1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য ইকনমিস্ট কোন বাইবেল নয়’ : ড. গওহর রিজভী

৯ আগস্ট ২০১১

বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে প্রভাবশালী বৃটিশ সাময়িকী দ্য ইকনমিস্ট-এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷

Congress president Sonia Gandhi is visiting Dhaka, Bangladesh. She held talks with Prime minister Sheikh Hasina. She received Swadhinata Sommanona award on behalf of former Indian prime minister late Indira Gandhi for her contribution to the Liberation War of Bangladesh. Foto: Harun Ur Rashid / DW, 25.07.2011
ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে দ্য ইকনমিস্টছবি: DW

ওই প্রতিবেদনে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পিছনে ভারতের ভূমিকার কথা বলা হয়েছে৷ ড. গওহর রিজভী বলেন, তথ্য প্রমাণ না থাকলে এ ধরনের প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায়৷

দ্য ইকনমিস্ট-এর প্রতিবেদনের ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যই লিখিত প্রতিবাদ জানিয়েছে৷ যা পত্রিকাটির অনলাইন সংস্করণে ছাপা হয়েছে৷ এবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ওই প্রতিবেদন নিয়ে মুখ খুললেন৷ তিনি বলেন, সাময়িকী হিসেবে দ্য ইকনমিস্ট-এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি কোন প্রশ্ন তোলেন না৷ কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার সম্পর্কে তাদের প্রতিবদনে যা বলা হয়েছে তা তিনি চ্যালেঞ্জ করেন৷ তিনি বলেন পত্রিকা লিখেছে ২০০৮ সালের নির্বাচনের সময় ভারত থেকে বস্তাভর্তি টাকা এসেছে৷ যা নির্বাচনকে প্রভাবিত করেছে৷ এর পক্ষে পত্রিকাটির কাছে কি তথ্য প্রমাণ রয়েছে তা প্রকাশ করা উচিৎ৷ তথ্য প্রমাণ ছাড়া লিখে দিলেই হল না৷তিনি তথ্য প্রমাণ হাজির করার জন্য ইকনমিস্টকে চ্যালেঞ্জ করেন৷ তিনি বলেন, ইকনমিস্ট কোন বাইবেল নয় যে তারা যা লিখবে তা বিশ্বাস করতে হবে৷ তারা তথ্য প্রমাণ ছাড়া কিছু লিখলে তা আমাদের গ্রহণ করার কোন কারণ নেই৷

অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি নেতা মোরশেদ খান ইকনমিস্ট-এর প্রতিবেদনের তথ্যকে দুঃখজনক বলে মন্তব্য করে বলেন, সরকার যে প্রতিবাদ জানিয়েছে তা যথেষ্ট নয়৷

ইকনমিস্ট-এর প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতির ব্যাপারেও লেখা হয়েছে৷ বিএনপি'র পক্ষ থেকে এখনো এর কোন প্রতিবাদ করা হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ