1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক নারী দিবস

৮ মার্চ ২০১৩

শুক্রবার সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস৷ জাতিসংঘ এবারের দিবসের মূল থিম হিসেবে নারীর প্রতি সহিংসতা দমনকে বেছে নিয়েছে৷

ছবি: AP

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা নাভি পিল্লাই বলেছেন নারীর প্রতি সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেয়া বক্তব্যে পিল্লাই সহিংসতা দমনে ভারতে কঠোর আইন করার যে উদ্যোগ নেয়া হয়েছে তার প্রশংসা করেছেন৷

ভারতের দিল্লিতে গত ডিসেম্বরে বাসে তরুণী গণধর্ষণের ঘটনার পর ধর্ষণবিরোধী একটি কড়া আইন প্রণয়ন করা হচ্ছে৷ যদিও খুঁটিনাটি বিষয় নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে মতভেদ দেখা দেয়ায় এখনো আইনটি পাস হয়নি৷

এদিকে, দিল্লিতে এখন প্রতিদিন গড়ে চার জন করে ধর্ষিত হচ্ছেন বলে সরকারের কাছে হিসেব রয়েছে৷ গত বছরের চেয়ে যেটা দ্বিগুণ৷ অর্থাৎ দিল্লির ঘটনার পর সারা দেশে ধর্ষণবিরোধী আন্দোলন হলেও ধর্ষণের ঘটনাতো কমেইনি, বরং বেড়েছে৷

এসব কারণে ভারতের রাজনৈতিক নেতারাও লজ্জিত৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় লজ্জায় আমাদের মাথা নত হয়ে আসে৷

সহিংসতার পর এবার নারী উন্নয়নের খবরে আসা যাক৷ লন্ডন ভিত্তিক একটি সংস্থার গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ২৪ শতাংশ নারী কর্মক্ষেত্রে উচ্চ পর্যায়ে রয়েছেন৷ গত বছর যেটা ছিল ২১ শতাংশ৷ আর তার আগের বছর ২০ শতাংশ৷

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্যান্য মহাদেশের তুলনায় এশিয়ার নারীরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে৷ বিশেষ করে উচ্চপদে৷ আর দেশের হিসেবে এগিয়ে আছে চীন৷ সেখানে উচ্চপদের চাকরিগুলোর অর্ধেকই নারীদের দখলে৷

এবার নারী দিবস পালনের খবর৷ ‘এয়ার ফ্রান্স' জানিয়েছে, শুক্রবার প্যারিস-ওয়াশিংটন রুটে চলমান তাদের এয়ারবাস এ৩৮০, যেটা দ্বিতল বিমান, তাতে পাইলট সহ সব ক্রু হবেন নারী৷ আর এভাবেই তারা নারীর প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করবে৷

জেডএইচ / এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ