1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলম্বিয়ার স্বর্ণখনি

১১ মার্চ ২০১২

ল্যাটিন অ্যামেরিকার দেশ কলম্বিয়ার মাঠে মাঠে সোনার আকর আছে৷ সেই স্বর্ণখনিগুলো এতোদিন সাধারণ মানুষের অধিকারেই ছিলো৷ কিন্তু এবার, সেগুলো যাচ্ছে দেশি- বিদেশি কোম্পানির হাতে৷

Bildergalerie zu Reportage über Arbeiten in einer Goldmine in Kolumbien. DW/ Nadja Drost Feb. 2012
Goldmine in Nechí Kolumbienছবি: DW/ N. Drost

কলম্বিয়ার উত্তরপূর্ব অঞ্চলের ছোট্ট শহর ‘নেচি'৷ আর সে শহরেই বয়ে গেছে ‘নেচি' নামের নদী৷ ‘নেচি'বাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই নদীর তীরেই খুঁজেছে নিজেদের সৌভাগ্যের চাবি৷

‘নেচি' নদীর চার ধারে, মাঠে মাঠে লুকিয়ে আছে সোনা৷ মাটি খুঁড়ে খুঁড়ে সেই স্বর্ণই এতো দিন তুলে এনেছে মানুষ৷ আর তা বিক্রি করেই দারিদ্রপীড়িত বাসিন্দারা মিটিয়েছে নিজেদের অন্ন-বস্ত্রের চাহিদা৷ কিন্তু মাটি খুঁড়ে সোনা খুঁজে পাওয়ার এই অধিকারটুকুও এবার হারাতে বসেছে তারা৷

সোনার খনিগুলোকে গত কয়েক বছর ধরে বড় বড় কোম্পানির কাছে ইজারা দিয়ে দিচ্ছে কলম্বিয়া সরকার৷ ২০০২ থেকে ২০১০ সালের মধ্যেই কমপক্ষে সাত হাজার পাঁচ'শটি খনির মালিকানা হাত বদল হয়েছে৷ হাত বদল হওয়া এই জমির পরিমাণ প্রায় এক কোটি একর৷ ফলে যুগের পর যুগ ধরে যে জমিটিকে একজন নিজের বলে জানতো, সেটিতে আজ তার কোনো অধিকার নেই৷ সে জমিতে তাকেই আজ ‘নিষিদ্ধ' করেছে খনি কোন্পানি৷

সোনার খনিতে কাজ করছেন এক শ্রমিকছবি: DW/ N. Drost

আইনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ভোগ-দখল করলেও, যাদের জমির কোনো সরকার অনুমোদিত শিরোনাম ও লাইসেন্স নেই তারা ‘অবৈধ খননকারী' হিসেবে বিবেচিত হবে৷

ভূমির আইনি বৈধতা পেতে ক্ষুদ্র ও মাঝারি খনিগুলোর মালিকদেরকে সরকারি এজেন্সির কাছ থেকে বৈধ শিরোনাম নেবার জন্য গত বছর বলেছিলো সরকার৷ এরপর মোট ২০ হাজার আবেদনপত্র জমা পড়েছে৷ কিন্তু এখন আর এ ব্যাপারে সরকারের সাড়া নেই বলে অভিযোগ করছে স্থানীয়রা৷

বিশ্ব জুড়ে স্বর্ণের দাম বেড়েছে৷ কলম্বিয়ার স্বর্ণক্ষেত্রগুলোতে তাই নজর পড়েছে সবার৷ আরো বেশি টাকা পাওয়ার আশায় দেশি-বিদেশি কোম্পানির কাছে ভূমি ইজারা দিচ্ছে সরকার৷

বড় কোম্পানির অর্থবল বেশি৷ আধুনিক যন্ত্রপাতি দিয়ে ভূমি খনন করছে তারা৷ শুধু ভূমিই নয়, ‘নেচি' নদীর তলদেশেও স্বর্ণ খোঁজার প্রযুক্তি তাদের আছে৷ কিন্তু সাধারণ গ্রামবাসী - শাবল, কোদালের মতো দেশীয় যন্ত্রই যাদের ভরসা, তারা এবার হার মেনেছে৷

তলায় চকচক করছে জমে থাকা সোনাছবি: DW/ N. Drost

একদিকে নিজের জমি বেহাত হয়ে চলে গেছে কোম্পানির কাছে৷ অন্যদিকে সরকারের কঠিন নীতি৷ ফলে, নিজ ভূমিতেই আজ পরবাসী হয়েছেন বলে দুঃখ করেছেন ক্ষুদ্র ও মাঝারি আকারের খনিগুলোর খননকারীরা৷

‘নেচি' নদী যেখানে দিগন্তের সাথে মিশেছে, সেখানে আকাশ অদ্ভুত সুন্দর৷ সেখানে ভীষণ মনোরম প্রাকৃতিক দৃশ্য৷ কিন্তু জমি হারিয়ে, যারা আজ কঠিন দারিদ্র্যের মুখে, তাদেরই কারো কারো প্রশ্ন, পেটে ক্ষুধা নিয়ে এই সৌন্দর্য দেখার সুযোগ তাদের কোথায়?

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ