1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশ আগের চেয়ে অনেক এগিয়েছে : প্রভুদান চৌধুরী

৪ মে ২০১১

বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের মধ্যে সীমাবদ্ধ ছিল না৷ এটি ছিল আপামরজনতার লড়াই৷ সেই লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নেন আদিবাসী জনগোষ্ঠীও৷ তাঁদেরই একজন প্রভুদান চৌধুরী৷

একাত্তরে যুদ্ধ শুরু হওয়ার পর তাই মনস্থ করলেন অস্ত্র তুলে নেবেন হাতেছবি: Public domain

ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ

প্রভুদান চৌধুরী কলেজ জীবন থেকেই জড়িত ছিলেন ছাত্র রাজনীতিতে৷ একাত্তরে যুদ্ধ শুরু হওয়ার পর তাই মনস্থ করলেন অস্ত্র তুলে নেবেন হাতে, স্বাধীন করবেন দেশকে৷ মারমা সম্প্রদায়ের এই তরুণ কোনরকম প্রশিক্ষণ ছাড়াই এপ্রিলে চট্টগ্রামে মুক্তিযুদ্ধে যোগ দেন৷ তাঁর প্রথম মিশন ছিল মদুনাঘাট ব্রিজে৷ এই বিষয়ে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে আমাদের একটা ডিফেন্স ছিল৷ সেখানে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে৷ সেটাই ছিল আমার প্রথম সরাসরি যুদ্ধ৷''

ভারতে প্রবেশ

এপ্রিল মাসেই পাকিস্তানি বাহিনী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান বিস্তৃত করে৷ কোনঠাসা হয়ে পড়ে মুক্তিযোদ্ধারা৷ তাছাড়া গেরিলা প্রশিক্ষণেরও প্রয়োজনীয়তা দেখা দেয়৷ তখন প্রভুদানসহ আরো অনেকে ভারতে পাড়ি দেন৷ সেসময়কার অভিজ্ঞতা জানতে চাইলে বর্ষীয়ান এই যোদ্ধা বলেন, ‘‘আমরা মে মাসে দুই তারিখ রামগড় সীমান্ত পার করি৷ তারপর হরিনা ক্যাম্পে যোগ দেই৷ সেখানে ১৫-২০ দিন থাকার পর আসামের তেলিয়ামুড়া থানায় আমি প্রথম গেরিলা প্রশিক্ষণ নেই৷ ভারতীয় সেনা বাহিনীর তত্ত্বাবধানে ছিল এই প্রশিক্ষণ৷''

গেরিলা হামলা

ভারতে শুরু হয় গেরিলা প্রশিক্ষণ৷ একসময় যুদ্ধের জন্য প্রস্তুত হন প্রভুদান ও তাঁর সঙ্গীরা৷ এরপর ভারত থেকে হঠাৎ হঠাৎ বাংলাদেশে প্রবেশ করতেন তাঁরা, গেরিলা অভিযান অংশ নিতে৷ কখনো কখনো দীর্ঘসময় থাকতে হতো দেশের মধ্য৷ প্রভুদান বলেন, ‘‘আমরা ছোট ছোট দলে বিভিক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করতাম৷ বিভিন্ন লক্ষ্যে হামলা চালাতাম৷''

সীমান্ত এলাকায় যুদ্ধ

প্রভুদান ছিলেন বিজ্ঞানের ছাত্র৷ ভারতের গেরিলা শিবিরে তাই বিস্ফোরক বিষয়ক প্রশিক্ষণও গ্রহণ করেন তিনি৷ এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে সীমান্ত সংলগ্ন এলাকার বিভিন্ন ব্রিজ উড়িয়ে দেন এই সাহসী যোদ্ধা৷ পাকিস্তানি বাহিনীর জন্য যা ছিল বড় রকমের বিপত্তি৷ তাঁর কথায়, ‘‘আমরা শুভপুর এলাকার আশেপাশে যেসমস্ত ছোট ছোট ব্রিজ ছিল, বিশেষ করে যেগুলো পাকিস্তানি সেনারা ব্যবহার করতো, সেগুলো উড়িয়ে দিয়েছিলাম৷''

রণাঙ্গনের নামজাদারা

চট্টগ্রাম এলাকায় যুদ্ধ করতে গিয়ে প্রভুদান অনেককে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন৷ রণাঙ্গণে মেজর জিয়া, মেজর রফিকসহ বীরশ্রেষ্ঠ মুন্সি রউফ পর্যন্ত নামজাদা অনেকেই ছিলেন প্রভুদানের সহযোদ্ধা৷ যুদ্ধের শেষের দিকে ওয়্যারলেস অপারেটর হিসেবেও কাজ করার সুযোগ হয় তাঁর৷ যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘রাঙামাটির বন্দুকভাঙ্গায় আমি শত্রুর ফেলে যাওয়া একটি এলএমজি উদ্ধার করেছিলাম পানির নীচ থেকে, ডুব দিয়ে৷ এটা এক স্মরণীয় অভিজ্ঞতা৷''

বর্তমানে প্রভুদান

এভাবে লড়াই করে একসময় স্বাধীন হলো দেশ৷ বিজয়ী দেশে প্রভুদান চৌধুরী ফিরে গেলেন নিজের কাজে৷ বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর৷ এখনো তিনি কাজ করছেন চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে৷ নিজের দেশ নিয়ে প্রচণ্ড আশাবাদী এই যোদ্ধা৷ তিনি বলেন, ‘‘যদিও দেশের মধ্যে আমাদের অনেক সমস্যা এখনো আছে৷ এখনো অনেক চাওয়া পাওয়া আমাদের পূর্ণ হয়নি৷ তবে আমরা আশাবাদী৷ এবং আমি দেখছি দেশ আগের চেয়ে অনেক এগিয়েছে৷''

প্রভুদান আদিবাসী জনগোষ্ঠীর একজন প্রতিনিধি৷ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে জন্মেছিলেন তিনি৷ জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন চন্দ্রঘোনায়৷ পার্বত্য অঞ্চলের অস্থিরতা নিরসনে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি৷ বিশেষ করে, শান্তি চুক্তি সেই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে বলেই মনে করেন এই যোদ্ধা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ