1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশের মাটিতে বিনিয়োগে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা

১০ ডিসেম্বর ২০১১

প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের বিদ্যুৎ ও চিকিৎসা খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী৷ তবে এজন্য দরকার সরকারের উদার নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো৷ আর প্রবাসী বিশেষজ্ঞদের দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে সরকার৷

আবাসন খাতে বিনিয়োগ করতে চান প্রবাসী বাংলাদেশিরাছবি: DW/Harun Ur Rashid Swapan

বিশ্বের বিভিন্ন দেশে এখন গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের সংগঠন৷ আর প্রবাসীদের এখন বলা হয় নন রেসিডেন্ট বাংলাদেশি বা এন আর বি৷ এই অনাবাসী বাংলাদেশিরা তাদের উপার্জিত অর্থ এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চান৷ বিশেষ করে বিদ্যুৎ এবং আবাসন খাতে তাদের আগ্রহ এখন সবচেয়ে বেশি৷ একথা ডয়চে ভেলেকে জানান বাংলাদেশে বেড়াতে আসা এন আর বি ইউএসএ-এর চেয়ারম্যান নিজাম চৌধুরি৷

তিনি বলেন, স্বাস্থ্য খাতেও তাদের বিনিয়োগে আগ্রহ আছে৷ বিশেষ করে মেডিকেল কলেজ, নার্সিং ইন্সটিটিউট এবং হাসপাতাল তৈরি করতে চান তারা৷ চান পেশাগত দক্ষতা বাড়ানোর প্রতিষ্ঠান স্থাপন করতে৷

নিজাম চৌধুরি জানান, এসব বিনিয়োগ পেতে হলে সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে তেমনি সাধারণ মানুষেরও দায়িত্ব আছে৷ তিনি বলেন, ভারতে প্রবাসী বিনিয়োগকারীদের কর রেয়াতসহ নানা সুবিধা দেয়া হয়৷ আমাদের দেশেও সেরকম কিছু করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ