1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরশক্তি

১০ এপ্রিল ২০১২

বর্তমানে বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ সৌরশক্তির সুবিধা ভোগ করছেন৷ ২০২১ সালের মধ্যে সংখ্যাটা মোট জনসংখ্যার অর্ধেকে নিয়ে যেতে চান এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা৷

ছবি: picture-alliance/dpa

এই লক্ষ্যে ক'দিন আগে গঠিত হয়েছে সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রতিষ্ঠানদের সংগঠন ‘‘বাংলাদেশ সোলার এ্যান্ড রিনিউয়েবল এনার্জি এসোসিয়েশন'' বা বিএসআরইএ৷ এর সভাপতি হয়েছেন দীপাল চন্দ্র বড়ুয়া, যিনি বাংলাদেশে সৌরশক্তি জনপ্রিয় করার অন্যতম কারিগর৷ সংগঠন তৈরির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে দিনদিন সৌরশক্তির ব্যবহার বাড়ছে৷ এখন প্রতিমাসে প্রায় ৪০ হাজার ‘সোলার হোম সিস্টেম' বিক্রি হচ্ছে৷ পনের বছর আগে শুরুর সময় যে সংখ্যাটা ছিল মাত্র দু'তিনশ৷ সে হিসেবে বর্তমানে প্রায় দেড় কোটি লোক এভাবে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করছে৷

বড়ুয়া বলেন, বিএসআরইএ'র লক্ষ্য সৌরশক্তির ব্যবহার আরও বাড়ানো৷ ‘‘এজন্য সরকার সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা হবে৷ সৌরশক্তি সিস্টেম বসানোর জন্য ঋণ দেয়া, প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও তার গুনগত মান পরীক্ষা, এ ধরণের যন্ত্রপাতি ও ব্যাটারি তৈরির জন্য প্রতিষ্ঠান বানানো ইত্যাদি লক্ষ্য কাজ করবে আমাদের সংগঠন,'' জানালেন হামবুর্গ ভিত্তিক ওয়ার্ল্ড ফিউচার কাউন্সিলের সদস্য বড়ুয়া৷ সৌরশক্তিকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনি ইতিমধ্যে নানান আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন৷

গ্রামীণ ব্যাংকের অন্যতম এই উদ্যোক্তা দীপাল বড়ুয়া বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ায় প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান করা গেছে৷ প্রশিক্ষণের মাধ্যমে যেন আরও তরুণকে এই কাজে লাগানো যায় সেজন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে তাদের৷

‘সোলার হোম সিস্টেম' চালুর জনক গ্রামীণ শক্তির প্রতিষ্ঠাতা দীপাল বড়ুয়া বলেন, এখন এই পদ্ধতিটা শুধু গ্রামে ব্যবহৃত হচ্ছে৷ তবে শহরেও যেন এটা চালু করা যেতে পারে সে চেষ্টা চলছে৷ এজন্য পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে৷ এর ফলাফল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে যেন শহরে ভবন তৈরির সময় সোলার হোম সিস্টেম কাজে লাগানো যায়৷

বড়ুয়া বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারে জার্মানিকে বিশ্বের রাজধানী বলা যেতে পারে৷ তাই জার্মানি যেন বাংলাদেশকে সৌরশক্তি খাতে সহায়তা করে সে জন্যও চেষ্টা চালানো হবে৷ ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় বাংলাদেশকে সহায়তা করতে জার্মান সরকারের আগ্রহ দেখা গেছে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ