1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয়বারের জন্য উরসুলাতেই আস্থা ইইউ নেতাদের

২৮ জুন ২০২৪

দ্বিতীয়বারের জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে উরসুলা ফন ডেয়ার লাইয়েনকে চান ইইউ নেতারা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুসলা ফল ডেয়ার লাইয়েন।
২০১৯ থেকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে আছেন উরসুলা। ছবি: Denis Balibouse/KEYSTONE/REUTERS/dpa/picture alliance

মঙ্গলবারই ইইউ দেশগুলির নেতারা এই বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। বৃহস্পতিবার রাতে শীর্ষবৈঠকে আনুষ্ঠানিকভাবে নেতারা বিষয়টি নিয়ে একমত হলেন। এছাড়া পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কোস্টা ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান  এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হচ্ছেন।

আগামী মাসে ইইউ পার্লামেন্টে এই তিন নেতার মনোনয়ন নিয়ে ভোটাভুটি হবে। উরসুলা, কোস্টা ও কালাসকে পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যের সংখ্যাগরিষ্ঠের ভোটে জিততে হবে।

স্বাগত জানালেন উরসুলা

উরসুলা ফন ডেয়ার লাইয়েন ইইউ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, ''দ্বিতীয়বারের জন্য আমার উপর আস্থা রাখায় আমি নেতাদের প্রতি কৃতজ্ঞ। আমি এই মুহূর্তটা বন্ধু কোস্টা ও কালাসের সঙ্গে শেয়ার করতে পেরে আনন্দিত।''

উরসুলা জানিয়েছেন, তার পরবর্তী রাজনৈতিক কর্মসূচি হলো, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যাতে তার এই মনোনয়নের পক্ষে ভোট দেন, তা নিশ্চিত করা।

ইইউ নির্বাচনের পর ভবিষ্যত নিয়ে শঙ্কায় দক্ষিণ এশীয় অভিবাসীরা

03:58

This browser does not support the video element.

কোস্টা জানিয়েছেন, ইইউ নেতারা তার নাম ইউরোপীয় কাউন্সিলের প্রধান হিসাবে অনুমোদন করায় তিনি খুশি।

অরবানের সমালোচনা

হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান জানিয়েছেন, যেভাবে তিনটি নাম নিয়ে ইইউ নেতারা ডিল করেছেন, তা খুবই লজ্জাজনক।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি বলেছেন, ''ইউরোপের ভোটারদের ঠকানো হয়েছে। বাম ও উদারপন্থিদের নিয়ে ইপিপি যে জোট করেছে তা হলো কোয়ালিশন অফ লাইস। আমরা এই লজ্জাজনক জোটকে সমর্থন করব না।''

ইটালির প্রধানমন্ত্রী মেলোনিও জানিয়েছেন, ভোটদাতাদের ইচ্ছাকে অবহেলা করা হয়েছে।

উরসুলা ফল ডেয়ার লাইয়েন হচ্ছেনজার্মানির মধ্য-বামপন্থি ও ইপিপি নেত্রী, কোস্টা হলেন সমাজবাদী এবং কালাস উদারপন্থি। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ