1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশি গণমাধ্যমের আচরণে ‘দুঃখ’ পেয়েছেন ইউনূস

১৩ ডিসেম্বর ২০১০

দেশে ফিরে সংবাদ সম্মেলন করলেন প্রফেসর ইউনূস৷ জানালেন, গণমাধ্যম ‘দুঃখ’ দিয়েছে তাঁকে, তবে এই নিয়ে লড়াইয়ে রাজি নন তিনি৷ এদিকে, চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সংঘর্ষে নিহত ৪৷ আর যোগাযোগ করা গেছে ‘জাহাজ মণি’র সঙ্গে৷

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

সংবাদ সম্মেলন মুহাম্মদ ইউনূস

‘১২ বছর আগে বিষয়টি নিষ্পত্তি হয়েছে, সংবাদ সম্মেলনে বললেন মুহাম্মদ ইউনূস' - দৈনিক প্রথম আলো করেছে এই শিরোনাম৷ শান্তিতে নোবেল জয়ী ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস রবিবার বলেন, ‘‘কয়েক দিন ধরে দেশের সংবাদমাধ্যমের একটি উল্লেখযোগ্য অংশে যা প্রকাশিত হয়েছে, তাতে অত্যন্ত দুঃখ পেয়েছি৷''

এখানে বলে রাখা ভালো, দিনকয়েক আগে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে বলা হয়েছিল, এক প্রতিষ্ঠানের টাকা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে গ্রামীণ ব্যাংক অনুদানের শর্ত লঙ্ঘন করেছে৷ এই খবরটিকেই কিছু গণমাধ্যমে সম্পূর্ণ ভিন্নভাবে সাজিয়ে ইউনূসের অর্থ আত্মসাৎ, দুর্নীতি বলে তুলে ধরা হয়৷

‘মামলা না, ষড়যন্ত্র নেই'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনাম, ‘মামলা করবো না, ষড়যন্ত্র নেই: বলেছেন ইউনূস'৷ প্রফেসর ইউনূস জানিয়েছেন, অর্থ স্থানান্তরের বিষয়টি নিষ্পত্তির দীর্ঘদিন পরও গণমাধ্যমে আসার পেছনে কোন ষড়যন্ত্র আছে বলে মনে করেন না তিনি৷ তাছাড়া এই নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কোন ইচ্ছাও তাঁর নেই৷

চট্টগ্রামে নিহত ৪

চট্টগ্রাম ইপিজিডে সংঘর্ষে মৃত্যুর খবর জানাচ্ছে গণমাধ্যম৷ দৈনিক কালের কণ্ঠের দাবি, চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষে প্রাণ হারিয়েছে চারজন৷ এদের মধ্যে তিনজন নিহত হন গুলিবিদ্ধ হয়ে৷ এছাড়া সংঘর্ষ চলাকালে এক পথচারী ‘হার্ট অ্যাটাকে' মৃত্যুবরণ করেন৷ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই সংঘর্ষে আহত হন শতাধিক ব্যক্তি৷ ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে বিক্ষোভের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়, জানাচ্ছে গণমাধ্যম৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘বিক্ষোভে উত্তাল গার্মেন্টস'৷ চট্টগ্রাম ছাড়াও ঢাকাতে পোশাক শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে রবিবার৷

নাবিকরা সুস্থ আছেন

‘‘জাহাজ মণি'র সবাই সুস্থ' - জানিয়েছে দৈনিক প্রথম আলো৷ সোমালিয়ায় উপকূলে নোঙ্গর করা ছিনতাইকৃত জাহাজটির সঙ্গে অবশেষে যোগাযোগ সম্ভব হয়েছে৷ জাহাজটিতে বর্তমানে ২০-২৫ জন সোমালীয় জলদস্যু রয়েছে৷ তবে তারা বাংলাদেশি নাবিকদের সঙ্গে ‘ভালো আচরণ' করছে বলেই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ