/Getty Images
ইটালি
রিও ডি জানেরো থেকে ১১০ কিলোমিটার দূরে ‘পোর্টোবেলো হোটেল ট্রেনিং সেন্টার’৷ বিশ্বকাপের সময় এখানে ইটালির ফুটবলারদের আগমন ঘটবে৷ গ্রুপ পর্বে ইটালি খেলবে উরুগুয়ে, ইংল্যান্ড আর কোস্টা রিকার সঙ্গে৷
ছবি: Vanderlei Almeida/AFP/Getty Images
ফ্রান্স
সাও পাওলো থেকে ৩৩৬ কিলোমিটার দূরের এই হোটেলটিতে থাকবে ফ্রান্সের খেলোয়াড়রা৷ গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, ইকুয়েডর আর হন্ডুরাসের মুখোমুখি হবে ফ্রান্স৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
পর্তুগাল
সাও পাওলো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই রয়াল পাম প্লাজা রিসর্টে অবস্থান করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা৷ গ্রুপ পর্বে পর্তগাল জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
আইভরি কোস্ট
সাও পাওলোর ‘অস্কার ইন ইকো রিসর্ট’-এর একটি অংশ৷ যেখানে থাকবে আইভরি কোস্ট৷ গ্রুপ পর্বে আফ্রিকার এই দেশটি কলম্বিয়া, গ্রিস ও জাপানের বিরুদ্ধে লড়বে৷
ছবি: Nelson Almeida/AFP/Getty Images
ইংল্যান্ড
রিও ডি জানেরোর দক্ষিণে অবস্থিত ‘রয়্যাল টিউলিপ’ হোটেলে থাকবে ইংল্যান্ড দল৷
ছবি: Getty Images
8 ছবি1 | 8
আমার ব্লগে মাহবুবুল আলম লিখেছেন, বিশ্বকাপ উত্তেজনা যেন কখনো মাত্রা অতিক্রম না করে৷ তাঁর কথায়, ‘‘চার বছর পর আবার এলো বিশ্বকাপ ফুটবল৷ এই আসরের বাংলাদেশের বড় প্রাপ্তি ব্রাজিলের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ' লিখে বিশ্ব আসরে মাঠে থাকবে দলটি৷ তাই এ নিয়ে কৌতূহলের শেষ নেই৷ বাড়িতে বাড়িতে উড়ছে আর্জেটিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স বা অন্য কোনো দেশের পতাকা৷ এ নিয়ে যথেষ্ট সমালোচনা হলেও কে শুনছে কার কথা৷ ফুটবল উত্তেজনায় কাঁপা দোষের নয় বরং খেলার প্রতি টান থাকাই উচিত৷ তাই বলে নিজের দেশের পতাকাকে অবমাননা করে অন্য কোনো দেশের পতাকাকে আকাশচুম্বীভাবে উড়ানো কোনো দেশপ্রেমিকদের কাজ হতে পারে না৷ আসুন, সবাই খেলাকে খেলা হিসেবেই দেখি৷ আমাদের প্রত্যেককে একটি কথা স্মরণ রাখতে হবে – খেলার জন্য যেন আমাদের আবেগ ও উচ্ছ্বাসের মাত্রা কখনো ছাড়িয়ে না যায়৷''
ডয়চে ভেলের ফেসবুক পাতায় এমএইচ মামুন লিখেছেন, ‘‘দেশটা মা, আর পতাকা মায়ের আঁচল৷ নিজের মায়ের আঁচল রেখে অন্য আঁচলে মুখ গুজে শান্তি খুঁজতে যেও না৷ বঙ্গমাতা রাগ করলে মুখ লুকানোর জায়গা পাবে না৷''