1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশ ছাড়লেন ডা. মুরাদ হাসান

১০ ডিসেম্বর ২০২১

অডিও কেলেঙ্কারির পর প্রতিমন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসান ক্যানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন৷

ডা. মুরাদ হাসান (ফাইল ছবি)৷ ছবি: bdnews24.com

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

অডিও কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি থাকলেও তার দেশ ত্যাগে বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷

সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনায় পড়েন ডা. মুরাদ হাসান৷ এরপর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার অশালীন কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে৷ পাশাপাশি ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে মুরাদের অশালীন বক্তব্যের আরেকটি অডিও৷

এই প্রেক্ষিতে গত সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দেন তিনি৷ সেদিনই তার পদত্যাগপত্র গৃহীত হয়৷ এর মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকেও মুরাদকে অব্যাহতি দেওয়া হয়৷

এদিকে পদত্যাগের পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে মুরাদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেন এক ছাত্রলীগ নেতা৷

ওই অভিযোগ জিডি হিসেবে নিয়ে তার তদন্ত শুরুর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশিদ৷ 

এদিকে মুরাদ হাসানের বিদেশ যাওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘‘এগুলো (মুরাদের বিদেশ যাওয়ার খবর) আমার জানা নেই৷ উনি বিদেশ যাবেন, নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার৷ এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই৷''

আরআর/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ