আরেকটি রেকর্ড করলেন রোনাল্ডো। দেশের হয়ে দুইশটি ম্যাচ খেলার রেকর্ড। সেই ম্যাচেও একমাত্র গোল করলেন তিনি।
বিজ্ঞাপন
প্রায় কুড়ি বছরের ফুটবল জীবনে আবার নতুন কৃতিত্বের অধিকারী রোনাল্ডো, সিআর সেভেন নামেই যিনি বেশি পরিচিত। পর্তুগালের হয়ে দুইশতম ম্যাচ খেললেন তিনি। পুরুষদের ফুটবলে তিনিই একমাত্র এই মাইলফলক ছুঁলেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ পর্তুগাল জিতলো রোন্যান্ডোর গোলেই। উইলিয়ামসন লালকার্ড দেখায় পর্তুগাল শেষ দশ মিনিট ১০ জনে খেললো।
এর আগে সব চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ছিল কুয়েতের আল-মুতায়ার। তিনি ১৯৬টা ম্যাচ খেলেছিলেন। গত মার্চে সেই রেকর্ড টপকে যান রোনাল্ডো। এবার তো তিনি দুইশটি আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেললেন। ম্যাচ শুরুর আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়।
সৌদিতে রোনাল্ডো, রেকর্ড অর্থ, নতুন চ্যালেঞ্জ
সৌদি আরবের আল নাসের ক্লাবে বিপুল অর্থের বিনিময়ে যোগ দিয়েছেন রোনাল্ডো। সৌদিতে রোনাল্ডোকে নিয়ে নানা তথ্য থাকলো এই ছবিঘরে।
ছবি: Frank Hoermann/SVEN SIMON/picture alliance
রিয়াধে রোনাল্ডো
রিয়াধ পৌঁছে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা সিআর সেভেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় হাজার হাজার ক্লাব-সমর্থদের সামনে স্টেডিয়ামে উপস্থিত হবেন সিআর সেভেন। সৌদি আরবের আল নাসের ক্লাবের কর্মকর্তা ও দর্শকদের সঙ্গে এটাই হবে তার আনুষ্ঠানিক পরিচিতি।
ছবি: Tom Weller/dpa/picture alliance
সঙ্গে কারা
রোনাল্ডোর সঙ্গে গেছেন তার ব্যক্তিগত দেহরক্ষীরা। তাছাড়াও তার সঙ্গে আছেন প্রচুর ব্যক্তিগত সহকারী। সবাইকে সঙ্গে নিয়েই রিয়াধে গেছেন তিনি।
ছবি: Estela Silva/dpa/picture alliance
খ্যাতির শীর্ষে থেকে
সৌদি আরবে এর আগে জাভি, পেপ গুরার্দিওলার ফুটবলাররা সৌদি আরবে খেলেছেন। তারা খেলেছেন তাদের কেরিয়ারের গোধূলিবেলায়। রোনাল্ডোও সম্ভবত তার ফুটবল জীবন শেষ করবেন এখান থেকে। তিন বছরের চুক্তিতে আল নাসেরের সঙ্গে খেলবেন তিনি।
ছবি: Luca Bruno/AP Photo/picture alliance
প্রথমে চাননি
রোনাল্ডো প্রথমে সৌদির ক্লাবে খেলতে চাননি। তিনি চেয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে এসে ইউরোপের ক্লাবে খেলতে। কিন্তু পরে আল নাসেরের প্রস্তাবে রাজি হয়ে যান।
ছবি: Hannah Mckay/REUTERS
বিপুল অর্থের বিনিময়ে
আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর বছরে দুইশ মিলিয়ান ইউরোর চুক্তি হয়েছে। টাকার অঙ্কে এক হাজার ৭৭৫ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বেশি রোজগার করা ফুটবলারের তালিকায় রোনাল্ডো একেবারে উপরের দিকে থাকবেন।
ছবি: Patricia de Melo Moreira/AFP
কী বলছেন সিআর সেবেন
রোনাল্ডো বলছেন, ''নতুন দেশে, নতুন টুর্নামেন্ট খেলব। আমি খুবই উত্তেজিত। আশা করছি ক্লাবকে আরো সাফল্য এনে দিতে পারব। সতীর্থদের সঙ্গেও দেখা করতে চাই।'' আর বিমান থেকে তিনি সমর্থকদের কাছে বার্তা দিয়েছেন, ''খুব তাড়াতাড়ি দেখা হবে।''
ছবি: Ivan Abanades Medina/Cordon Press/Miguelez Sports/IMAGO
পাউন্ড না ফলোয়ার?
ব্যাংকে বেশি পাউন্ড নাকি ইনস্টাগ্রামে বেশি ফলোয়ার কোনটা বেশি দেখতে চান? রোনাল্ডোর জবাব, ''কঠিন প্রশ্ন, দুটোই ভালো লাগে। এক নম্বরে থাকতে পারলে আরো ভালো লাগে।'' রোনাল্ডোর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৫০ কোটিরও বেশি।
ছবি: Cordon Press/Picture alliance
চোখের জল অতীত
কাতারে মরক্কোর বিরুদ্ধে ম্য়াচের পর চোখের জল মুছে মাঠ থেকে বের হচ্ছেন রোনাল্ডো। এই বিশ্বকাপ তার কাছে ভালো যায়নি। পরপর পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড করেছেন ঠিকই, কিন্তু তাকে প্রথম থেকে মাঠে নামাননি কোচ। নিজের খেলাও মেলে ধরতে পারেননি তিনি। তবে চোখের জল এখন অতীত. এখন সৌদির ক্লাবে নতুন চ্য়ালেঞ্জ রোনাল্ডোর।
ছবি: Luca Bruno/AP/picture alliance
8 ছবি1 | 8
এই ম্যাচটি ছিল ইউরো ২০২৪-এ কোয়ালিফায়ার পর্বের ম্যাচ। এই নিয়ে গ্রুপে চারটি ম্যাচ জিতলো পর্তুগাল। এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ক্ষেত্রে ১২৩টি গোলও করে ফেললেন রোনাল্ডো।
ম্যাচের পর তিনি বলেছেন, ''পর্তুগালের হয়ে দুইশটি ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত। আমি খুবই খুশি। এরকম একটা মুহূর্ত আসবে তা আমি ভাবতে পারিনি। আমার কাছে এটা একটা অভাবনীয় মুহূর্ত। দলের জয়ের জন্য গোল করতে পেরেছি বলে আমার আরো ভালো লাগছে।''
দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছেন, এত গোল করেছেন, কোনটা সেরা? এই প্রশ্নের মুখে পড়ে রোনাল্ডো বলেন, ''আমার পক্ষে কোনো একটা গোল বেছে নেয়া শক্ত। কত গোলের কথা মনে আসছে। ইউরো ২০১৬, নেশনস লিগ, আরো অনেক গোলের কথা। তাই তো আমি বলি, পরের ম্যাচে যে গোলটা করব, সেটাই সেরা হবে।''