যত বাধাই থাকুক তারেক রহমান দেশে ফিরছেন বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু৷ আরেক বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলছেন, তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানার আইনত বৈধতা নেই৷
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপি-র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে আছেন ২০০৮ সাল থেকে৷ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর, আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি নিয়ে চিকিত্সার জন্য দেশের বাইরে যান তিনি৷ এই মুহূর্তে তিনি লন্ডনে আছেন৷ আদালত অর্থ পাচার মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে৷
হরতালের আগুনে জ্বলছে বাংলাদেশ
যুদ্ধাপরাধের বিচারের প্রতিবাদে চলতি সপ্তাহে হরতালের সূচনা করে জামায়াত-শিবির৷ এএফপির হিসেবে গত ২১শে জানুয়ারি থেকে ৪ই মার্চের মধ্যে বাংলাদেশে সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ ব্যক্তি৷ হরতালের কিছু ছবি নিয়ে ছবিঘর৷
ছবি: Reuters
বরিশালে অগ্নিসংযোগ
জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিন ৪ই মার্চ বরিশালে মোটর সাইকেলে অগ্নি সংযোগ করছে দলটির সমর্থকরা৷ এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় হরতালের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলায় অংশ নেয় জামায়াত-শিবিরের সমর্থকরা৷ উদ্দেশ্য, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা৷
ছবি: Reuters
সহিংসতায় নিহত কমপক্ষে ৮০
ঢাকায় ৪ মার্চ হরতাল চলাকালে জামায়াতে ইসলামী কর্মী সন্দেহে এক ব্যক্তিকে আটক করছে পুলিশ৷ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিতে গত ২১শে জানুয়ারি থেকে জামায়াত-শিবিরের বিভিন্ন সহিংস কর্মসূচিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ ব্যক্তি৷ নিহতদের মধ্যে জামায়াত-শিবিরের সদস্য ছাড়াও পুলিশ, আওয়ামী লীগ কর্মী, নিরীহ পথচারী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাগরিকও রয়েছেন৷
ছবি: Reuters
ট্রেনে আগুন
ঢাকায় হরতাল চলাকালে ৪ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত একটি ট্রেনে আগুন লাগে৷ ছবিতে আগুন নেভানোর চেষ্টা করছেন জনতা৷ ঢাকা থেকে নোয়াখালিগামী ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে৷ রেলমন্ত্রী মাজিবুল হক ট্রেনে অগ্নিসংযোগের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন৷
ছবি: Reuters
মসজিদ থেকে গ্রেপ্তার
হরতাল চলাকালে ৪ মার্চ ঢাকার একটি মসজিদ থেকে জামায়াত কর্মী সন্দেহে কয়েকজনকে আটকে করে পুলিশ৷ জামায়াতের ভাইস-প্রেসিডেন্ট দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর বাংলাদেশে সহিংসতার তীব্রতা বেড়ে যায়৷ ২৮ ফেব্রুয়ারি এই রায় ঘোষণার পর বিভিন্ন জায়গায় সহিংসতায় ৪ মার্চ অবধি প্রাণ হারিয়েছেন ৬৪ ব্যক্তি৷
ছবি: Reuters
অব্যাহত অগ্নিসংযোগ
হরতালের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে অগ্নিসংযোগ৷ রাস্তায় টায়ার পোড়ানো, গাড়িতে আগুন, ট্রেনে আগুন, মার্কেটে আগুন – চলতি হরতালে সবই দেখেছে বাংলাদেশের মানুষ৷ ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে এখন হরতালের সহিংসতার ভিডিও পৌঁছে যাচ্ছে বিশ্বের সব প্রান্তে৷ ছবিতে দেখা যাচ্ছে, ৩ মার্চ রাস্তায় অগ্নিসংযোগ করছে জামায়াতের সমর্থকরা৷
ছবি: Reuters
‘কপাল পোড়ে’ সাধারণ মানুষের...
জীবিকার তাগিদে রাস্তায় নেমেছিলেন এই অটোরিকশা চালক৷ ২ মার্চ ঢাকায় জামায়াতের কর্মীদের ছোড়া ইটের টুকরায় গুরুতর আহত হন তিনি৷ অটোরিকশাও ভেঙ্গে গেছে৷ রাজনৈতিক সহিংসতায় এভাবেই ‘কপাল পোড়ে’ সাধারণ মানুষের৷
ছবি: Reuters
শরিক জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি’র তাণ্ডব
দুই মার্চ ঢাকায় এভাবেই গাড়িতে অগ্নিসংযোগ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র কর্মীরা৷ সেদিন ঢাকায় মিছিল করেছিল বিএনপি এবং জামায়াতের সমর্থকরা৷ পুলিশ অবশ্য বিরোধীদের কঠোর হাতে মোকাবিলার চেষ্টা করছে৷
ছবি: Reuters
রাবার বুলেট, বুলেট
২ মার্চ ঢাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে বন্দুকে রাবার বুলেট ‘লোড’ করছেন এক পুলিশ কর্মকর্তা৷ তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেদিন সংঘর্ষ চলাকালে সত্যিকারের বুলেটও ব্যবহার করে পুলিশ৷ এছাড়া হরতাল চলাকালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পুলিশ আত্মরক্ষায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে৷
ছবি: Reuters
চোখের সামনে জ্বলছে আগুন
২ মার্চ ঢাকায় বিএনপি সমর্থকরা গাড়িতে অগ্নিসংযোগ করে৷ ছবিতে পুলিশ একটি জ্বলন্ত গাড়ি দেখছে৷ যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশে চলমান সহিংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জামায়াত-শিবিরকে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷
ছবি: Reuters
একদিনে নিহত কমপক্ষে ৩৪
২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসির রায় ঘোষণার দিনে সহিংসতায় বাংলাদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৪ ব্যক্তি৷ এদের মধ্যের ২৩ জন পুলিশ এবং ইসলামপন্থিদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন৷ স্বাধীনতা পরবর্তী সময়ে একদিনে এত সহিংসতা দেখেনি বাংলাদেশ৷
ছবি: AFP/Getty Images
10 ছবি1 | 10
বিএনপি-র চেয়াপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে জানান, যত বাধাই থাকুক খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন৷ আর তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা তিনি দেশে ফিরে আইনগতভাবেই মোকাবেলা করবেন৷ এছাড়া দেশে ফিরে তিনি দলের দায়িত্ব নেবেন, দলকে এগিয়ে নিয়ে যাবেন৷ তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের এক বক্তব্যেই সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে৷ তিনি দেশে এলে বোঝা যাবে সরকার কতটা সামলাতে পারে৷ তিনি দাবি করেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তারেক রহমান দেশের বাইরে গেছেন এবং বৈধভাবেই লন্ডনে অবস্থান করছেন৷
এদিকে বিএনপি-র ভাইস চেয়ারম্যান ও তারেকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডয়চে ভেলেক বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি৷ তাঁকে গ্রেপ্তারে ইন্টারপোলে যে আবেদন করা হয়েছে তারও কোনো আইনগত ভিত্তি নেই৷ তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরে আইনি লড়াই চালাবেন৷ তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তা সবই জামিনযোগ্য৷ তিনি ২০০৮ সালে দেশের সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে বিদেশে গেছেন৷ সেখানে তিনি অবশ্যই দেশের কথা ভাবেন৷ তারই প্রতিফলন হলো লন্ডনে ২০শে মে তারেক রহমানের দেয়া বক্তব্য৷
বিএনপি-র চেয়ারপার্সনের আরেকজন উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান ডয়চে ভেলেকে জানান, তিনি নিয়মিত তারেক রহমানের চিকিত্সার খোঁজ খবর রাখছেন৷ তাঁর চিকিত্সা এখনো অব্যাহত আছে৷ তাঁকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক করে যে নির্যাতন চালান হয়েছে, তাতে তিনি কখনোই শতভাগ সুস্থ হতে পারেন কিনা সন্দেহ৷ এখনো তাঁর সোজা হয়ে হাঁটতে সমস্যা হয়৷ তবে স্বাভাবিক জীবনযাপনের মতো সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন৷ কারণ দেশের জন্য দলের জন্য তাঁর মন পড়ে আছে৷
আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আদালত তারেক রহমান দেশে ফিরিয়ে আনতে চায়৷ তাঁর দেশে ফিরতে কোনো বাধা নেই৷ তিনি দেশে ফিরে আইনগতভাবে তাঁর মামলা মোকাবিলা করতে পারেন৷ আর ফিরে না আসলে আইনগতভাবেই তাঁকে ফিরিয়ে আনা হবে৷ তিনি বলেন, তারেক রহমান কোনো ইস্যু নয়৷ তবে হাওয়া ভবনের দুর্নীতির খবর মানুষ জানে৷ দেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না৷
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ডয়চে ভেলেক জানান, তারেক রহমান নিজে থেকে ফিরে আসলে ভালো৷ তাঁকে ফেরত আনা না গেলে আইন অনুযায়ী তাঁর অনুপস্থিতিইে অর্থ পাচার মামলার বিচার হবে৷