1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে জার্মানিতে শেখ হাসিনা

২১ অক্টোবর ২০১১

প্রায় ১২ বছর পর জার্মানি সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ জার্মান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আরও কিছু বিষয় গুরুত্ব পাবে এই সফরে৷

দীর্ঘ ১২ বছর পর আবার জার্মানিতে আসছেন শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

জার্মানির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্মৃতি জড়িয়ে আছে৷ ১৯৭৫ সালের ১৫ আগস্ট আততায়ীরা যখন সপরিবারে শেখ মুজিবকে হত্যা করে, সেই ভয়াবহ ঘটনার সময় তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন৷ এমনকি তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ তারপর বহু বছর কেটে গেছে৷ প্রায় ১২ বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরেকত্রিত জার্মানিতে এসেছেন৷ শনিবার ২২শে অক্টোবর থেকে মঙ্গলবার ২৫শে অক্টোবর পর্যন্ত তাঁর সফর ব্যস্ততায় ভরা৷ বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান এই সফরের কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন৷

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে ডয়চে ভেলেকে বিস্তারিত জানিয়েছেন রাষ্ট্রদূত মান্নানছবি: DW

সম্প্রতি জার্মানির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে৷ বিগত এক বছরে মন্ত্রী পর্যায়ের সফরগুলির দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'এর আলোচনায় অবশ্যই বিষয়টি স্থান পাবে৷

মুসলিম প্রধান দেশ হয়েও বাংলাদেশ যেভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক সমাজ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে, তা জার্মানি সহ গোটা বিশ্বের নজর আকর্ষণ করে থাকে৷ ‘আরব বসন্ত'র পর বিভিন্ন মুসলিম প্রধান দেশ বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে বলেও অনেকে মনে করছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ