দেশের বিভিন্ন স্থানে স্থাপনা ও যানবাহনে আগুন, সংঘর্ষ
৬ জানুয়ারি ২০২৪
চারটি ভোটকেন্দ্র সহ অন্তত পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
আগামীকাল বাংলাদেশে সাধারণ সংসদ নির্বাচন। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে' ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে তারা।
গাজীপুরের একটি ভোটকেন্দ্রে আগুন লাগার ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজধানী ঢাকার উপকণ্ঠে সন্দেহভাজন অপরাধীদের খোঁজ করছে পুলিশ। তাদের ধারণা, নির্বাচন পণ্ড করতে মাঝরাতে স্কুলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
গাজীপুর থানার ওসি কাজী শফিকুল আলম বলেন, "আমরা আরো কড়াভাবে নজরদারি করছিষ এবং উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা আটকাতে হবে।” এদিকে, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জুনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
বিএনপি ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে' ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে, যার আজ প্রথম দিন। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও এ হরতাল চলবে।
ঢাকায় অক্টোবরের শেষ থেকে এখনো পর্যন্ত সহিংসতার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
ঢাকার পরিস্থিতি কেমন
শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা তুলনামূলক কম ছিল বলে বাংলাদেশের দৈনিক ডেইলি স্টার জানিয়েছে।
অন্যান্য এলাকার পরিস্থিতি
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে রয়েছে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।
দোরগোড়ায় আলোচিত নির্বাচন
একদিকে সফল করার ডাক, অন্যদিকে বর্জনের৷ বহুল আলোচিত এক নির্বাচনের সামনে শঙ্কা নিয়ে অপেক্ষায় বাংলাদেশ৷ ছবিঘরে থাকছে নির্বাচনপূর্ব প্রস্তুতি ও প্রচারের বিপরীতমুখী সেসব চিত্র৷
ছবি: Samir Kumar Dey/DW
নির্বাচনি কাজে ব্যস্ততা
যত সমালোচনাই থাকুক নির্বাচনের আয়োজন সফলভাবে শেষ করতে ব্যস্ত নির্বাচন কমিশন৷ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত কাজের বহর বাড়ছে এর কর্মকর্তাদের৷ গণমাধ্যমের দায়িত্বে থাকা একজনকে দেখা যাচ্ছে সাংবাদিকদের জন্য নির্বাচনের দিন দায়িত্ব পালনের কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করতে৷
ছবি: Samir Kumar Dey/DW
র্যাবের সতর্ক পাহারা
নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাব৷ সহিংসতা রোধে সারাদেশেই ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাহিনীটি৷ তাদের তথ্য অনুযায়ী, সদর দপ্তরে ১৫টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে৷ স্থাপন করা হয়েছে ২৫টি অস্থায়ী ক্যাম্প৷ এছাড়া ৭০০টির বেশি টহল দল আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে৷
ছবি: Samir Kumar Dey/DW
নির্বাচন ভবনে ব্যারিকেড
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের তিন দিক ব্যারিকেড দিয়ে বন্ধ রেখে একদিক খোলা রাখা হয়েছে৷ সতর্কতার সঙ্গে সেখানে যানবাহন যেতে দেওয়া হচ্ছে৷ আগে কখনও নির্বাচন কমিশন ভবনে যাওয়ার রাস্তা এভাবে বন্ধ করা হয়নি৷ এবার বিরোধীদের নির্বাচন বর্জন আন্দোলনের কারণেই এই ব্যবস্থা নেওয়া হলো৷
ছবি: Samir Kumar Dey/DW
আছে এপিসি-জলকামানও
এখানেই শেষ নয় নির্বাচন কমিশন ভবনের সামনে রাখা হয়েছে পুলিশের রায়ট কার এপিসি৷ সঙ্গে আছে জলকামানও৷ চারদিকে যখন ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে তখন কেন এপিসি-জলকামান আনার কারণ জানতে চাইলে এক পুলিশ কর্মকর্তা জানান, কেউ যাতে ভবন পর্যন্ত চলে আসেতে না পারে সে কারণে নিরাপত্তার প্রস্তুতি হিসেবে এগুলো রাখা হয়েছে৷
ছবি: Samir Kumar Dey/DW
ফলাফল প্রচারে অস্থায়ী ক্যাম্প
নির্বাচন কমিশনের পাশের রাস্তায় তাবু টাঙিয়ে অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছে। ভোটের দিন ফলাফল জানানো হবে এই ক্যাম্প থেকে৷ ক্যাম্পের মধ্যে গণমাধ্যমগুলোর জন্য তৈরি করা হয়েছে ছোট ছোট স্টল৷ সেখান থেকে গণমাধ্যমের প্রতিনিধিরা ভোটের ফলাফল প্রচার করতে পারবেন৷
ছবি: Samir Kumar Dey/DW
সেনাবাহিনীর কার্যক্রম
নির্বাচনে বেসামরিক বাহিনীকে সহায়তা দিতে ৬২টি জেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী৷ সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখতে বৃহস্পতিবার যশোরে যান সেনাপ্রধান৷ সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি৷
ছবি: Inter-Services Public Relations
হেলিকপ্টারে নির্বাচনি সরঞ্জাম
বৃহস্পতিবার থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন৷ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনের ব্যালট বাক্স ও সংশ্লিষ্ট ব্যাক্তিদের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার ভোটকেন্দ্রে পাঠানো হয়৷ নির্বাচনের কাজে এমন সহযোগিতার জন্য প্রস্তুত রাখা রয়েছে বিমানবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার।
ছবি: Inter-Services Public Relations
ভোটার স্লিপ সংগ্রহ
প্রার্থীদের পক্ষে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে৷ অনেক ভোটার আবার নিজের আগ্রহেই নিজের ভোটকেন্দ্র জানতে স্লিপ সংগ্রহে প্রার্থীর অফিসে হাজির হচ্ছেন৷ বৃহস্পতিবার দেখা গেল, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীর অফিসে ভোটার স্লিপ নিতে হাজির হয়েছেন দুই নারী ভোটার৷
ছবি: Samir Kumar Dey/DW
আইন মানেননি আইন-শৃঙ্খলার মন্ত্রী!
এবার নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ নিয়ম না মেনে ইচ্ছামত পোস্টার লাগিয়ে প্রচার চালিয়েছেন তারা৷ নিষিদ্ধ হলেও যান চলাচলের পথ বন্ধ করে শোভাযাত্রা করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে কারওয়ান বাজারে দেয়ালে লাগানো হয়েছে পোস্টার৷ এমনকি গাড়িতে চড়ে সড়কে নির্বাচনি র্যালিতেও অংশ নিতে দেখা গেছে তাকে৷
ছবি: Samir Kumar Dey/DW
ভুভুজেলার উৎপাত
টুপি পরে হাতে ভুভুজেলা নিয়ে পছন্দের প্রার্থীর পক্ষের মিছিল সমাবেশ চলেছে দেশজুড়ে৷ তবে এই ধরনের প্রচারণায় বিরক্ত হয়েছেন সাধারণ মানুষ৷ বিশেষ করে রাজধানীতে যানজটের নগরীতে সড়ক বন্ধ করে মিছিল আর ভুভুজেলার শব্দদূষণে ভোগান্তিতে পোহাতে হয়েছে তাদের৷
ছবি: Samir Kumar Dey/DW
ভোটবিরোধী প্রচার
ভোটারদের কেন্দ্রে আনতে শেষ মুহূর্তে ক্ষমতাসীনেরা বাড়তি তৎপরতা চালাচ্ছেন এবার৷ কারণ তারা যাতে ভোট দিতে না যান সেজন্য মাঠে চলছে বিরোধীদের প্রচার৷ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে কয়েকজন ভোট দিতে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করেন৷ তাদের দাবি ভোট না দিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করুন৷
ছবি: Samir Kumar Dey/DW
11 ছবি1 | 11
সুনামগঞ্জে একটি ভোটকেন্দ্রে ও ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার ভোররাতে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারী দগ্ধ হয়েছেন।
এ ছাড়া শনিবার ভোরে শেরপুর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নাশকতার ঘটনা কি না তা তদন্ত করছে পুলিশ।
পটুয়াখালী শহরের একটি ভোটকেন্দ্রের এক কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার সকালে শহরের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার তিনটি ভোটকেন্দ্র ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবারই দিনগত রাত দুটোয় কক্সবাজারের রামু উপজেলায় একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গিয়েছে মন্দিরের কাঠের সিঁড়ি। যদিও আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গাবতলীতে গুলি, বিএনপি-পুলিশ সংঘর্ষ
বগুড়ার গাবতলী উপজেলায় নির্বাচনবিরোধী মশালমিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের লাঠিপেটার পাশাপাশি তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। শুক্রবার রাতে গাবতলী সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে 'ভাঙচুর'
বরিশাল-৫ (মহানগর ও সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে এ ঘটনা ঘটে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা কেমন
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা মহানগরের রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, নাশকতা রুখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিশন প্রস্তুত আছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'প্রতি তিনটি ভোটকেন্দ্রের জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশের ছয়জন করে মোবাইল টিম থাকবে। এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে প্রতি সাতটি বা আটটি কেন্দ্রে। ইতোমধ্যে বিজিবি মুভমেন্ট শুরু হয়েছে। আমাদের প্রতিটি সংসদীয় আসনের জন্য ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের আগের দিন ঢাকার চিত্র
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৪ ঘণ্টারও কম সময় পর৷ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মীরা৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Mortuza Rashed/DW
পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। ছবিগুলো ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে তোলা।
ছবি: Mortuza Rashed/DW
বিএনপির হরতাল
সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন হরতালের ডাক দিয়েছে বিএনপি৷ শনিবার হরতালের কারণে রাস্তাঘাট অনেকটাই যানবাহনশূন্য হয়ে পড়ে।
ছবি: Mortuza Rashed/DW
মাঠে সেনাবাহিনী
নির্বাচনের আগে-পরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গত ৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী প্রায় ৫০ হাজার সেনাসদস্যকে মাঠে নামানো হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে৷
ছবি: Mortuza Rashed/DW
প্রচার অব্যাহত
নিয়ম অনুযায়ী নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে আর কোন প্রচার চালানোর সুযোগ নেই৷ তারপরও আচরণবিধির তোয়াক্কা না করেই চলছে প্রার্থীদের প্রচার৷ নিষেধাজ্ঞা থাকলেও ঢাকায় প্রায় প্রতিটি রাস্তার মোড়েই স্থায়ী বা অস্থায়ী বিলবোর্ডে প্রার্থীদের এমন প্রচার চোখে পড়ছে।
ছবি: Mortuza Rashed/DW
ভোটকেন্দ্রের প্রস্তুতি
ঢাকার মিরপুরের হাজী আশরাফ আলী হাইস্কুলে গিয়ে দেখা যায়, সেখানে বুথ সাজানো থেকে শুরু করে নিরাপত্তার কাজ চলছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, সেখানে সাতটি কেন্দ্রের প্রায় ২৮টি বুথ বসবে৷
ছবি: Mortuza Rashed/DW
বন্ধের দিনও খোলা ব্যাংক
ভোটগ্রহণের আগের দুইদিন শুক্রবার ও শনিবার নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষের ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ লেনদেনের প্রয়োজন হওয়ায় তফসিলি ব্যাংকগুলোকে সীমিত জনবল নিয়ে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
ছবি: Mortuza Rashed/DW
কমিশনে সাংবাদিকদের ভিড়
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন থেকে সংবাদিকদের অনুমোদন কার্ড বা ‘পাশ’ সংগ্রহের শেষ দিন ছিল শুক্রবার৷ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে দিনব্যাপী পাশ সংগ্রহ করতে ভিড় করতে দেখা যায় সংবাদকর্মীদের৷