দ্বিতীয় বউ থাকার কথা স্বীকার করে নুতন এক কেলেঙ্কারির জন্ম দিয়েছেন বাংলাদেশের আলোচিত ক্রিকেটার আরাফাত সানি৷ তাঁর সঙ্গে ঘনিষ্ট ছবি প্রকাশ করার দায়ে সানির বিরুদ্ধে এক নারীর করা মামলার প্রেক্ষিতে জানা গেছে এই গোপন তথ্য৷
বিজ্ঞাপন
নাসরিন সুলতানা নামের এক নারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে গত জানুয়ারি মাসে আরাফাত সানিকে গ্রেপ্তার করা হয়৷ কিন্তু তখনও জানা যায়নি যে, তাঁরা দু'জন বিবাহিত৷
বাংলাদেশের আইনে একজন পুরুষের আইনত চারজন পর্যন্ত স্ত্রী থাকতে পারে৷ তবে শহুরে তরুণ প্রজন্মের মধ্যে বহুবিবাহের চর্চা বিরল৷
ত্রিশ বছর বয়সি আরাফাত সানি গত মার্চে জামিন লাভ করেন৷ তবে গত বুধবার আদালতে তাঁর জামিন বাতিলের আবেদন জানান নাসরিনের আইনজীবী৷ দেলওয়ার জাহান রুমি জানিয়েছেন, নাসরিনকে ক্রিকেটারের দেয়া ভরনপোষণের খরচ এবং সংসার শুরু করার প্রতিশ্রুতি ভঙ্গ করায় জামিন বাতিলের আবেদন করেন তাঁরা৷
আলোচিত এই স্পিনারের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ ছিল যে, নাসরিনের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের দু'জনের বিভিন্ন অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন সানি৷ এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে ক্রিকেটারের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা অবধি জরিমানা হতে পারে৷
তাসকিনের ‘শাস্তি’ আর তাঁদের বেলায় ‘শান্তি’?
বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে৷ কিন্তু অনেকের বেলায় এমনটি করেনি আইসিসি৷ দেখুন অভিযোগ ওঠার পরও কারা দিব্যি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন৷
ছবি: Getty Images/Q. Rooney
কুমার ধর্মসেনা
এখন তিনি আম্পায়ার৷ সুতরাং সুযোগ পেলে হয়ত তিনিই কারো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করবেন৷ অথচ শ্রীলঙ্কার এই সাবেক ডান হাতি অফব্রেক বোলারের অ্যাকশন নিয়েই প্রশ্ন ছিল৷ ২০০০ সালে তাঁর বিরুদ্ধে বল ‘চাক’ করা বা ছোঁড়ার অভিযোগ তদন্তও করেছিল আইসিসি৷ কিন্তু খেলার সময় কোনো আম্পায়ার অভিযোগ না করায় ২০০৬ সাল পর্যন্ত নির্বিঘ্নে আন্তর্জাতিক ক্রিকেট খেলে অবসর নেন ধর্মসেনা৷
ছবি: Reuters/D. Gray
ব্রেট লি ও জার্মেইন লসন
অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি (ওপরের ছবিতে, ডানে) এবং ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট মিডিয়াম পেসার জার্মেইন লসনের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছিল৷ আইসিসি তদন্তও করেছে৷ লসনকে সংশোধনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে দু’বার৷ কিন্তু আম্পায়ার অভিযোগ না করায় এই দু’জনেরও ‘নিষিদ্ধ’ হতে হয়নি৷
ছবি: Getty Images
হরভজন সিং
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকেই ভারতের স্পিনার হরভজন সিংয়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে৷ সরাসরি ‘নিষিদ্ধ’ না করে তাঁর বোলিং অ্যাকশনের বৈধতাও খতিয়ে দেখেছিল আইসিসি৷ ‘সবুজ সংকেত’ পেয়ে খেলা চালিয়ে যেতে হরভজনেরও কোনো অসুবিধা হয়নি৷
ছবি: AP
শোয়েব মালিক
পাকিস্তানের শোয়েব মালিকও হাতে গোনা কয়েকজন সৌভাগ্যবানের একজন বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও যাঁকে ‘নিষিদ্ধ’ হতে হয়নি৷ এখনো তিনি পাকিস্তান দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়৷
ছবি: Reuters/Action Images/J. O'Brien
তাসকিনকে সরাসরি ‘নিষিদ্ধ’?
বাংলাদেশের তাসকিন এবং আরাফাত সানিকে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে ‘নিষিদ্ধ’ করা হয়েছে৷ তাসকিনের নিষেধাজ্ঞা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে৷ তাঁর শুধু ‘বাউন্সার’ নিয়ে সন্দেহ৷ নিয়ম অনুযায়ী বাউন্সার নিয়ে সন্দেহ থাকলে প্রথমে সতর্ক করার কথা, কিন্তু তা না করে সরাসরি নিষিদ্ধ করা হয় তাঁকে৷ আইসিসির রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ কিন্তু রিভিউয়েও বহাল রয়েছে নিষেধাজ্ঞা৷
ছবি: Getty Images/Q. Rooney
5 ছবি1 | 5
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ষোলটি একদিনের এবং দশটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সানিকেক্রিকেট থেকে নিষিদ্ধও করা হতে পারে৷ গত বছর আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি চলাকালে অবৈধ বোলিংয়ের দায়ে তাঁকে বরখাস্ত করা হয়৷ বর্তমানে শুধু প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন তিনি৷
এদিকে, সানির আইনজীবী জুয়েল আহমেদ দাবি করেছেন, প্রথম স্ত্রীকে তালাক না দেয়া অবধি সানির সঙ্গে থাকতে চাচ্ছেন না নাসরিন৷ তবে নাসরিন এই দাবি অস্বীকার করেছেন৷
‘‘আমরা আদালতে বলেছি যে, সানি দুই স্ত্রী-কে নিয়েই সংসার করতে চান৷ সানি ইতোমধ্যে নাসরিনের জন্য একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন৷ কিন্তু প্রথম স্ত্রীকে তালাক না দেয়া অবধি নাসরিন সেখানে যেতে চাচ্ছেন না,'' বলেন জুয়েল আহমেদ৷
আদালত সানির জামিন বাতিল না করে তাঁর একজন আইনজীবীকে বিরোধ মিমাংসার দায়িত্ব দিয়েছেন এবং আগামী ৬ জুলাই শুনানির দিন নির্ধারণ করেছেন৷