1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘শিক্ষা কার্যক্রম নিয়ে সরকারের মাথা ব্যথা নেই’

১৪ মার্চ ২০১৭

শিক্ষাবিদ হায়াৎ মামুদ মনে করেন, দেশের শিক্ষা কার্যক্রম নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই৷ সরকার মনে করে, তারা দেশ ভালো চালাচ্ছে৷ তাই তারা শিক্ষকদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না৷

Hayat Mahmud
ছবি: DW/H.Mahmud

ডয়চে ভেলে: আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন৷ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচি কেমন দেখতে চান আপনি?

হায়াৎ মামুদ: পাঠ্যসূচি বা পাঠ্য পুস্তক আসলে মূল সমস্যা না৷ মূল সমস্যাটা হলো যাঁরা পড়ান, তাঁদের নিয়ে৷ আমরা স্কুলে যেমন শিক্ষক পেয়েছি এখন তেমন শিক্ষক নেই৷ আমাদের শিক্ষকরা শিক্ষকতা ভালোবাসতেন, শিশুদের ভালোবাসতেন বলে পড়াতেন৷ কিন্তু এখন সেটা নেই৷ শিক্ষকদের মান নিম্নমানের৷ পাঠ্যবই নিয়ে তাঁদের কোনো চিন্তা নেই৷ শিশুদের নিয়েও চিন্তা নেই৷ পাঠ্যসূচি যতটা না শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলে৷ তার চেয়ে বেশি প্রভাব ফেলে শিক্ষকের পড়ানোটা৷

এবারের পাঠ্যবই বা পাঠ্যসূচি নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে, অনেক অমুসলিম কবির কবিতা বাদ দেয়া হয়েছে৷ এটা কেন হলো?

Hayat Mahmud - MP3-Stereo

This browser does not support the audio element.

দেখুন পাঠ্যসূচি তৈরির বিষয়টাতে আমি ছিলাম৷ কিন্তু আমাদের না জানিয়েই এ পরিবর্তনগুলো করা হয়েছে৷ শিক্ষাবোর্ড বা মূল যাঁরা কর্তাব্যক্তি, যাঁরা বইটা ছাপবেন, তাঁরা যদি কিছু পাল্টাতে চান, যাঁরা বইটা তৈরি করেছেন তাঁদের সঙ্গে আলাপ করে করবেন তো? সেটা করেনি তাঁরা৷ কাদের পরামর্শে কী করে এমনটা হয়েছে কারু জানা নেই৷ তবে এর মধ্যে রাজনীতি আছে৷ আমরা কিন্তু রাজনীতি মাথায় রাখিনি৷ বিশুদ্ধ চিন্তার দিক থেকে যা শিক্ষা দেয়া উচিত আমরা সেভাবেই পাঠ্যপুস্তক করেছিলাম৷ কিন্তু পরে যাঁরা পরিবর্তন করলেন, তাঁরা কিন্তু বিষয়টি এভাবে না করে রাজনৈতিক উদ্দেশ্যে করলেন৷ যেটা করলে তাঁদের সুবিধা হয়৷ তাঁদের কী সুবিধা হয় তাঁরাই জানেন! কিন্তু ছেলেমেয়েদের খুব সুবিধা হচ্ছে বলে আমি মনে করি না৷

তাঁরা একবারও আপনাদের মতামত নেয়ার প্রয়োজন মনে করেনি?

না মনে করেনি৷ এ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হয়েছে তো৷ আমি সেখানেও এটা বলেছি৷

আপনার কী মনে হয়, সরকার একটা বিশেষ গোষ্ঠীর চাওয়া পাওয়ার ভিত্তিতে এটা তৈরি করেছে? সরকার কি একটা সমঝোতার দিকে যাচ্ছে?

এটা বললে খুব খারাপ শোনাবে৷ সরকার নিজেদের তালে ব্যস্ত৷ কিসে তাদের ভোট বাড়ে সেটা নিয়েই তারা চিন্তিত৷ পড়াশোনা নিয়ে রাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই৷ যাঁরা রাষ্ট্র চালাচ্ছেন বিদ্যাশিক্ষা নিয়ে তাঁদের কোনো চিন্তা আছে বলে আমি মনে করি না৷ আমার মনে হয় না যে রাষ্ট্র এ নিয়ে মাথা ঘামাচ্ছে৷

এবারের পাঠ্যপুস্তকে প্রচুর ভুলও তো ছিল৷ এই যে পরিবর্তনগুলো হয়েছে এর প্রতিবাদ জানাননি আপনারা?

না....না এ নিয়ে আমরা বলেছি৷ খবরের কাগজে প্রতিবাদলিপি পাঠিয়েছি৷ আমরা সেখানে বলেছি এর সঙ্গে আমরা জড়িত নই৷ এগুলো আমাদের অনুমতি না নিয়ে, আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ না করে করা হয়েছে৷

শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করেই তো আজকের ছেলেমেয়েরা ভবিষ্যতের নাগরিক হয়ে উঠবে? তাহলে এ নিয়ে রাষ্ট্রের মাথাব্যথা নেই কেন? আপনার কী মনে হয়?

সরকার বলবে যে, এটা তোমাদের মনের কথা৷ শিক্ষাব্যবস্থার সঙ্গে এই ছেলেমেয়েদের ভবিষ্যত জড়িয়ে আছে, এটা কে বলেছে? আমরা দেশ যেভাবে চালাচ্ছি, সেভাবেই চালাবো, আমাদের ইচ্ছা অনুযায়ী৷ তারা শিক্ষকদের কাছ থেকে বা বিজ্ঞ সমাজের কাছ থেকে কোনোরকম পরামর্শ নিতে চায় না৷ এ নিয়ে তাদের কোনো চিন্তা নেই৷

সাক্ষাৎকারটি নিয়ে আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ