1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে দৈনিক শনাক্ত হাজার ছাড়াল

১১ মে ২০২০

এই প্রথম দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা হাজার ছাড়াল৷ এক হাজার ৩৪ জন নতুন রোগী শনাক্তের পাশাপাশি এদিন মারা গেছেন ১১ জন৷

ছবি: bdnews24

এদিন মোট সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয়েছে সাত হাজার ২০৮টি নমুনা৷

গত ৮ মার্চ বাংলাদেশ প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়৷ এখন পর্যন্ত মোট শনাক্ত ১৫ হাজার ৬৯১ জন৷ মোট মৃত্যু ২৩৯৷ এদিন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ৮ জন, চট্টগ্রামের দুই জন এবং রংপুরে এক জন৷

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য তুলে ধরেন৷

নোয়াখালীর একটি হাসপাতালে করোনা টেস্ট শুরু হওয়ায় এখন দেশে মোট ৩৭টি পরীক্ষাগারে এ ভাইরাস সংক্রমণ পরীক্ষা করা হচ্ছে৷ পরীক্ষার আওতা বাড়ায় রোগ শনাক্তের সংখ্যাও বাড়ছে৷

গত ২৪ ঘণ্টায় আরো ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ মোট সুস্থ দুই হাজার ৯০২ জন৷ দেশে রোগ শনাক্তের সংখ্যা অনুযায়ী সুস্থ হওয়ার হার ১৮ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ৷

বরাবরের মত ঢাকা মহানগরীতে রোগ শনাক্ত এবং মৃত্যুর হার দুইই বেশি৷

এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ