1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন সংকট

২৮ মে ২০১৪

রুশপন্থিদের সরিয়ে দোনেৎস্ক বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছে ইউক্রেন সরকার৷ ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান চলবে৷

Ukraine-Krise Kämpfe in Donetsk 27.05.204
ছবি: DW/F. Warwick

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ দোনেৎস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করে বলেন, ‘‘শত্রুদের বিপুল ক্ষতি হয়েছে৷ আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি৷’’ তবে দোনেৎস্কে ইউক্রেনের সেনা অভিযান সফল হলেও আশপাশের বেশ কিছু শহর এখনো রুশপন্থিদের নিয়ন্ত্রণে৷

ইউক্রেনের নব নির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, দেশের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে সেনা অভিযান চলবে৷ এ সময় তিনি আরো জানান, ইউক্রেন সংকট নিরসনের জন্য তাঁর সরকার রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি৷ব্রাসেলসের সম্মেলনে ইইউ’ও ইউক্রেন পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে৷

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য ইউক্রেন সরকারের প্রতি সেনা অভিযান বন্ধ করে রুশপন্থিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান৷ এ মুহূর্তে ইউক্রেনের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় রাশিয়া৷ পেট্রো পোরোশেঙ্কো ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘‘বিষয়টি আমাদের বিবেচনায় নেই৷’’

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ