আফগানিস্তান ছাড়ার পর এই প্রথম দোহায় তালেবান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। স্থলপথে আরো চার অ্যামেরিকানকে উদ্ধারের কথা জানালেন।
বিজ্ঞাপন
অগাস্টেই কাবুল বিমানবন্দর ফাঁকা করে আফগানিস্তান ছেড়েছে অ্যামেরিকা। কিন্তু আফগানিস্তান থেকে সমস্ত মার্কিনকে এখনো উদ্ধার করা যায়নি। সোমবার স্থলপথে চার অ্যামেরিকানকে উদ্ধার করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। আফগানিস্তান থেকে তাদের কাতারে নিয়ে আসা হয়েছে। তালেবানের সঙ্গে আলোচনা করেই এ কাজ করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। এদিকে সোমবারই কাতারে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দোহায় কাতারের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তিনি।
দোহার আলোচনা
তালেবানএখনো নতুন সরকার সম্পূর্ণভাবে গড়ে তুলতে পারেনি। তবে সরকার গঠন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করা হবে। প্রতিবেশি দেশগুলি কী ভাবছে, এ নিয়ে কাতারের আমিরের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে। আফগানিস্তানে কীভাবে সাহায্য পাঠানো যেতে পারে, তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কী হতে পারে, এই বিষয়গুলিও আলোচনায় এসেছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
চলছে আফগানদের আফগানিস্তান ত্যাগ
প্রায় পুরো আফগানিস্তানই এখন তালেবানের দখলে৷ ফলে সারা দেশে আর যুদ্ধ পরিস্থিতি নেই৷ তারপরও প্রতিবেশী দেশে আশ্রয় নিতে সীমান্তের দিকে ছুটছে হাজার হাজার আফগান৷ দেখুন ছবিঘরে...
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
সপরিবারে ‘বন্ধুত্ব ফটকে’
তালেবান শাসন থেকে নিজেদের দূরে রাখতে তল্পিতল্পা নিয়ে পাকিস্তান সীমান্তের ‘ফ্রেন্ডশিপ গেটে’ চলে এসেছে একটি আফগান পরিবার৷ চমন শহর লাগোয়া এই গেট পার হলেই পাকিস্তানে প্রবেশ করবেন তারা৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
তালেবানের পাহারা
গত ২ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে পাকিস্তানের তোর্কহাম শহর সংলগ্ন সীমান্তে নিয়ে যায় তালেবান৷ সীমান্তে তখন এভাবেই অস্ত্র হাতে পাহারা দিচ্ছিলেন এক তালেবান যোদ্ধা৷
ছবি: Gibran Peshimam/REUTERS
দেশ ছাড়তে মরিয়া
যানবাহনের অভাবে অনেক মানুষ হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সীমান্তে পৌঁছাচ্ছেন৷ ছবির এই কয়েকজন সেই তুলনায় ভাগ্যবান৷ তাই একটা ভ্যানের ছাদে উঠে ঝুঁকিপূর্ণ যাত্রাতেও খুশি তারা৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
যাচাই-বাছাই
ফ্রেন্ডশিপ গেটের দৃশ্য৷ আফগানিস্তান থেকে আসা এক ব্যক্তির সব কাগজপত্র পরীক্ষা করছেন এক পাকিস্তানি সেনা৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
চিকিৎসার জন্য
আফগানদের পাকিস্তানে প্রবেশ অবশ্য নতুন কিছু নয়৷ অনেক আফগান চিকিৎসার জন্যও পাকিস্তানে যান৷ ছবির এই মেয়েটিও ফ্রেন্ডশিপ গেট দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হবার আশায়৷
ছবি: Gibran Peshimam/REUTERS
ইরান সীমান্তে...
অনেক আফগান আবার প্রতিবেশী দেশ ইরানেও যাচ্ছেন৷ ছবির এই নারী ইরানের রাজাভি খোরাসান প্রদেশের কাছের সীমান্তে পৌঁছে ক্লান্ত হয়ে রাস্তার মাঝেই বসে পড়েছেন৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
তালেবান পাহারায় পাকিস্তানে প্রবেশ?
তোর্কহাম শহর সংলগ্ন সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের অপেক্ষায় এক দল আফগান৷ সশস্ত্র এক তালেবান যোদ্ধাকেও দেখা যাচ্ছে ছবিতে৷
ছবি: Gibran Peshimam/REUTERS
শরণার্থীর জীবন শুরুর প্রস্তুতি
একটি পরিবার আফগানিস্তান থেকে পাকিস্তানের চমন শহরে এসে পৌঁছেছে৷ আপাতত নিশ্চিন্ত তারা৷ তাই চলছে তাঁবু বানিয়ে বসবাস শুরুর প্রস্তুতি৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
ইরান সীমান্তে পরিচয় পরীক্ষা
ইরানের রাজাভি খোরাসান প্রদেশের দোওকারুন শহর সংলগ্ন সীমান্তে আসা আফগানদের পাসপোর্ট পরীক্ষা করে দেখছেন এক ইরানি কর্মকর্তা৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
অস্থায়ী শরণার্থী শিবির
পাকিস্তানের চমন শহরের নানা জায়গায় গড়ে উঠছে আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের ছোট ছোট শিবির৷ ওপরের ছবিতে তারই একটি৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
সপরিবারে ইরানে
রাজাভি খোরাসান প্রদেশের দোওকারুন সংলগ্ন সীমান্তে এসে ইরানে প্রবেশের অপেক্ষায় একটি আফগান পরিবার৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
11 ছবি1 | 11
বস্তুত, এখনো আফগানিস্তানে শতাধিক অ্যামেরিকান আটকে আছেন। বিমানে তাদের উদ্ধার করা যায়নি। আটকে আছেন মার্কিন বাহিনী, এবং মার্কিন সংস্থায় কাজ করা বহু আফগান। যারা দেশ ছাড়তে চান। কীভাবে এদের সকলকে উদ্ধার করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। কথা হয়েছে নতুন করে কাবুল বিমানবন্দরকে সচল করার বিষয়ে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই বিষয়গুলি নিয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে।
তালেবান আফগানিস্তান দখলের পরে দূতাবাস থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর অ্যামেরিকা কাতারে নিয়ে এসেছে। কর্মীরাও সেখানে আছেন। এর জন্য কাতারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ব্লিংকেন।
উদ্ধারকাজ অব্যাহত
অ্যামেরিকা কাবুল বিমানবন্দর ছাড়ার পরে সরকারিভাবে সোমবারই প্রথম চার মার্কিনিকে উদ্ধার করার কথা জানানো হয়েছে। এদের সকলকেই স্থলপথে কাতারে নিয়ে যাওয়া হয়েছে। আটকে থাকা বাকি নাগরিকদেরও একইভাবে উদ্ধার করা হতে পারে বলে মার্কিন প্রশাসন সূত্র জানিয়েছে। এই উদ্ধারকাজ তালেবানকে জানিয়েই করা হচ্ছে বলে মার্কিন প্রশাসনের দাবি। তালেবান মুখপাত্র অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।