1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘... কোনো যুদ্ধাপরাধী নাই''

১৬ জুন ২০১৫

ব্লগার আরিফ জেবতিকের একটি ফেসবুক মন্তব্যের শেষ লাইন এটি৷ একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের একটি পুরনো মন্তব্য ঘিরে একথা লিখেছেন তিনি৷

Bangladesch Ali Ahsan Mohammad Mojaheed Urteil Kriegsverbrechen 17.07.2013
ছবি: Reuters

বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে এই শাস্তি পেয়েছেন মুহাজিদ৷ আদালতের চূড়ান্ত রায় ঘোষণাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন অনেকে৷ ফেসবুকে অধ্যাপক আনু মুহাম্মদ লিখেছেন, ‘‘দীর্ঘদিন এই প্রাপ্য ঝুলে ছিল৷ বুদ্ধিজীবীসহ গণহত্যায় যুক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এই যুদ্ধাপরাধীরা রাজনীতি করেছে নির্বিঘ্নে, মন্ত্রী হয়েছে৷ আজকের রায়ে তার কিছুটা দায়মুক্তি হলো৷''

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত কয়েকবছর ধরে আন্দোলন করছেন মাহমুদুল হক মুন্সি৷ শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এই অ্যাক্টিভিস্ট লিখেছেন, ‘‘যে বলেছিল বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই, তার আজকে যুদ্ধাপরাধী হিসেবে চুড়ান্ত ফাঁসীর রায় হলো৷ এই মুজাহিদ এক সময় এই বাংলায় ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙা লাল পতাকাটা গাড়ির সামনে বেঁধে ঘুরে বেড়িয়েছিল৷''

ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডজয়ী ব্লগার আরিফ জেবতিক তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘হায়, একটা সময় রাজাকারদের সঙ্গেও আমাদের একমত হতে হবে৷ সব ফাঁসিটাসি হয়ে যাওয়ার পরে, আড়মোড়া ভেঙে আমরাও একদিন মুজাহিদের লগে একমত পোষণ করে মাথা দোলাতে দোলাতে বলব, ‘‘দেশে (আর) কোনো যুদ্ধাপরাধী নাই৷''

তরুণ লেখক, অ্যাক্টিভিস্ট অনন্য আজাদও ফেসবুকে জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া৷ তিনি লিখেছেন, ‘‘১/১১ তে এই রাজাকার মুজাহিদের দাম্ভিকতা দেখে বাঙলার মানুষ অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল৷ মুজাহিদ বলেছিল, ‘‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নাই৷'' ২০১০ সালে রাজাকার মুজাহিদ যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে বলেছিল, ‘‘ওসব উড়ে যা্বে, কিছু থাকবে না৷'' ১৬ জুন, ২০১৫, গত চার দশক ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছিল, তার চূড়ান্ত পরিণতি কী হতে পারে তা মাননীয় আদালত ঘোষণা দিয়েছে৷''

এদিকে, টুইটারেও এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷ ইংরেজিতে #হ্যাংমুজাহিদ এবং #ওয়ারক্রিমিনাল হ্যাশট্যাগ ব্যবহার করে চূড়ান্ত রায় ঘোষণার আগে থেকেই শুরু হয় প্রচারণা৷ একই ধরনের টুইট অনেককে করতে দেখা গেছে৷ সেখান থেকে কয়েকটি তুলে দেয়া হলো এখানে:

উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করে৷ এরপর ২০১৩ সালের ১১ই আগস্ট ট্রাইব্যুনালের ঐ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে জামায়াতের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই নেতা৷ ১৬ জুন সেই আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ