1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য আয়রন লেডি’র পক্ষে লয়েড ও স্ট্রিপের অবস্থান

৭ জানুয়ারি ২০১২

যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিয়ে তৈরি ছবি ‘দ্য আয়রন লেডি’ নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তব্যের জবাব দিলেন মেরিল স্ট্রিপ৷ ছবিটিতে থ্যাচারের প্রতি অসম্মান করা হয়নি বলে দাবি তাঁর৷

থ্যাচারের ভূমিকায় মেরিল স্ট্রিপছবি: picture-alliance/dpa

লৌহ মানবী হিসেবে খ্যাত ব্রিটিশ রাজনীতিক এবং সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবন ও কর্ম নিয়ে তৈরি ছবি যুক্তরাজ্যে মুক্তি পাওয়ার পরই বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ছবিটি প্রকাশের সময় নিয়ে বিরূপ মন্তব্য করেন৷ তাঁর মতে, থ্যাচার বেঁচে থাকতেই এই ছবি প্রকাশ করা ঠিক হয়নি৷ ক্যামেরনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ছবিটির ব্রিটিশ পরিচালক ফিলিডা লয়েড এবং থ্যাচারের ভূমিকায় উপনীত মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ৷

প্যারিসে এক সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র তারকা স্ট্রিপ বলেন, ‘‘আমরা ছবিটিতে থ্যাচারকে তাঁর বর্তমান ডিমেনশিয়া তথা স্মৃতিভ্রম অবস্থাসহ তুলে ধরেছি৷ ডিমেনশিয়ার ৪১টি ধরণ রয়েছে৷ এর মধ্যে মাত্র একটি ধরণে আক্রান্ত তিনি৷ ডিমেনশিয়া'র অবস্থা তুলে ধরার ক্ষেত্রে তাঁর প্রতি কোন ধরণের অসম্মান করা হয়নি৷'' ডেভিড ক্যামেরনের মন্তব্যের সমালোচনা করে স্ট্রিপ বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে, ছবিটিতে তিনি যদি থ্যাচারের প্রতিচ্ছবি দেখে চিন্তিত হয়ে পড়েন, তাহলে তিনি যে রেডিও সাক্ষাৎকারে বলেছেন যে, ‘জনগণের উচিত তাঁর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা', এমন মন্তব্য শুনে তিনি কেমন বোধ করবেন?''

মেরিল স্ট্রিপছবি: AP

ক্যামেরনের এমন মন্তব্যের কারণ সম্পর্কে স্ট্রিপ বলেন, ‘‘আমাদের সমাজে ডিমেনশিয়া সম্পর্কে যে নেতিবাচক ধারণা বিদ্যমান এবং সেটিকে গোপন করার প্রবণতা রয়েছে, তার ফলেই ছবিটির সমালোচনা করেছেন তিনি৷ কিন্তু আমি মনে করি, এটিই জীবন এবং এটিই সত্য৷ আর ছবিটিতে এমন কিছু মর্মভেদী প্রাসঙ্গিকতা রয়েছে যা আমরা বলতে চেষ্টা করেছি৷''

এদিকে, পরিচালকের অবস্থান থেকে লয়েড তাঁদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘‘তিনি প্রধানমন্ত্রী হওয়ার ৩০ বছর পর এই ছবি প্রকাশ করা হলো৷ তাঁর মতো বিশাল নেত্রীর জীবন বড়পর্দায় তুলে ধরার জন্য এটা মোটেও তাড়াহুড়ো নয়৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ