1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ দিবস

আরাফাতুল ইসলাম১৯ ডিসেম্বর ২০১২

১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে সামহোয়্যার ইন...ব্লগ এবং সম্মিলিত বাংলা ব্লগ কমিউনিটি৷ এ ব্যাপারে সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেন, ‘‘সব বিভাগীয় শহর ও বিদেশের বিভিন্ন শহরে পালিত হচ্ছে দিনটি৷’’

ছবি: somewhereinblog.net/blog/realAsifM

বাংলা ব্লগ দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে ঢাকায়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে এই অনুষ্ঠান৷ ডয়চে ভেলেকে পাঠানো এক ই-মেল আমন্ত্রণে সম্মিলিত ব্লগ কমিউনিটির পক্ষে সৈয়দা গুলশান ফেরদৌস জানা জানান, ‘‘সম্মিলিত এই আয়োজনে যুক্ত রয়েছেন সংশ্লিষ্ট সকল অ্যাডমিন ও ব্লগাররা৷ ব্লগিং-এর শক্তি ও সম্ভাবনাকে আরো নিবিড়ভাবে বিস্তৃতির জন্য বিগত তিন বছর ধরে বাংলা ব্লগ দিবস পালিত হয়ে আসছে৷''

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জানা বলেন, ‘‘এবার আরো ভিন্ন আঙ্গিকে, আরো ব্যাপকভাবে বাংলা ব্লগ দিবস পালন করা হচ্ছে৷ এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবগুলো বিভাগ থেকে বাংলা ব্লগ দিবস পালন করা হচ্ছে৷ পাশাপাশি বাংলাদেশের বাইরেও অ্যামেরিকা, লন্ডন এবং মালয়েশিয়াতে এই দিবস পালন করা হচ্ছে৷''

BM/191212/Interview: Jana on Bangla blog day - MP3-Mono

This browser does not support the audio element.

বাংলা ব্লগ দিবস সংক্রান্ত ই-মেল আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়, ‘‘বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং এর জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে৷ ২০০৫ সালের ডিসেম্বর মাসে বাংলা কমিউনিটি ব্লগিং-এর যাত্রা সূচিত হয়৷ সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মতো পালিত হয় বাংলা ব্লগ দিবস৷''

বাংলা ব্লগ দিবস উদযাপনের এই হিসেবে ইতিমধ্যে পেরিয়ে গেছে তিনটি বছর৷ চতুর্থ ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বাক স্বাধীনতা; বাকদায়িত্বশীলতা'৷ এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে জানা বলেন, ‘‘ব্লগ স্বাধীনভাবে কথা বলার একটা খোলা জায়গা৷ যখন স্বাধীনতার কথা আসে, সেখানে একটা নিয়মকানুনেরও ব্যাপার রয়েছে, আইনের ব্যাপার রয়েছে৷ আর নিয়মকানুনের ব্যাপার যখন আসে, সেখানে দায়িত্বশীলতার ব্যাপার আছে৷ এই বিষয়গুলো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য