1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশি মিডিয়া যে কারণে প্রতিবেদনটি প্রকাশ করেনি

৩ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশে এখন তুমুল আলোচনায় আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’৷ তবে বাংলাদেশের কোনো সংবাদমাধ্যম এই প্রতিবেদনটি সেখান থেকে প্রকাশ না করলেও সরকার ও সেনা সদর দপ্তরের প্রতিবাদ ছেপেছে বিস্তারিত৷

আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ তথ্যচিত্রের স্ক্রিনশট৷ ছবি: youtube.com/Al Jazeera English

বাংলাদেশে প্রতিবেদনটি দেখতেও এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করা হয়নি৷ সব মিলিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমের অবস্থান কী?

ইরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের সম্পাদকীয়তে এর একটি ব্যাখ্যা দিয়েছে৷ সম্পাদকীয়র শিরোনাম ‘আওয়ার টেক অন দ্য আল জাজিরা রিপোর্ট’৷ সেখানে এক জায়গায় বলা হয়েছে, ‘‘কোন বিষয়ে সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে তা প্রকাশ না করে কেবলমাত্র সরকারের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে আমরা অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি৷ এখন পর্যন্ত আমরা আল জাজিরার প্রতিবেদন বা এর কোনো অংশই প্রকাশ করিনি৷’’

অবশ্য তাদের সম্পদকীয়তে বিষয়গুলো নিয়ে তদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে৷ তারা বলছে, ‘‘আমরা মনে করি যে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো এড়িয়ে যাওয়া বা কার্পেটের নিচে ময়লা চাপা দেওয়ার মতো সমাধানে যাওয়া সঠিক হবে না৷’’

নাঈমুল ইসলাম খান

This browser does not support the audio element.

বাংলাদেশের গণমাধ্যম কেন আল জাজিরার প্রতিবেদন প্রকাশ করেনি তারও একটা ধারণা দিয়েছে দ্য ডেইলি স্টার৷ তার বলছে, ‘‘আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা তো রয়েছে, তার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনের প্রভাবে পরিবেশটি এমন হয়ে উঠেছে যে, কোনো জায়গায় মুক্তভাবে গণমাধ্যমের কাজের ক্ষেত্র এই আইনটি ব্যাপকভাবে সীমাবদ্ধ করেছে৷ সাংবাদিক ও সংবাদপত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় করা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসমর্থনযোগ্য মানহানিকর মামলাগুলো দেখলে এবং যে গতিতে মামলাগুলো নেওয়া হয়, তদন্ত করা হয়, আসামিদের গ্রেপ্তার করা হয়, কারাগারে পাঠানো হয় ও মাসের পর মাস জামিন না দিয়ে কারাবন্দি রাখা হয় তাতেই সুস্পষ্ট উত্তর পাওয়া যায়৷ এগুলো ছাড়াও ভয় দেখানো, হুমকি দেওয়া এবং বিজ্ঞাপন বন্ধ করে দেওয়াসহ অন্য আরো যে কৌশলগুলো ব্যবহার করা হয় তা বলাই বাহুল্য৷’’

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের কাছে এনিয়ে আরো একটু বিস্তারিত মন্তব্য জানতে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি৷ তিনি বলেন, ‘‘আমি যা মনে করি তা পত্রিকায় লিখি, আলাদা করে মন্তব্য দেই না৷ ডেইলি স্টারের সম্পাদকীয়তে আমাদের পত্রিকার মতামত প্রতিফলিত হয়েছে৷ এনিয়ে আমার কোনো আলাদা মন্তব্য নাই৷’’

বিষয়টি নিয়ে বাংলাদেশের আরো কয়েকটি প্রভাবশালী দৈনিক ও টেলিভিশন চ্যানেলের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করলে তাদের একাংশ কোনো মন্তব্য করতে রাজি হননি৷ তবে কেউ কেউ কথা বলেছেন৷ তাদের একজন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান৷ তিনি মনে করেন, ‘‘আল জাজিরার প্রতিবেদনটি কোনো অনুসন্ধানী প্রতিবেদন নয়৷ এখানে ড্রামা করা হয়েছে৷ যে তথ্য প্রকাশ করা হয়েছে তার অনেকটাই এর আগে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে৷ নতুন দুই একটি তথ্য রয়েছে৷ হারিস যে হাসান নাম ধারণ করেছে এটা নতুন৷ আর সেনা প্রধানের সঙ্গে একটি অনুষ্ঠানে তার ভাই যারা পলাতক আসামি তাদের উপস্থিতির খবরও নতুন৷’’

অবশ্য তিনি এও মনে করেন সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানানো হয়েছে, ‘‘তাও স্মার্ট হয়নি, এফেকটিভ হয়নি,বিশ্বাসযোগ্য হয়নি৷ প্রতিক্রিয়া তো বিশ্বাসযোগ্য হতে হবে৷ গৎবাঁধা কথা তো বলে দিলে হয় না৷’’

শাকিল আহমেদ

This browser does not support the audio element.

তার মতে, ‘‘বাংলাদেশে আল জাজিরার ওই প্রতিবদেন এখন পর্যন্ত যে কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়নি এটা একটা সাহসী কাজ৷ ভবিষ্যতে কী হবে জানি না৷ বাধাগ্রস্ত হতেও পারে৷ তবে এর প্রতিবাদ জানানোর কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না৷ আমি হলে করতাম না৷ কারণ এই প্রতিবাদের মাধ্যমেই আবার বিষয়টি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে৷’’

বাংলাদেশের সংবাদমাধ্যম কেন প্রকাশ করেনি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আপনি এমনভাবে প্রশ্ন করলেন যে এটা জীবনে এই প্রথম ঘটলো৷ আমরা তো কত কিছুই ছাপি না৷ কেন ছাপি না তা ওই তো ডেইল স্টারের এডিটোরিয়ালেই আছে৷ আমরা অনেক সময় নিজেরাও বুঝি না কোনটা কোন আইনে আমাদের জন্য একটা ট্র্যাপ হতে পারে৷ আমরা সকলে মিলে বার বারই বলেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের জন্য বিপজ্জনক৷ যতক্ষণ পর্যন্ত আইনের পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি৷’’

তবে তার মতে, পত্রিকা টেলিভিশন বা অনলাইন এটা প্রকাশ না করলেও এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে৷ খবরে না হলেও টকশোতে আলোচনা হচ্ছে৷ সেখানে কিন্তু আল জাজিরার প্রতিবেদনের রেফারেন্স ব্যবহার করতে গিয়ে প্রকাশ হচ্ছে৷ আমিও তো প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলছি৷ আর প্রতিবাদ ছেপেও আমরা প্রকারান্তরে আল জাজিরার প্রতিবেদন কোনো না কোনোভাবে প্রকাশ করেছি৷ এটা না ছাপলে তো মনে হতো আল জাজিরায় কিছুই ঘটেনি৷

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ মনে করেন, মিডিয়ার একটি বড় রোল হচ্ছে দেশ , জাতি ও সমাজের বিষয় মাথায় রেখে খবর প্রকাশ করা৷ অ্যামেরিকায় যে টেলিভিশনগুলো পরিচালিত হয়, যখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধ হয়, তখন কিন্তু তারা অ্যামেরিকার স্বার্থের কথা মনে রাখে৷ সব তথ্য প্রকাশ করার যে নীতি তা সব দেশে কার্যকর নয়৷ আল জাজিরা যে প্রতিবেদন করেছে তার বেশিরভাগই একপক্ষীয়, উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো না কোনো পক্ষের সাথে যুক্ত থেকে তারা এই প্রতিবেদন করেছে৷ যে পাঁচজনের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতে মামলা আছে৷ ফলে তাদের ওপর ভিত্তি করে প্রতিবেদন করায় বাংলাদেশের সাংবাদিকেরা প্রতিবেদনটি এক ধরনের বর্জন করেছে৷

ড. রেজোয়ান সিদ্দিকী

This browser does not support the audio element.

তিনি মনে করেন, ‘‘প্রতিবাদ ছাপার সময় যদি ওই তথ্য বা ঘটনা আবার উল্লেখ করা হয় তাহলে তো তাদের তথ্য আবার ছড়িয়ে দেয়া হলো৷ তাদের তথ্য তো সুনির্দিষ্ট নয়৷ তারা খুব দূর থেকে বাংলাদেশকে দেখেছে৷’’

আল জাজিরার ওই খবর প্রকাশ না করার জন্য বাংলাদেশ সরকারের কোনো পক্ষ থেকে কোনো চাপ ছিল না বলে জানান দৈনিক ‘দিনকালের' সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী৷ তিনি বলেন, ‘‘শুধু আমরা কেন বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমই প্রকাশ করেনি৷ আমরা সাহস পাইনি, সাহসের অভাব ছিলো৷ আমরা সেল্ফ সেন্সর করেছি৷’’

কোনো চাপ না থকলেও কিসের ভয়? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি চিন্তা করেছি এটা প্রকাশ করলে আমি সরকারের দিক থেকে কোনো জুলুমের শিকার হতে পারি৷ তাই অপেক্ষা করেছি বাংলাদেশের আর কোনো সংবাদমাধ্যম প্রকাশ করে কিনা৷ কেউ করলে আমরাও করতাম৷’’

এই ভয়ের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘‘দেশের পরিস্থিতিই এরকম৷ এখানে মত প্রকাশের স্বাধীনতা নাই৷ এখনো যতটুকু পারা যায় সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হবে না৷ ডিজিটাল নিরাপত্তা আইনে আমাকে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যেতে পারে৷ তাই আমি ঝুঁকি নেইনি৷ আমি একা নই, কেউই নেয়নি৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ