ব্লগ দিবস
১৯ ডিসেম্বর ২০১২
বাংলা ব্লগ দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে ঢাকায়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে এই অনুষ্ঠান৷ ডয়চে ভেলেকে পাঠানো এক ই-মেল আমন্ত্রণে সম্মিলিত ব্লগ কমিউনিটির পক্ষে সৈয়দা গুলশান ফেরদৌস জানা জানান, ‘‘সম্মিলিত এই আয়োজনে যুক্ত রয়েছেন সংশ্লিষ্ট সকল অ্যাডমিন ও ব্লগাররা৷ ব্লগিং-এর শক্তি ও সম্ভাবনাকে আরো নিবিড়ভাবে বিস্তৃতির জন্য বিগত তিন বছর ধরে বাংলা ব্লগ দিবস পালিত হয়ে আসছে৷''
ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জানা বলেন, ‘‘এবার আরো ভিন্ন আঙ্গিকে, আরো ব্যাপকভাবে বাংলা ব্লগ দিবস পালন করা হচ্ছে৷ এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবগুলো বিভাগ থেকে বাংলা ব্লগ দিবস পালন করা হচ্ছে৷ পাশাপাশি বাংলাদেশের বাইরেও অ্যামেরিকা, লন্ডন এবং মালয়েশিয়াতে এই দিবস পালন করা হচ্ছে৷''
বাংলা ব্লগ দিবস সংক্রান্ত ই-মেল আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়, ‘‘বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং এর জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে৷ ২০০৫ সালের ডিসেম্বর মাসে বাংলা কমিউনিটি ব্লগিং-এর যাত্রা সূচিত হয়৷ সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মতো পালিত হয় বাংলা ব্লগ দিবস৷''
বাংলা ব্লগ দিবস উদযাপনের এই হিসেবে ইতিমধ্যে পেরিয়ে গেছে তিনটি বছর৷ চতুর্থ ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বাক স্বাধীনতা; বাকদায়িত্বশীলতা'৷ এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে জানা বলেন, ‘‘ব্লগ স্বাধীনভাবে কথা বলার একটা খোলা জায়গা৷ যখন স্বাধীনতার কথা আসে, সেখানে একটা নিয়মকানুনেরও ব্যাপার রয়েছে, আইনের ব্যাপার রয়েছে৷ আর নিয়মকানুনের ব্যাপার যখন আসে, সেখানে দায়িত্বশীলতার ব্যাপার আছে৷ এই বিষয়গুলো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত৷''