1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে দেশে সমকামী অধিকার

৯ ডিসেম্বর ২০১৩

সমকামিতা বিষয়ে মিশরের প্রথম ছবি ‘ফ্যামিলি সিক্রেটস’ নিয়ে রক্ষণশীল মুসলিম দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে৷ সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ায় মুক্তির মুখ দেখছে না পরিচালক হ্যানি ফৌজি’র ছবিটি৷

ছবি: Mladen Antonov/AFP/Getty Images

ফৌজি এএফপিকে জানিয়েছেন, পুরো সিনেমায় কোনো যৌন দৃশ্য রাখা হয়নি৷ কিন্তু সেন্সর বোর্ড সিনেমার বিষয় নিয়েই প্রশ্ন তুলেছে এবং ১৩টি দৃশ্য বাদ দেয়ার দাবি জানিয়েছে৷ কাহিনির লেখক মোহাম্মদ আব্দেল কাদের জানিয়েছেন, একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এটি লিখেছিলেন৷

ফৌজি মনে করেন, ১৩টি দৃশ্যের মধ্যে একটি দৃশ্য কাহিনির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা বাদ দিলে পুরো গল্পই অর্থহীন হয়ে পড়বে৷ সেন্সর বোর্ডের প্রধান আহমেদ আওয়াদ এএফপিকে জানিয়েছেন, ফ্যামিলি সিক্রেটস মুভিটি সমকামিতার বিষয় নিয়ে করায় এটিকে ছাড়পত্র দেয়া হয়নি৷ পরিচালককে কিছু দৃশ্য বাদ দিতে বলা হয়েছে, আর কেবল তাহলেই মুক্তি দেয়া হবে, বলে জানান তিনি৷

এদিকে, পশ্চিমা বিশ্বে সমকামী সম্পর্ক সমর্থনকারী অন্যতম সেলিব্রেটি সংগীত শিল্পী এলটন জন সম্প্রতি রাশিয়া সফর করেন৷ শুক্র ও শনিবার রাশিয়ার রাজধানী মস্কো ও কাজান এর ভোল্গা শহরে কনসার্ট করেন তিনি৷ কনসার্টের উদ্দেশ্যই ছিল সমকামীদের অধিকারের বিষয়ে সচেতনতা বাড়ানো৷

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ এই শিল্পী বলেন, সমকামী অধিকারের ক্ষেত্রে রাশিয়ার অবস্থা খুবই খারাপ৷ চলতি বছরের জুনে সমকামিতার বিরুদ্ধে প্রচারণা নিষিদ্ধ করে আইনে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ ১৯৮৮ সালে জনসমক্ষে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেন এলটন জন৷

এপিবি/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ