মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ খান৷ ক্রিকেটার শচিন তেন্ডুলকরের পাশে বসেছিলেন তিনি৷ তারপর একসময় শাহরুখকে দেখা যায়, তিনি দোয়া করছেন৷ তারপরই মাস্ক নামিয়ে ঠোঁটটা ছুঁচলো করে তিনি মুখ থেকে হাওয়া ছাড়েন৷ এই ভিডিও পোস্ট করে বিজেপি নেতা অরুণ যাদব প্রশ্ন তোলেন, শাহরুখ কি থুতু ছেটাচ্ছিলেন?
তারপরই শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে পোস্টের বন্যা৷ বেশ কিছু পোস্ট শাহরুখের পক্ষে থাকলেও কিছু পোস্টে বলিউড সুপারস্টারকে প্রবল সমালোচনা করা হয়৷ থুতুর অভিযোগ নিয়ে হইচই পড়ে যায়৷
শাহরুখের প্রার্থনা
সামাজিক মাধ্যমে যারা শাহরুখের পক্ষে কথা বলেছেন, তাদের বক্তব্য, শাহরুখ আসলে ধর্মীয় রীতি মেনে প্রথমে লতা মঙ্গেশকরের জন্য দোয়া বা প্রার্থনা করেন৷ তারপর ফু দেন অশুভ শক্তিকে তাড়িয়ে দেয়ার জন্য৷ থুতু ফেলার অভিযোগ তাই কোনোভাবেই ধোপে টেকে না৷
টাইমস অফ ইন্ডিয়া ফ্যাক্ট চেক করে জানিয়েছে, শাহরুখ খান ইসলামের রীতি অনুয়ায়ী দোয়া করেছিলেন৷ তিনি লতা মঙ্গেশকরের মরদেহে ফুলের মালা দেন৷ লতার পা ছুঁয়ে প্রণাম করেন৷ তারপর দুয়া করেন৷ শাহরুখ খানের সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা দাদলানি৷ শাহরুখ যখন দোয়া করছিলেন, তখন পূজাও হাতজোড় করে প্রার্থনা করছিলেন। আর শাহরুখ ফু দিয়েছিলেন প্রার্থনার রীতি মেনে৷
তারকাদের সমালোচনা
শাহরুখের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা৷ উর্মিলা মাতঙ্গকর বলেছেন, ‘‘পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, মানসিকতা এতটাই নীচে নেমেছে যে, প্রার্থনাকে তারা থুতু ফেলা ভাবছে৷ রাজনীতি এতটাই নীচে নেমেছে যে, যিনি দেশের জন্য এত সম্মান নিয়ে এসেছেন, তাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে৷’’
শাহরুখ ও পূজার ছবি শেয়ার করে অভিনেত্রী খুশবু লিখেছেন, ‘‘মেরা দেশ, মেরা ভারত, মেরি শান, মেরি জান৷’’ আসলে যে ছবি ভারতের সৌভ্রাতৃত্বের বিজ্ঞাপন হয়ে থাকার কথা ছিল, তা নিয়েই এই ধরনের বিতর্ক দেখা দিয়েছে৷
শাহরুখের বিরুদ্ধে ট্রোলের জবাব দিতে অনেক মানুষ সামনে এসেছেন। তারা প্রশ্ন তুলেছেন, এমন পবিত্র, সুন্দর প্রার্থনাকেও এমনভবে দেখা যায়, দেখা উচিত?
কেন এই বিতর্ক?
সুরকার জয় সরকার ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘না দেখার একটা চোখ তৈরি করেছি, না শোনার একটা কান তৈরি করেছি। আমি এই বিষয়গুলি নিয়ে কথাও বলি না৷ আমার অবস্থা হয়েছে সেই তিন বাঁদরের মতো, যারা দেখে না, শোনে না, বলে না৷’’
মনোসমাজবিদ মোহিত রণদীপের মতে, ‘‘এই রকম বিতর্ক যখন শুরু হয়, তখন বোঝা যায়, সমাজের অজ্ঞতা কোন জায়গায় গিয়েছে৷’’ ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ‘‘যারা এই ধরনের কথা বলেন, তাদের প্যারানয়েড বলে। যাদের ভোট দিয়ে আনা হয়েছে, তাদের উচিত এর প্রতিবাদ করা, এই ধরনের মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। বাস্তবে তা হচ্ছে না৷’’
নামপ্রকাশে অনিচ্ছুক মহারাষ্ট্রের এক সাংবাদিক ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘বাকি সব তারকাকে ক্ষমতাসীন দল হয় নিজেদের দিকে নিয়ে আসতে পেরেছে বা তাদের বিরুদ্ধাচরণ বন্ধ করতে পেরেছে৷ ব্যতিক্রম শাহরুখ খানের মতো গুটিকয়েক তারকা। সম্ভবত এজন্যই তাকে এমনভাবে আক্রমণ করা হচ্ছে৷’’
জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া)
২০১৯ সালের ছবিঘরটি দেখুন...
শাহরুখ খানের জনপ্রিয়তা ছাপিয়ে গেছে বিশ্বের তাবৎ অভিনেতাকে৷ বলিউডের ‘বাদশা’ শাহরুখকে চিনুন এই ছবিঘরে...
ছবি: Getty Images/AFP/N.Seelamদিল্লিতে জন্মগ্রহণ করা শাহরুখের স্বাধীনতা সংগ্রামী বাবা সেনাবাহিনীতে যোগ দেওয়ায় সন্তানদের সময় দিতে পারতেন না৷ তাই দাদা-দাদীর কাছেই বড় হন তিনি৷ চিরকালের ভালো ছাত্র শাহরুখ পড়াশোনার পাশাপাশি ফুটবল ও হকি খেলতেন৷ অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভের পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শেষ করেন৷ তখন থেকেই বাড়তে থাকে অভিনয়ের প্রতি তার ঝোঁক৷ তাই চলে যান মুম্বাই৷
ছবি: picture alliance/dpa/Mum-Mitesh Bhuvad১৯৮৮ সালে প্রথম টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান শাহরুখ৷ তার অভিনীত প্রথম সিরিয়াল ‘দিল দরিয়া’ মুক্তি না পেলেও পরে ‘ফৌজি’ ও ‘সার্কাস’ সিরিয়ালে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে৷ ১৯৯১ সালে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন শাহরুখ৷ তবে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে রূপালি পর্দায় তার আত্মপ্রকাশ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে৷
ছবি: Getty Images/AFP/S. Vermaসেই সময়ে প্রচলিত নায়কের চরিত্রের ধারার একদম বিপরীতে গিয়ে ভিন্নধারার চরিত্র বাছতে শুরু করেন শাহরুখ৷ ‘ডর’, ‘আঞ্জাম’ বা ‘বাজিগর’ ছবিতে ‘নেতিবাচক’ বা খল চরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়োয়৷ বেশ কয়েকটি পুরষ্কারও পান৷ কিন্তু ১৯৯৪ সালে ‘কভি হা কভি না’ ছবির রোম্যান্টিক হিরো চরিত্রের অভিনয়ে নিয়মিত হয়ে যান৷
ছবি: picture alliance/dpa/AP Images/J. Ryan১৯৯৫ থেকে ২০০৩ সাল ছিল শাহরুখের প্রেমিক চরিত্রে অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার সময়৷ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘পরদেস’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’ ইত্যাদি ছবিতে তার অভিনয় দর্শকদের মন জিতে নেয়৷ একই সময়ে মনিরত্নম ও কমল হাসানের মতো অন্য ধারার পরিচালকের সাথেও কাজ করেছেন তিনি, যা তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করে৷
ছবি: Imago/Xinhuaশারীরিক অসুস্থতার কারনে ২০০২ থেকে ২০০৩- এই দু’বছর তেমন ভালো কাটেনি৷ হাতে খুব বেশি কাজও ছিল না৷ কিন্তু তার জনপ্রিয়তা তাতে কমেনি৷ ২০০৪ সালে ‘ম্যায় হু না’ ছবির ব্যাপক সাফল্যই তা প্রমাণ করে দিয়েছিল৷ ওই সময়েই সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ গড়ে চলচ্চিত্র প্রযোজক হিসাবে কাজ শুরু করেন৷ তখন ‘পহেলি’ বা ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করে নিজের অভিনয়ের ব্যাপ্তিও বাড়িয়ে নেন শাহরুখ৷
ছবি: picture-alliance/dpa/M. Balkটেলিভিশনে সঞ্চালকের ভূমিকাতেও দেখা গেছে তাকে৷ ‘কৌন বনেগা করোরপতি’ ও ‘ইন্ডিয়া নই সোচ’-এর শাহরুখকেও ভোলার নয়৷ এছাড়া প্লেব্যাকও করেছেন ‘জোশ’ ছবিতে৷ বন্ধু ও অভিনেত্রী জুহি চাওলার সাথে মিলে আইপিএল-এর একটি দল ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছেন৷ এছাড়া বহু সমাজসেবামূলক সংস্থার হয়েও কাজ করেছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/D. Photo২০১৪ সালের পর থেকে আস্তে আস্তে শাহরুখের ক্যারিয়ারে কিছুটা খরা দেখা যেতে থাকে৷ ‘জিরো’, ‘দিলওয়ালে’ বা ‘জব হ্যারি মেট সেজাল’ সেভাবে সাফল্য পায়নি৷ কিন্তু ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ বদলে দেয় এই ধারা৷ ২০১৮ সালে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে এক মনোরোগ বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় অভিনেতা শাহরুখকে দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরে৷
ছবি: Getty Images/AFP/N.Seelamবড়পর্দার ক্যারিয়ারে ওঠানামা, ছোটপর্দায় সাফল্য থেকে রাজনৈতিক বিতর্ক- সবকিছুই আছে শাহরুখের ত্রিশ বছর পেরিয়ে যাওয়া কর্মজীবনে৷ পেয়েছেন পদ্মশ্রী, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ছাড়াও দেশ-বিদেশের বহু সাম্মানিক উপাধি৷ পাশাপাশি পেয়েছেন তুমুল জনপ্রিয়তা৷ প্রতিদিন তাকে এক ঝলক দেখতে তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে জড়ো হয় অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/Rapid Eye Movies