1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ওহাবি রিপাবলিক’

২৫ আগস্ট ২০১২

পাকিস্তানের অনেক মানুষ তালেবান গোষ্ঠী এবং তাদের জঙ্গি কর্মকাণ্ডের বিরোধিতা করছে৷ কিন্তু হাস্যকর হলেও সত্য, এদের অনেকেই সৌদি-ওহাবি মতবাদ নিয়ে প্রশ্ন তুলছে না৷ অথচ এই মতবাদ ইসলামি জঙ্গিদেরকে উৎসাহ যোগাচ্ছে৷

ছবি: picture alliance/dpa

তালেবানকে ঘৃণা করে এরকম ব্যক্তি পাকিস্তানে খুঁজে পাওয়া দুষ্কর নয়৷ সেদেশে গত কয়েক বছরে তালেবানের আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ৷ পাকিস্তানের অনেকেই তাই এই জঙ্গি গোষ্ঠীকে প্রচণ্ড ঘৃণা করে৷ কিন্তু সৌদি আরব এবং তার ওহাবি রাষ্ট্র মতবাদের প্রতিবাদে খুব কম মানুষই সামিল হচ্ছে৷

সৌদি আরবের মক্কা, যেখানে মুসলমানদের পবিত্র স্থান কাবা রয়েছে, সেটি পৃথিবীর সমগ্র মুসলমানের জন্য অন্যতম পবিত্র একটি শহর৷ এই একটি কারণেই পাকিস্তানের মানুষ সৌদি আরবকে একটি পবিত্র দেশ হিসেবে বিবেচনা করে৷ যেকারণে অনেক পাকিস্তানির কাছে সৌদি আরবের সমালোচনা করা ইসলামের সমালোচনা করার সমতুল্য৷

সৌদি আরবের মক্কা, যেখানে মুসলমানদের পবিত্র স্থান কাবা রয়েছে, সেটি পৃথিবীর সমগ্র মুসলমানের জন্য অন্যতম পবিত্র একটি শহরছবি: DW/Almakhlafi

পাকিস্তানের সাবেক আইনমন্ত্রী ইকবাল হায়দার মনে করেন, পাকিস্তানে যেসব জিহাদী এবং সন্ত্রাসী গোষ্ঠী কাজ করছে, তাদের অধিকাংশই ওহাবি ছিল৷ তিনি বলেন, ‘‘তারা তালেবান বা লস্কর-ই-তৈয়বা যাই হোক না কেন, নিঃসন্দেহে বলা যায়, তারা সৌদি-ওহাবি মতাদর্শে বিশ্বাসী৷''

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সময়কালে আইন মন্ত্রী ছিলেন হায়দার৷ ২০০৭ সালে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ভুট্টো৷ ধারণা করা হয় সেই সন্ত্রাসী হামলা পরিচালনা করেছিল তালেবান৷ হায়দার মনে করেন, গত শতাব্দির আশির দশকে সামরিক শাসক জিয়াউল হক ওহাবি গোষ্ঠীগুলোকে অর্থ এবং অস্ত্র সহায়তার বিষয়টি রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেন৷ তিনি সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়, যাদের মধ্যে শিয়ারাও ছিল, তাদের বিরুদ্ধে এসব ওহাবি গোষ্ঠীকে ব্যবহার করতেন৷ জেনারেল জিয়াউল হক মনে করতেন, ইরানের প্রতি শিয়াদের সহানুভূতি রয়েছে৷ হায়দার বলেন, এটা নিঃসন্দেহে বলা যায়, সৌদি আরব জেনারেল হক এর মাধ্যমে ওহাবি গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা প্রদান করত৷ তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানে অবস্থানরত ইরানের সমর্থকদের হত্যা করা৷

পাকিস্তানের ইতিহাসবিদ ড. মুবারক আলী অবশ্য মনে করেন, ভারত উপমহাদেশে ওহাবি প্রভাব ওহাবিজমের মতোই পুরনো৷ তাঁর মতে, ওহাবিজম শুধু পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থাকেই ক্ষতিগ্রস্ত করেনি, বহুত্বধর্মী ইন্দো-পাকিস্তান সংস্কৃতিও নষ্ট করেছে৷

প্রতিবেদন: সামিল সামস / এআই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ