1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোহায় জলবায়ু সম্মেলন শেষ হচ্ছে শুক্রবার

জেসি উইঙ্গার্ড/জেডএইচ ৬ ডিসেম্বর ২০১২

কাতারের দোহায় জাতিসংঘের উদ্যোগে চলছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন৷ শেষ হবে শুক্রবার৷ এখন চলছে মন্ত্রী পর্যায়ের আলোচনা৷ কিয়োটো প্রটোকল বিষয়ে এবার একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা, তা নিয়ে চলছে আলোচনা৷

ছবি: REUTERS

বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞ সালিমুল হক৷ এছাড়া তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যে বিশেষ প্যানেল রয়েছে, তার একজন সদস্য৷ লন্ডনের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট'-এর ঊর্ধ্বতন ফেলো'ও তিনি৷

ডিডাব্লিউকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সালিমুল হক বলেন, তাঁর আশা দোহায় কিয়োটো প্রটোকল নিয়ে একটা সিদ্ধান্ত হবে৷ তিনি বলেন, কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্যায় শুরু করতে রাজি ইউরোপীয় ইউনিয়ন৷ এর বাইরে আর দু-একটি বড় দেশ যদি এর পক্ষে অবস্থান নেয় তাহলেই চলবে, বলে মন্তব্য সালিমুল হকের৷

তিনি বলেন, ‘‘আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা চলে অনেক দিন ধরে৷ এটা একটা চলমান প্রক্রিয়া৷ অন্যদিকে, বিভিন্ন দেশের সরকার চলে সময়ের কাঁটা ধরে৷ তাঁরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে৷ তাই বর্তমান সমস্যা নিয়েই তাঁরা বেশি মাথা ঘামান৷ ভবিষ্যত নিয়ে তাঁরা অতটা চিন্তা করতে চান না৷ তাঁরা মনে করেন, ভবিষ্যতের সমস্যা ভবিষ্যতের সরকারগুলোই সমাধান করবে৷ কিন্তু এটা তাঁরা ভাবতে চান না যে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে তাঁদের সন্তানরাই কি ধরণের সমস্যায় পড়তে যাচ্ছে৷''

সালিমুল হকছবি: S. Huq

সালিমুল হক বলেন, এসব কারণে ধনী দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু তহবিল দেয়ার অঙ্গীকার করলেও সেটা ঠিকমতো পালন করছে না৷ যেমন ৫৬০টি প্রকল্পের জন্য তিন বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করলেও এখন পর্যন্ত ছাড় হয়েছে মাত্র ৫০০ মিলিয়ন ডলার৷

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ এবং সে দেশের মানুষ এই পরিবর্তন মোকাবিলার পন্থা জানে৷ আর তাই তো সম্প্রতি বাংলাদেশকে এ বিষয়ের ‘ল্যাবরেটরি অফ ইনোভেশন' বলে চিহ্নিত করা হয়েছে৷ সালিমুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত প্রযুক্তি ব্যবহার ও বড় ঘরবাড়ি তৈরির চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ হিসেবে দুর্যোগের সময় একে অপরকে সহায়তা করা এবং দুর্যোগ মোকাবিলার শক্তি অর্জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ