1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় দফায় ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের প্রস্তুতি

২৭ ডিসেম্বর ২০২০

দ্বিতীয় দফায় রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচর নেয়ার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ৷ এ মাসেই তাদের সেখানে নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা৷

দ্বিতীয় দফায় রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচর নেয়ার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ৷ এ মাসেই তাদের সেখানে নেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা৷
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

এ মাসের শুরুতেই অন্তত ১৬০০ রোহিঙ্গাকে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়৷ আগামি কয়েকদিনে আরো এক হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়া হবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুজন কর্মকর্তা৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ‘‘তাদেরকে আগে চট্টগ্রাম নেয়া হবে, তারপর সেখান থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে ভাসানচর নেয়া হবে৷’’

শরণার্থীদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সরকারের কর্মকর্তা মোহাম্মদ শামসুদ দৌজা জানিয়েছেন, এই স্থানান্তর স্বেচ্ছায় হবে৷ তিনি বলেন, ‘‘তাদেরকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে স্থানান্তর করা হবে না৷’’

প্রথমবার স্থানান্তর প্রক্রিয়া শুরু পর জাতিসংঘ জানিয়েছিল এ প্রক্রিয়ায় তাদের যুক্ত করা হয়নি৷

বাংলাদেশ বলছে ভাসানচরে স্থানান্তরের জন্য কাউকেই ‘জোর করা হয়নি’৷ তবে শরণার্থী এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে, অনেককেই মাত্র ২০ বছর আগে জেগে ওঠা চরটিতে বলপূর্বক পাঠানো হয়েছে৷

এডিকে/এফএ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ