1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন টাইট্যানিক

২৭ ফেব্রুয়ারি ২০১৩

তৈরি করবেন অস্ট্রেলিয়ার এক কোটিপতি, ক্লাইভ পামার৷ সে জাহাজ নাকি ২০১৬ সালেই যাত্রা শুরু করবে৷ প্রথম যাত্রার টিকিট কিনতে আগ্রহী ৪০ হাজার মানুষ৷ জাহাজ তৈরি হবে চীনে৷

ছবি: AP

ক্লাইভ পামার তাঁর নতুন টাইট্যানিকের নকশা দেখান মঙ্গলবার, নিউ ইয়র্কের একটি নৌ, বিমান ও মহাকাশযাত্রা সংক্রান্ত সংগ্রহশালায়৷ টাইট্যানিক দুই'ও যাত্রা করবে ইংল্যান্ডের সাদাম্পটন থেকে নিউ ইয়র্ক অবধি৷ তবে প্রথম টাইট্যানিকের মতো সে যাত্রা অভিশপ্ত হবে না বলেই ধরে নেওয়া যায়৷

টাইট্যানিক ছিল বিংশ শতাব্দির সূচনায় বিশ্বের বৃহত্তম এবং সর্বাপেক্ষা বিলাসবহুল সমুদ্রপোত৷ উত্তর অতলান্তিকে একটি আইসবার্গে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে যায়৷ তারিখটা ছিল ১৯১২ সালের ১৫ই এপ্রিল৷ জাহাজের ২,২০০ জন যাত্রী ও মাল্লার মধ্যে মাত্র ৭০০ জন প্রাণে বাঁচেন, প্রধানত যথেষ্ট লাইফ বোট না থাকার কারণে৷

নতুন টাইট্যানিকের অবশ্য আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কম, এবং সেটা জলবায়ু পরিবর্তনের কারণে, বলেছেন পামার৷ উত্তর অতলান্তিকে আর অতো বড় বড় বরফের চাঁই ভেসে বেড়াতে দেখা যায় না৷

ডুবে যাওয়া টাইট্যানিকের অংশছবি: RMS Titanic Inc./dapd

নয়তো নতুন টাইট্যানিকের যাত্রীরা আদত টাইট্যানিকের যাত্রীদের মতোই সাজপোশাক করবেন, একশো বছর আগের ফ্যাশান অনুযায়ী৷ জাহাজের রেস্তরাঁতেও আদত টাইট্যানিকের মেনু থেকেই খাবার-দাবার পরিবেশন করা হবে৷ এমনকি ডাইনিং রুমগুলোও সাজানো হবে আদত টাইট্যানিকের আদলে৷ এছাড়া টাইট্যানিক দুই'এর নকশা করেছে ফিনল্যান্ডের যে কোম্পানি, তারা বলছে এই টাইট্যানিক হবে ‘‘বিশ্বের সবচেয়ে নিরাপদ ক্রুইজ শিপ''৷ সেটা না বললেই বোধহয় ভালো হতো, কেননা আদত টাইট্যানিকের ক্ষেত্রেও বলা হয়েছিল, এ' জাহাজের ডোবা সম্ভব নয়৷

নতুন টাইট্যানিক চলবে ডিজেলে, আদত টাইট্যানিক চলত বাষ্পে৷ তাই নতুন টাইট্যানিকেও শুধু সাদৃশ্যের জন্য চারটি ধোঁয়া বের হওয়ার চিমনি রাখা হচ্ছে৷ অন্যদিকে নতুন টাইট্যানিকে থাকবে একটি নতুন ‘‘সেফটি ডেক'', যা'তে সর্বাধুনিক লাইফ বোট, সেফটি শুটস ও স্লাইডস থাকবে৷ তাছাড়া আদত টাইট্যানিকে আর যাই থাক, এয়ারকন্ডিশনিং ছিল না৷ এ'ধরনের অনেক আধুনিক সুখ-স্বাচ্ছন্দ্যই নতুন টাইট্যানিকে থাকবে৷

পামার বলছেন, তিনি নিজের পকেট থেকেই জাহাজ তৈরির খরচ দেবেন৷ অস্ট্রেলিয়ার একটি পত্রিকার হিসেব অনুযায়ী তিনি চার বিলিয়ন ডলারের অধিকারী৷ কিন্তু ফোর্বস পত্রিকার হিসেব অনুযায়ী পামার'এর সম্পত্তি ৮৯৫ মিলিয়ন৷ তবে টাইট্যানিক দুই'এ বিনিয়োগ করতে আরো অনেক উৎসাহীকে পাওয়া যাবে বলে ধরে নেওয়া যায়৷

এসি / জেডএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ