1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোটানায় ভারত-ইরান সম্পর্কের গতিপ্রকৃতি

১ জুন ২০১২

দুদিনের নতুন দিল্লি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি ভারতের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে৷ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জ্বালানি শক্তি৷

ছবি: AP

পরমাণু ইস্যুতে ইরানের ওপর একদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা, অপর দিকে অন্যান্য ইস্যুতে পশ্চিমা দেশগুলির একতরফা চাপ – এই রকম পরিস্থিতিতে ভারতের এখন ‘শ্যাম রাখি না কুল রাখি' অবস্থা৷ ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে দোটানায় রয়েছে ভারত৷

শুক্রবার প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে সাক্ষাৎকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি আগামী অগাস্টে তেহেরানে নির্জোট দেশগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের আমন্ত্রণপত্র তাঁকে দেন৷ ভারতের অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তিনি৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি এবং পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার মধ্যে প্রতিনিধি স্তরে আলোচনা হয় বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে৷ তবে আলোচনার শীর্ষে ছিল জ্বালানি শক্তি৷ কৃষ্ণা স্বীকার করেন, পশ্চিমা বিশ্বের সর্বশেষ নিষেধাজ্ঞা বলবৎ হলে তেলের বাজারে সঙ্কট বাড়বে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতীয় তেল কোম্পানিগুলিকে পরিবর্তিত বাজারে তেল আমদানির জন্য বেছে নিতে হবে নিজেদের পথ৷ তবে বিশ্বায়নের যুগে ভারতের বৈধ বাণিজ্যে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে দেয়া হবেনা, বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷

ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ভারতকে আমদানির বিভিন্ন উৎস সন্ধান করতে হয়৷ সেই প্রেক্ষিতে ইরান ভারতের এক নির্ভরযোগ্য সঙ্গী দেশ এবং ভারতের জন্য মধ্য এশিয়ার তোরণদ্বার৷ একই সুরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি শক্তি চাহিদা পূরণে ইরান বিশ্বস্ত দেশ ভারতের৷

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি ডয়চে ভেলেকে বললেন, ভারতের জ্বালানি শক্তির চাহিদা পূরণে এই মুহূর্তে ইরানকে বাদ দিয়ে ভাবা অসম্ভব৷ শুধু এনার্জি কেন, স্ট্র্যাটিজিক, ভূ-রাজনৈতিক অবস্থান, ঐতিহাসিক সম্পর্ক, কোনদিক থেকেই ইরানকে বাদ দেয়া সম্ভব নয় ভারতের পক্ষে৷ মার্কিন চাপ থাকলেও চীনকে আটকাতে ভারতকে সরাসরি বাদ দিতে পারবেনা যুক্তরাষ্ট্র৷ এক স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে ভারত উঠে আসছে যুক্তরাষ্ট্র এবং ইইউ-এর কাছে৷ সেই জায়গা থেকে ইরানের সঙ্গে একটা স্থিতাবস্থা বজায় রাখতে চাইবে ভারত৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় দিল্লিতে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি কূটনীতিকের পত্নির ওপর বোমা হামলার পেছনে ইরানের সন্ত্রাসীদের হাত আছে – এই অভিযোগ নিয়ে তদন্ত করতে ভারতীয় তদন্তকারী দলকে ইরানে যাবার অনুমতি দেবার অনুরোধ জানান কৃষ্ণা৷ ইরান তা বিবেচনা করার আশ্বাস দিয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ