1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে রোজা

১২ আগস্ট ২০১২

এখন চলছে পবিত্র রমজান মাস৷ জার্মানিতে অন্যান্য দেশের মুসলমানদের মতো প্রবাসী বাঙালিরাও এই মাসে রোজা রাখছেন৷ একসঙ্গে সেহরি আর ইফতার করে দেশের অভাব পোষানোর চেষ্টা করছেন৷

ছবি: DW

পেঁয়াজু, বেগুনি, ছোলা, সঙ্গে চিড়ার শরবত৷ বাঙালির ইফতারের এই স্বাদ বিদেশে কোথায় মিলবে? এই সুদূরে, প্রবাস জীবনে তবুও সেই স্বাদের খোঁজ করে বাঙালি৷ তাই যেখানে এই ইফতারের সুযোগ মেলে সেখানেই তারা ছুটে যায়৷ বাঙালি ইফতারের পাশাপাশি নিজ দেশের প্রবাসীদের সঙ্গে দেখা সাক্ষাতটাও হয়ে যায় একসঙ্গে৷ বন শহরে কয়েকশ বাংলাদেশির বসবাস, যার উল্লেখযোগ্য একটা অংশ শিক্ষার্থী৷ পরিবারের কাছ থেকে দূরে থাকলেও প্রবাসীরা একাট্টা হয়েই রমজান পালন করছে৷

বন শহরের অদূরে ডুইসডর্ফের একটি মসজিদ, নতুনই বলতে হবে৷ তবে এই অঞ্চলের একমাত্র বাঙালি মসজিদ, প্রবাসী বাঙালি ছাত্ররা তাই এর নাম দিয়েছে ‘বাংলা মসজিদ'৷ সেখানেই প্রতিদিন বেশ কিছু বাঙালির আগমন ঘটে৷ সেখানে রয়েছে ইফতারের ব্যবস্থা৷ মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সকলে দুধ আর খেজুর খেয়ে রোজা ভাঙেন৷ তারপর একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন৷ তারপর একসঙ্গে ইফতার করতে বসেন সকলে৷ ইফতারে রয়েছে নানা পদ, জানালেন মসজিদের কর্মকর্তা নুরুল ইসলাম৷

বাংলা মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ছবি: DW

ইফতার খাওয়ার সঙ্গে সঙ্গে চলে কথাবার্তা, হাসি ঠাট্টা৷ খাবারের সঙ্গে সঙ্গে যেন নিজ দেশের সেই পুরনো আড্ডার স্বাদ পেতে চায় তারা৷ তাদের সঙ্গে সঙ্গে বাঙালি ইফতারের স্বাদ উপভোগ করেন অন্যান্য দেশের নাগরিকরাও৷

Week 32/12 GE2: Observing Ramadan of Bengali expatriates - MP3-Mono

This browser does not support the audio element.

কেবল বন শহর নয়, আশেপাশের অনেক শহর থেকেও এখানে আসেন অনেক বাঙালি৷ রমজান উপলক্ষ্যে স্বদেশিদের সঙ্গে এই সাক্ষাতের সুযোগ তারা সহজে মিস করতে চান না৷

মসজিদের কর্মকর্তা নুরুল ইসলাম জানালেন, অনেক বাঙালিই আসেন তাদের এই মসজিদে৷ তবে তাদের মধ্যে ছাত্রদের সংখ্যাই বেশি৷ আর তারা আসলে তিনি বেশি খুশি হন, তাদের জন্য আলাদা করে বিশেষ ইফতারের ব্যবস্থা করে থাকেন৷

দেশ থেকে হাজার মাইল দূরেও থাকলেও প্রবাসী বাংলাদেশিরা তাদের অভ্যাস বদলাতে পারেন না৷ আর রমজান মাস যেন তার জন্য আরও বড় সুযোগ এনে দিয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ