অডিও কেলেঙ্কারির পর প্রতিমন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসান ক্যানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
অডিও কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি থাকলেও তার দেশ ত্যাগে বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷
সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনায় পড়েন ডা. মুরাদ হাসান৷ এরপর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার অশালীন কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে৷ পাশাপাশি ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে মুরাদের অশালীন বক্তব্যের আরেকটি অডিও৷
এই প্রেক্ষিতে গত সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দেন তিনি৷ সেদিনই তার পদত্যাগপত্র গৃহীত হয়৷ এর মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকেও মুরাদকে অব্যাহতি দেওয়া হয়৷
এদিকে পদত্যাগের পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেন এক ছাত্রলীগ নেতা৷
ওই অভিযোগ জিডি হিসেবে নিয়ে তার তদন্ত শুরুর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশিদ৷
এদিকে মুরাদ হাসানের বিদেশ যাওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘‘এগুলো (মুরাদের বিদেশ যাওয়ার খবর) আমার জানা নেই৷ উনি বিদেশ যাবেন, নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার৷ এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই৷''
আরআর/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
নিজের সম্মান রাখতে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর পদত্যাগ
আগের প্রধানমন্ত্রী সরে দাঁড়ানোয় দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়েছিল সুইডেন৷ তবে প্রথম নারী প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন প্রথম দিনেই! ছবিঘরে বিস্তারিত....
ছবি: Fredrik Persson/TT/picture alliance
সুইডেনের ইতিহাসে প্রথম...
সাত বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন স্টেফান লোফভেন৷ কিন্তু সংসদে আস্থা ভোটে হেরে যাওয়ায় গত ১০ নভেম্বর পদত্যাগ করতে হয় তাকে৷ সেই সুবাদেই দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন মাগডালেনা আন্ডারসন৷
ছবি: Erik Simander/TT News/AP/dpa/picture alliance
মাত্র এক ভোটের জয়
স্টেফান লোফভেন সরে দাঁড়ানোয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন জরুরি হয়ে পড়ে৷ দ্রুতই মেটানো হয় সেই প্রয়োজন৷ সংসদে প্রতিপক্ষকে মাত্র এক ভোটে হারিয়ে দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হন লোফভেনের দল সোশাল ডেমোক্র্যাটিকের এই অভিজ্ঞ রাজনীতিবিদ৷
ছবি: Erik Simander/TT News/AFP
‘বুলডোজার’ মাগডালেনা
নীতির প্রশ্নে আপোষহীনতা এবং সব বিষয়ে স্পষ্ট কথা বলার সুনাম আছে ৫৪ বছর বয়সি মাগডালেনা আন্ডারসনের৷ তাই এক টিভি চ্যানেল তাকে নিয়ে তৈরি অনুষ্ঠানের নাম দিয়েছিল ‘দ্য বুলডোজার’৷ নভেম্বরেই সোশাল ডেমোক্র্যাটিকের প্রধান এবং তারপর দেশের প্রধানমন্ত্রী হলেও এর আগে সুইডেনের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি৷
ছবি: Jessica Gow/TT/picture alliance
পদত্যাগের কারণ
বুধবার সংসদের ভোটে প্রধানমন্ত্রী হয়ে সে আনন্দ অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি দুই সন্তানের মা মাগডালেনা৷ মূলত ডানপন্থি বিরোধীদের চাপে বাজেট পরিকল্পনা সংসদে প্রত্যাখ্যাত হওয়ায় ম্যাগডালেনার সরকারের ওপর থেকে সমর্থন সরিয়ে নেয় গ্রিন পার্টি৷ জোটসঙ্গী এভাবে সরে দাঁড়ানোয় সরকার বেকায়দায় পড়ে গেলে মাগডালেনাও প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেন৷
ছবি: Fredrik Persson/TT/picture alliance
বৈধতার প্রশ্নে আপোষ নয়...
প্রধানমন্ত্রী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করার কারণ জানাতে গিয়ে এক সংবাদ সম্মেলনে মাগডালেনা বলেন, ‘‘আমার কাছে সবচেয়ে বড় হলো সম্মান, তাছাড়া আমি এমন কোনো সরকারের নেতৃত্বে থাকতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷’’ এ সময়ে তার প্রতি আস্থা রাখা মানুষদের আবার ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিতেও ভোলেননি মাগডালেনা আন্ডারসন৷