প্রশ্নটা দেওয়ান সুমনের৷ তবে তিনি মনে করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ যে অসামাজিক হয়ে উঠছে, তার জন্য আসলে দায়ী ব্যবহারকারীরা নিজেরাই৷ এর জন্য মাধ্যমগুলো দায়ী নয়৷
বিজ্ঞাপন
সামহয়্যার ইন ব্লগে লেখা একটি পোস্টে তিনি বলেন, ‘‘...প্রত্যক ক্রিয়ার যেমন প্রতিক্রিয়া আছে, ভালোর বিপরীতে যেমন খারাপ আছে, ঠিক তেমনি সামাজিক যোগাযাগের মাধ্যমেরও নেগেটিভ দিক রয়েছে৷ ফেসবুক আসক্তির কারণে আমরা নিজেদের গা বাঁচিয়ে বলে থাকি সামাজিক যোগাযাগ মাধ্যম অসামাজিক করে তুলছে৷ অথচ আমরা একটু সচেতন হলেই সামাজিক যোগাযাগ মাধ্যমের ইতিবাচক সুফল ভোগ করতে পারি৷''
একটি উদাহরণ তিনি বলেন, ‘‘...আপনার কাছে অঢেল টাকা রয়েছে আর এই টাকার যদি সঠিক ব্যবহার না করেন তাহলে অচিরেই আপনি ধ্বংস হয়ে যাবেন৷ সেজন্য আমরা যদি ধ্বংসের কারণ হিসেবে টাকার উপর দায়বার চাপিয়ে দেই তাহলে সেটা কতখানি নির্বুব্ধিতার পরিচয় তা আর বলার অপক্ষা রাখে না৷ ঠিক একইভাবে আমরা যদি ফেসবুক আসক্ত হয়ে নিজেদের অসামাজিক করে তুলি আর সামাজিক যোগাযাগ মাধ্যমকে দায়ী করি তাহলে সেটাও নির্বুব্ধিতার পরিচয় বৈকি৷''
সামাজিক যোগাযোগের মাধ্যমে বছরের সেরা দশ
বিদায়ী বছরের সেরা খবর কোনগুলো? প্রশ্নটি রাখা হয়েছিল ডয়চে ভেলের সোশ্যাল মিডিয়ার অনুসারীদের কাছে৷ তাঁদের বিবেচনায় সেরা হওয়া দশটি খবর নিয়েই আজকের ছবিঘর৷
বাংলাদেশে রানা প্লাজা ধস
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১,১৩৪ জন পোশাক শিল্প শ্রমিক মারা যান৷ মর্মান্তিক এ ঘটনা সারা বিশ্বেই তোলপাড় তোলে৷ পোশাক শিল্পে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ঘটনাকে তাই বছরের সেরা দশ খবরে রেখেছেন অনেকেই৷
ছবি: Imago/Xinhua
দিল্লি ধর্ষণকাণ্ড, প্রশ্নবিদ্ধ নারী নিরাপত্তা
২০১৩ সালের অধিকাংশ সময়ই ভারত খবরে এসেছে অনভিপ্রেত কিছু ঘটনার জন্য৷ শুরু হয়েছিল এক তরুণীর গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার ঘটনা দিয়ে৷ ২০১২ সালের ডিসেম্বরের এ ঘটনার রেশ নিয়েই শুরু হয়েছিল নতুন বছর৷ দোষীদের কঠোর শাস্তি এবং নারীর নিরাপত্তার নিশ্চয়তার দাবি নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে দিল্লিসহ ভারতের অনেক অঞ্চলের মানুষ৷ ভারতের রাজধানীতেই নারীদের এমন নিরাপত্তাহীনতা সারা বিশ্বকেই বিস্মিত করে৷
ছবি: Reuters
মালালা ইউসুফজাই
পাকিস্তানে নারী শিক্ষা বিস্তারে সাহসী ভূমিকা রাখায় গতবছর তালেবান তাকে মেরে ফেলতে চেয়েছিল৷ তালেবান হামলার কারণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মালালা ইউসুফজাই-এর জন্য বছরের দ্বিতীয় অংশটা কেটেছে দারুণ৷ পাকিস্তানের এই ষোড়শী ব্রিটেনে সেরে ওঠার পর থেকে ভীষণ ব্যস্ত৷ ইউরোপীয় পার্লামেন্টে গিয়ে নিজের হাতে নিয়েছেন ‘সাখারভ প্রাইজ ফর ফ্রিডম’৷ নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন৷
ছবি: Reuters
টিউনিশিয়ায় দ্বিতীয় বিপ্লব
‘আরব বসন্ত’ শুরু হয়েছিল যে দেশে সেই টিউনিশিয়ায় বসন্ত খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি৷ গণতান্ত্রিক নির্বাচনের দু বছরের মধ্যেই দেশে আবার শুরু হয় গণবিক্ষোভ৷ সরকার এবং বিরোধী দল যখন আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ব্যস্ত তখনও রাস্তায় ছিল হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ৷ টিউনিশিয়ার এই দ্বিতীয় বিপ্লবও সবাইকে বিস্মিত করেছে৷
ছবি: Reuters
অবশেষে ইরানের সঙ্গে বোঝাপড়া
এ বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের একটি বোঝাপড়া হয়েছে৷ এর ফলে ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করবে বলে আশা করা হচ্ছে৷ ইরান তা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশটির বৈরিতা কমবে এবং বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসে এ বোঝাপড়া বড় ভূমিকা রাখবে বলেও ধারণা করা হচ্ছে৷ ইসরায়েলসহ কিছু দেশ অবশ্য এ বিষয়ে সন্দিহান৷
ছবি: Reuters
মুরসির বিদায়
এ বছর মিশরও দেখেছে বড় পরিবর্তন৷ আরব বসন্তের পর দেশের ইতিহাসের প্রথম নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন মোহামেদ মুরসি৷ কিন্তু গণ আন্দোলনের মুখে গত জুলাইয়ে সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে বন্দি করে রাখে৷ তারপর থেকে মুরসির দল মুসলিম ব্রাদারহুড প্রতিবাদ, বিক্ষোভ চালিয়ে যাচ্ছে৷ কয়েকদিন আগে মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে মিশরের বর্তমান সরকার৷
ছবি: Tarek Wajeh/AFP/Getty Images
ঘূর্ণিঝড় হাইয়ান
নভেম্বরে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপাইনে ৫ হাজারেরও বেশি মানুষ মারা যান, গৃহহারা হন অসংখ্য মানুষ৷ ঘণ্টায় তিনশ কিলোমিটার বেগে ছুটে আসা এই ঝড়ের আঘাত সামলে উঠতে এখনো লড়ছে দেশটি৷
ছবি: picture-alliance/dpa
সিরিয়াকে নিয়ে বিশ্বযুদ্ধের আশঙ্কা
রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষ হত্যার অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্র দেশগুলো৷ রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে না দাঁড়ালে হয়তো তৃতীয় বিশ্বযু্দ্ধটা হয়েই যেতো৷
ছবি: picture-alliance/AP Photo
স্নোডেনের আগমন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর ইন্টারনেট ও ফোনে আড়িপাতার বিষয়টি ফাঁস করে কাঁপিয়ে দেন এওয়ার্ড স্নোডেন৷ অনেক নাটকীয়তার পর রাশিয়ায় আশ্রয় পাওয়া স্নোডেনকে এ বছর জার্মানির ‘হুইসেলব্লোয়ার’ পু্রস্কার দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa
ম্যান্ডেলার চিরবিদায়
চিরবিদায় নিয়েছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা৷ গত ৫ ডিসেম্বর ৯৫ বয়সে মারা যান দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী এই সাবেক প্রেসিডেন্ট৷ মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক ম্যান্ডেলাকে পৃথিবীর প্রতিটি মানবতাবাদী মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে৷
10 ছবি1 | 10
তবে দেওয়ান সুমনের মতো বিষয়টা একইভাবে ভাবছেন না মোহাম্মদ জমির হায়দার বাবলা৷ একই ব্লগে তিনি লিখেছেন, ‘‘... আমরা যতই যান্ত্রিক জীবনযাপন করছি ততই আমাদের প্রিয় বন্ধনগুলো আস্তে আস্তে গৌন হয়ে উঠছে৷ আমরা অনেকে কর্মক্ষেত্রে থাকি কম্পিউটারের সাথে৷ বাসায় অবসরে থাকলে আমাদের পাশে থাকা প্রিয়জনদের সময় দেয়া তো দূরের কথা, আন্তরিকতার সাথে দুয়েকটা কথা পর্যন্ত বলি না৷ কারণ বাসার অবসরে আমাদের হাতে থাকে রিমোট, যা দিয়ে আমরা স্যাটেলাইট চ্যানেল পরিবর্তনে ব্যস্ত থাকি৷ আর এক সময় স্যাটেলাইট চ্যানেলগুলো চরম বিরক্ত লাগলে কম্পিউটার নিয়ে বসি৷ এরপর শুরু হয় ঘণ্টার পর ঘণ্টা অপ্রয়োজনীয় টুইটারিং, ফেসবুকিং বা উদ্দেশ্যবিহীন নেট সার্ফিং৷...আমরা অনেকে শিক্ষামূলক সাইটের তুলনায় পর্নো সাইটগুলোতে বেশি ভিজিট করি৷ এতে আমাদের অনেকের চরিত্র যেমন চুলোয় যাচ্ছে তেমনি নৈতিকতা তলানিতে গিয়ে ঠেকছে৷ অনেকে সামাজিক সাইটে অসামাজিক সর্ম্পক গড়ে তোলে সর্গীয় সংসারকে নরকে পরিণত করছি৷''
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সুস্থ ব্লগিং প্রয়োজন বলে মনে করেন বাবলা৷ তিনি বলেন, ‘‘সুস্থ ব্লগ-এ একজন ব্লগার যতক্ষণ থাকেন ততক্ষণই তিনি হয় পাঠক, না হয় লেখক৷ অর্থাৎ পুরো সময়টাই তিনি পড়ে বা লিখে কাটান৷ একজন ব্লগার যখন সাইন-আউট করেন তখন তিনি একটি নতুন অনুভূতি নিয়ে উঠেন, যা মনকে যেমন সতেজ করে তেমনি দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করে তোলে৷ এভাবে একজন সুস্থ ব্লগের ব্লগারের মধ্যে সৃষ্টি হয় মনুষ্যত্ববোধ, সহানুভূতি, পরমত সহমর্মিতা, আবেগ কিংবা শ্রদ্ধাবোধের মতো অমূল্য সব মানবিক গুণাবলী৷''