1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোঝদ টিভি চ্য়ানেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা রাশিয়ার

২৬ জুলাই ২০২৩

চ্যানেলটিতে কাজ করলে অথবা কেউ সাহায্য করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার বিতর্কিত টিভি চ্যানেল
ছবি: Imago Images

দোঝদ টেলিভিশন চ্যানেলটিকে আগেই কালো তালিকাভুক্ত করেছিল রাশিয়ার প্রশাসন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চ্যানেলটি রাশিয়া থেকে দপ্তর গুটিয়ে প্রতিবেশী দেশ লাটভিয়াতে গিয়ে কাজ করতে শুরু করে। পরে নেদারল্যান্ডসে দপ্তর খোলে তারা।

মঙ্গলবার এই চ্যানেলটিকে অপ্রয়োজনীয় এবং অনর্থক বলে জানিয়েছে রাশিয়ার আদালত। জানানো হয়েছে, এই চ্যানেলটিকে কেউ অর্থ সাহায্য করলে অথবা চ্যানেলটিতে কোনো রাশিয়ার নাগরিক কাজ করলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

রাশিয়ার গ্লাইড বোমা কী?

02:12

This browser does not support the video element.

অভিযোগ, চ্যানেলটি রাশিয়া বিরোধী প্রোপাগান্ডা করছে। শুধু তাই নয়, চ্যানেলটি অন্যায় এবং অবাস্তব খবর প্রকাশ করছে বলেও রাশিয়ার প্রশাসন দাবি করেছে। বস্তুত, এর বেশ কিছু বছর আগে চ্যানেলটিকে কার্যত তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল রাশিয়ায়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চ্যানেলটি রাশিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

চ্যানেলের তরফে জানানো হয়েছে, রাশিয়ার প্রশাসন যাই বলুক, এখনো তাদের চ্যানেল ১৩ মিলিয়ন রাশিয়ার দর্শক দেখে। কিন্তু এবার তারা রাশিয়ার দর্শকদের কাছে অনুরোধ করেছে, তারা যেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন। করলে, দর্শকদেরই বিপদে পড়তে হবে বলে তারা জানিয়েছেন। যাদের এরমধ্যেই সারা বছরের সাবক্রিপশন করা আছে, তাদের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০১৪ সালে দোঝদ টেলিভিশনকে প্রথম কালো তালিকাভুক্ত করা হয়। তাদের ব্রডকাস্টের অধিকার বাতিল করা হয়। ২০২১ সালে এই সংস্থাটিকে ফরেন এজেন্ট বলে দাগিয়ে দেওয়া হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও চ্যানেলটি কখনো বন্ধ হতে দেননি কর্তৃপক্ষ। ২০২২ সালে চ্যানেলটির আউটপুট ব্লক করে দেয়া হয়। তারপরেই সংস্থাটি লাটভিয়ায় চলে যায়।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ