1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে একশ দিন পূর্ণ করলেন ট্রাম্প

৩০ এপ্রিল ২০২৫

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসাবে একশ দিন পূর্ণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মিশিগানে জনসভায় ভাষণ দিচ্ছেন ট্রাম্প।
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে একশ দিন পূর্ণ হওয়ায় মাত্র একটি জনসভা করেছেন ়নাল্ড ট্রাম্প। ছবি: Scott Olson/Getty Images/AFP

এই বছর ২০ জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে পা রাখেন ডনাল্ড ট্রাম্প।  প্রেসিডেন্ট হিসাবে তার একশ দিন পূর্ণ হলো। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট ট্রাম্প দিনটিকে মিশিগানের ওয়ারেনে একটি জনসভায় ভাষণ দিয়ে পালন করেন।

ট্রাম্প তার দেড় ঘণ্টার ভাষণে স্বকীয় ভঙ্গিমায় সমালোচকদের এক হাত নেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও ছাড় পাননি।

 'দ্য গোল্ডেন এজ'  লেখা একটি সাইনবোর্ডের সামনে তার একশ দিনের কাজের সাফল্যের বর্ণনা দেন তিনি। তার মধ্যে অর্থর্নীতি ও অভিবাসন নীতির কথা তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেন, "আমরা অ্যামেরিকার স্বপ্ন বাঁচাচ্ছি। অ্যামেরিকাকে আবার মহান হওয়ার পথে চালিত করছি এবং সেই কাজ খুব দ্রুত হচ্ছে।"    

তিনি বলেছেন, ''আমরা একটা মহান দেশ। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত আমরা খুব ভালো কাজ করেছি। এখন আরো ভালো কাজ করব।''

গতবছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প মূল্যবৃদ্ধি কমানো ও অর্থনীতিকে চাঙ্গা করার উপর খুব জোর দিয়েছিলেন।

গত রোববার করা রয়টার্স/পিএসওএস সমীক্ষায় দেখা যাচ্ছে, ট্রাম্পের আর্থিক ম্যানেজমেন্টকে যারা ভালো বলছেন, সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশ।

এর আগে প্রেসিডেন্টরা তাদের একশ দিন পূর্ণ করার পর অনেকগুলি রাজ্যে গিয়ে জনসভা করতেন। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পও সেটাই করেছেন। কিন্তু এবার ট্রাম্প মাত্র একটি জনসভা করলেন।

প্রশাসনিক অফিসাররা জানিয়েছেন, ট্রাম্প প্রায় প্রতিদিন হোয়াইট হাউসে কোনো বৈঠকের পর বা সাধারণভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সেটা সবচেয়ে বেশি কার্যকর হয়।

এসসি/জিএইচ(রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ