1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথমার মেলা

১৭ সেপ্টেম্বর ২০১২

বই মেলা৷ মনে হলেই মনে পড়ে ফেব্রুয়ারির কথা৷ ভাষার মাস ফেব্রুয়ারি৷ বইমেলা যেন ওই একটি মাসের জন্যই বাঁধা৷ বাংলাদেশে এ নিয়ম থেকে অবশ্য বেরিয়ে এসেছে বেশ কয়েকটি প্রকাশনা৷

Caption: Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh. DW/Haque
ছবি: DW

‘প্রথমা'ও শুরু করল সেই পথে যাত্রা৷ ঢাকায় চলছে তাঁদের প্রথম বইমেলা৷ দেশ-বিদেশের অনেক বই স্থান পেয়েছে সেখানে৷ প্রতিদিন ভিড় জমাচ্ছেন পাঠক, ক্রেতারা৷ প্রথমা'র প্রধান সমন্বয়ক জাফর আহমেদ রাশেদ মনে করেন, শুরুটা খুব ভালো হয়েছে৷

সব প্রকাশকই পারেন নিজস্ব বই মেলা আয়োজন করতে৷ কিন্তু তা করতে গেলে নিজেদের সুপরিসর বিক্রয়কেন্দ্র থাকলে ভালো হয়৷ ঢাকায় প্রথমা'র রয়েছে তিনটি বিক্রয়কেন্দ্র৷ তার একটি ঢাকার আজিজ সুপার মার্কেটে৷ সেখানেই গত বুধবার থেকে সাতদিনের এ মেলার আয়োজন করেছে প্রথমা৷

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জাফর আহমদ রাশেদ জানালেন, মেলায় রাখা হয়েছে প্রথমা থেকে প্রকাশিত একশ'রও বেশি বই৷ নিজেদের এবং বিদেশের আরো বই পরবর্তী মেলাগুলোতে নিয়ে আসার ইচ্ছে আছে বলে জানিয়েছেন তিনি৷ আরো জানিয়েছেন, প্রথমা এখনো তরুণ লেখকদের বই খুব একটা প্রকাশ করেনি, তবে ভবিষ্যতে অবশ্যই করবে৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ