1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদ কলা

৭ মার্চ ২০১২

বাংলায় বলা চলতে পারে, প্রতিবাদ কলা৷ চীনা শিল্পী আই ওয়েওয়ে’র একটি ইনস্টলেশন হল সূর্যমুখী ফুলের দশ কোটি বীজ দিয়ে তৈরি৷ বীজগুলো আসল নয়, চীনেমাটির৷ লন্ডনের টেটে গ্যালারি এবার আশি লাখ বীজের একটি ইনস্টলেশন কিনেছে৷

ছবি: picture alliance/dpa

বাংলায় বলা চলতে পারে, প্রতিবাদ কলা৷ চীনা শিল্পী আই ওয়েওয়ে'র একটি ইনস্টলেশন হল সূর্যমুখী ফুলের দশ কোটি বীজ দিয়ে তৈরি৷ বীজগুলো আসল নয়, চীনেমাটির৷ লন্ডনের টেটে গ্যালারি এবার আশি লাখ বীজের একটি ইনস্টলেশন কিনেছে৷

৫৪ বছর বয়সী আই ওয়েওয়ে চীনের খ্যাততম ভিন্নমতাবলম্বীদের মধ্যে গণ্য৷ ইউরোপ-অ্যামেরিকায় তার শিল্পকর্মের বহু প্রদর্শনী হয়েছে৷ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের প্রখ্যাত পাখির বাসা স্টেডিয়ামের ডিজাইনেও তার অবদান ছিল৷ অপরদিকে বিভিন্ন সামাজিক আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের কারণে আই ওয়েওয়ে কর্তৃপক্ষের কুনজরে পড়েন এবং গতবছর তাকে প্রায় তিনমাসের জন্য আটক রাখা হয়৷

২০১০ সালে আই ওয়েওয়ে তার সূর্যমুখীর বীজ ইনস্টলেশনটি নিয়ে লন্ডনে আসেন৷ চীনা শিল্পীদের হাতে গড়া এই বীজগুলি টেট মডার্ন সংগ্রহশালায় প্রায় এক হাজার বর্গমিটার জায়গা জুড়ে মেঝেতে ছড়িয়ে রাখা হয়৷ গোড়ায় দর্শকদের তার ওপর দিয়ে হেঁটে যাওয়া, এমনকি শোয়া-বসারও কথা ছিল৷ এবার টেট গ্যালারি সেই দশ কোটি বীজের আশি লাখ কিনেছে – তবে কোন মূল্যে, সেটা জানায়নি৷ এ'টুকু বলা যায় যে, গতবছর সথবি'র নিলামে ১০০ কিলো সূর্যমুখীর বীজ বিক্রি হয়েছিল সাড়ে পাঁচ লাখ ডলারে৷

কিন্তু আই ওয়েওয়ে'র বীজগুলোর এই উচ্চমূল্য কেন? টেট বলছে, সূর্যমুখীর বীজ হল চীনাদের প্রিয় খাবার, তারা স্ন্যাক হিসেবে রাস্তায় কিনে খায়৷ চীনেবাদামের মতো এ'ও বন্ধুত্ব, ভালোবাসার প্রতীক৷ অপরদিকে এই বীজগুলোকে দেখলে প্রশ্ন ওঠে, এগুলো কি শুধু সমষ্টি, না এককও বটে? চীনের সাংস্কৃতিক বিপ্লব তো সকলকে সমান করে দিতে চেয়েছিল৷ তখন চেয়ারম্যান মাওকে বলা হত সূর্য৷ আর চীনের জনগণকে দেখানো হত সূর্যমুখী ফুল হিসেব৷ ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে রয়েছে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ