1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্বিতীয় জীবন' পেলেন যে নারী

১৩ এপ্রিল ২০১৭

‘দ্বিতীয় জীবন' পাওয়া ছাড় আর কী! ডান দিকে তাকিয়ে ট্রেন লাইন পার হচ্ছিলেন তিনি৷ সব ঠিকই ছিল৷ কিন্তু মুহূর্তেই ঘটে গেল এক ভয়ংকর ঘটনা৷

Deutschland Radfahren in Bonn
ছবি: picture-alliance/Joker/K. H. Hick

দুর্ঘটনা কখন, কীভাবে ঘটে যায় বলা মুশকিল৷ তবে সতর্ক হলে কিছুটা হয়ত রেহাই মেলে৷ অন্তত চোখ দু'টো যখন আছে, তখন সেগুলোর ব্যবহার ঠিকঠাক করলে মন্দ কি? আপনিই বলুন...৷

আলোচিত নারীর ক্ষেত্রে অবশ্য সেটা ঘটেনি৷ ট্রেন যাবে সেই সাইন থাকা সত্ত্বেও তিনি তাই দিব্যি হেঁটে গিয়েছিলেন রেললাইন পার হয়ে৷ একবার শুধু দেখে নিয়েছিলেন ডান দিকটা৷ ওমা, হঠাৎ বাম দিকে ধেয়ে এলো এক ট্রেন, আর চোখের নিমিষে সেটা চলেও গেলো৷ জানেনই তো, বাস-গাড়ির মতো রেলগাড়ির ব্রেক নেই৷

পথচারিনীর ভাগ্য ভালো বলতে হবে৷ একেবারে শেষ মুহূর্তে ট্রেনটির উপস্থিতি টের পেয়েছিলেন তিনি৷ তাই বেঁচে গেছেন৷ আর ভিডিওটি ইন্টারনেটে পোস্ট করেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডের ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ৷ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি নাকি তাদের লক্ষ্য৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ