1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘৪০ ভাগ হোমিওপ্যাথি চিকিৎসা নেন'

২৬ জুন ২০১৮

এ যুগে হোমিওপ্যাথি চিকিৎসা কতটা কার্যকর? আগ্রহ কমছে, না বাড়ছে? ভুয়া চিকিৎসক, ভেজাল ওষুধের দাপট কেমন হোমিওপ্যাথিতে? এ সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়৷

Leindotter
ছবি: picture alliance/WILDLIFE/D.Harms

ডয়চে ভেলে: হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি চিকিৎসার পার্থক্য কী?

ডা. দিলীপ কুমার রায়: চিকিৎসা পদ্ধতি একই৷ চিকিৎসকের ধর্মই মানুষের সেবা করা৷ ওধুধের ক্ষেত্রে এর পার্থক্য আছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার কারিকুলাম ও মান একই৷ শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় হোমিওপ্যাথি চিকিৎসকরা বেশি অবদান রাখতে পারে৷ যেসব এলাকায় অ্যালোপ্যাথি চিকিৎসা সেভাবে পৌঁছেনি, সেখানে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকরা প্রান্তিক দরিদ্র মানুষকে চিকিৎসা দিচ্ছেন৷ 

বর্তমান যুগে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে৷ সেক্ষেত্রে এই হোমিওপ্যাথি চিকিৎসার কার্যকারিতা কতটুক?

হোমিওপ্যাথি চিকিৎসার কার্যকারিতা আগে যা ছিল, এখনো তাই আছে৷ যতই যুগ পালটাক, বিজ্ঞানের পরিবর্তন খুব কম হয়৷ বরং এর সঙ্গে নতুন নতুন অ্যাডিশন হয়, নতুন নতুন রিসার্চের ফলাফল যোগ হয়৷ আমাদের দেশে হয়ত রিসার্চ কম, এতদিন সরকারি পৃষ্ঠপোশকতা একরকম ছিলই না৷ বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর স্বাস্থ্যমন্ত্রীর বদান্যতায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করে থাকে, সেই আদলে এখানেও চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে৷ ভারতের সঙ্গে আমাদের একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে৷ সেখানে উচ্চ শিক্ষাসহ রিসার্চ করার সুযোগ আমরা পাবো৷ আমার বিশ্বাস এই এমওইউ কার্যকর হলে আমরা যতটা পিছিয়ে আছি, সেটা আর থাকবে না৷

ডা. দিলীপ কুমার রায়

This browser does not support the audio element.

এই চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ কমছে, না বাড়ছে?

কমছে না, বরং বাড়ছেই৷ ঘনবসতির এই দেশে সরকারের শত চেষ্টার পরও অ্যালোপ্যাথি চিকিৎসা গ্রাম পর্যায়ে পৌঁছাতে পারেনি৷ হতদরিদ্র মানুষ হোমিওপ্যাথি চিকিৎসককে খুব সহজেই কাছে পাচ্ছে৷ পাশাপাশি এই চিকিৎসা খরচ স্বল্পমূল্যে থাকার কারণে হতদরিদ্র মানুষ এই চিকিৎসা বেশি গ্রহণ করছেন৷ আমাদের দেশি এবং আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৩৫ থেকে ৪০ ভাগ মানুষ এই হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপেও একাধিকবার এটাই প্রমাণিত হয়েছে৷ 

কোন বয়সের মানুষ এই হোমিওপ্যাথি চিকিৎসা বেশি গ্রহণ করেন?

সব ধরনের চিকিৎসা সব বয়সের মানুষেরই লাগে৷ তবে শিশু ও গর্ভবতী মায়েরা আমাদের দেশে বেশি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে থাকেন৷ হোমিওপ্যাথি একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যাবস্থা৷ সকল বয়সের ও সকল রোগের জন্যই এটা উপযোগী৷

এই চিকিৎসা পদ্ধতিতে সফলতার হার কেমন?

এখানে সফলতার হারই বেশি৷ হোমিওপ্যাথি চিকিৎসার ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, যেটা অন্যান্য পদ্ধতিতে আছে৷ যেমন জ্বরের জন্য ওষুধ খেয়েছে, কিন্তু কিডনি নষ্ট হয়ে গেছে৷ প্রাচীণকাল থেকে এটা প্রতিষ্ঠিত যে, গাছগাছরা থেকেই এর অধিকাংশ ওষুধ তৈরি হয়ে থাকে৷ যেহেতু পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তাই এখানে আরোগ্যের হারও অনেক বেশি৷

ভেজাল অ্যালোপ্যাথি ওষুধ বাজারে পাওয়া যায়, হোমিওপ্যাথি ওষুধে কি কোনো ভেজালের বিষয় আছে? 

ভেজাল তো আমাদের দেশে সব জায়গায় আছে৷ খাবারে ভেজাল আছে, ওষুধেও ভেজাল আছে৷ তবে তুলনামূলকভাবে অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি ওষুধে ভেজাল কম৷ ইতিমধ্যে আমি হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর ভেজাল ওষুধ ও গ্যারান্টি দিয়ে চিকিৎসা করানো ভুয়া চিকিৎসকের ১১ জনের সনদ আমি বাতিল করেছি৷ ভেজাল সব জায়গায় দেয়ার চেষ্টা করবে, কিন্তু প্রশাসনিক প্রতিরোধের মাধ্যমে এখান থেকে উত্তরণ ঘটাতে হবে৷ এ ব্যাপারে আমি কঠোর৷ আমরা ভেজালবিরোধী অভিযান চালিয়ে অনেকাংশেই সফল হয়েছি৷ এখন হয়ত পুরোপুরি নির্মূল হয়নি, তবে সহনীয় পর্যায়ে এসেছে৷ বিশেষ করে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা, বিভিন্ন রোগের নামে বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা করানো বন্ধ হয়েছে৷ আমি মিডিয়াকেও ধন্যবাদ জানাই৷ তাদের সহযোগিতার কারণে আমরা তাদের অপতৎপরতা থেকে রক্ষা পেয়েছি৷

আমরা গ্রামে বহু হোমিওপ্যাথি চিকিৎসক দেখি৷ তাঁদের সবার কি প্রশিক্ষণ বা পর্যাপ্ত চিকিৎসাজ্ঞান আছে?

অনেকক্ষেত্রেই নেই এটা স্বীকার করতেই হবে৷ অ্যালোপ্যাথিতে যেমন এই সমস্যা আছে, হোমিওপ্যাথিতেও আছে৷ যাঁরা শিক্ষা নিয়েছেন, আমাদের হোমিওপ্যাথি বোর্ড থেকে যাঁরা রেজিস্ট্রেশন নিয়েছেন, তাঁরাই মূলত হোমিওপ্যাথি চিকিৎসক৷ আগে যখন গ্রাম-গঞ্জে চিকিৎসক কম ছিল, বই পড়ে অনেক হাতুড়ে চিকিৎসক চিকিৎসা করতেন৷ এখন সেই সংখ্যা অনেক কমে এসেছে৷ মানুষ যত শিক্ষিত হচ্ছে, এই ধরনের ভুয়া ডাক্তারের সংখ্যা তত কমে যাচ্ছে৷

হোমিওপ্যাথি চিকিৎসার পুরনো গৌরব ফিরিয়ে আনতে কী কী করা উচিত বলে আপনি মনে করেন?

আমাদের প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন, তাই উনি নিজের জ্ঞান ও ধ্যান-ধারণা থেকে বুঝেছেন, শুধুমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসা দিয়ে এই বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা দেয়া সম্ভব নয়৷ তাই তিনি হোমিওপ্যাথি চিকিৎসকদের সম্মান দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছেন, ঠিক তেমনি দেশের এই চিকিৎসাব্যবস্থা সফল হবে বলে আমার বিশ্বাস৷ আমাদের পাশের দেশ ভারতে হোমিওপ্যাথির বিষয়ে আলাদা একটা মন্ত্রণালয়ই রয়েছে৷ আলাদা মন্ত্রী আছেন৷ আমাদের পৃথক মন্ত্রণালয় না করা গেলেও আমাদের যেসব প্রস্তাবনা রয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে এই চিকিৎসা আরো মানুষের দোরগোড়ায় নেয়া যাবে এবং এর সুফল সকলে পাবেন৷ 

হোমিওপ্যাথি চিকিৎসা যাঁরা দিচ্ছেন, তাঁদের প্রশিক্ষণে আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন?

হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক মহামতি স্যামুয়েল হানেমান৷ তিনি র্জামানিতে জন্মগ্রহণ করেছেন৷ আমার সৌভাগ্য হয়েছে অতি সম্প্রতি আমি জার্মানি গিয়েছিলাম৷ সেখানে হানেমানের যে চেম্বার ছিল, সেটা আজ মিউজিয়ামে পরিণত হয়েছে৷ ওই মিউজিয়াম দেখার সুযোগ আমার হয়েছে৷ উনি বিভিন্ন সময় যে বইগুলো লিখে গেছেন, আমাদের দেশে চিকিৎসা পদ্ধতি বা সিলেবাস সেই আলোকেই কিন্তু তৈরি করা হয়ে থাকে৷ আমাদের বেশ কিছু চিকিৎসক ইতিমধ্যে বিভিন্ন দেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন৷ প্রতি বছরই দুই থেকে তিনটে টিম আমরা প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠাচ্ছি৷ তাঁরা বিদেশ থেকে যে জ্ঞান লাভ করছেন, তা দেশে ফিরে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে শেয়ার করছেন৷ এর মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়ে থাকি৷

ডা. দিলীপ কুমার রায়ের সঙ্গে কি আপনি একমত? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ